ETV Bharat / state

ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে উত্তর থেকে দক্ষিণ - WB Weather Forecast

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 6:43 AM IST

Etv Bharat
Etv Bharat

West Bengal Weather Update: আজও বৃষ্টিতে ভিজবে পাহাড় থেকে সমতল ৷ অসমের উপর নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

কলকাতা, 26 মার্চ: দোলের দিন বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা । সোমবার সারাটা দিন রংয়ের উৎসবে মাতোয়ারা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৃষ্টি । যদিও তাতে বাড়তে থাকা গরমে রাশ পড়েছে । দুই 24 পরগনা, নদিয়া, কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গেও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে । অসমের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে । সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনও জায়গার বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল। এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে । এখনও নিচুস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রয়েছে ।

এই ধরনের বৃষ্টিস্নাত আবহাওয়ার জন্য বায়ুমণ্ডলের নীচের এবং উপরের স্তরে অনুকূল পরিস্থিতি দরকার বলে জানিয়েছিল হাওয়া অফিস । সেটা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশি পরিমাণে রয়েছে ।

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ । আজ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. খরচ কমবে কন্যার, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে
  2. রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কমায় সুগারও; কুমড়োর বীজে বহুগুণ
  3. গরমে ত্বকের জেল্লা ফেরাবে অ্যালোভেরা জেল, কীভাবে ব্যবহার করবেন ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.