ETV Bharat / state

প্রচারে বেরিয়ে তরুণীকে ‘চুমু’ খগেনের, দেখুন ভিডিয়ো; সোশাল মিডিয়ায় সরব তৃণমূল - BJP MP Khagen Murmu

Khagen Murmu: প্রচারে বেরিয়ে তরুণীকে চুমু খেলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছে জেলা তৃণমূল ৷ ছবি ভাইরাল হতেই তরুণীর বাড়িতে খগেন ৷ বিজেপি প্রার্থীর পাশে আছেন, বললেন তরুণী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 2:19 PM IST

Updated : Apr 9, 2024, 7:39 PM IST

BJP MP KHAGEN MURMU
প্রচারে খগেন মুর্মু
বিজেপি প্রার্থী খগেন মুর্মু

মালদা, 9 এপ্রিল: ভোট প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন করে বিপাকে খগেন মুর্মু ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রচার চলাকালীন এক তরুণীর গালে চুমু খাচ্ছেন বিজেপি প্রার্থী ৷ আর মঙ্গলবার সেই ভাইরাল ছবি নিয়েই সোশাল মিডিয়ায় প্রচারে গতি আনল তৃণমূল ৷ যদিও ওই তরুণীর বক্তব্য, বয়জ্যৈষ্ঠ হিসাবেই খগেনবাবু তাঁকে আদর করেছিলেন ৷ এনিয়ে এত শোরগোল পড়ার কোনও কারণ নেই ৷ অন্যদিকে খগেনের বক্তব্য, 'এসব তৃণমূলের কু-সংস্কৃতির উদাহরণ ৷'

প্রচারে বেড়িয়ে মানুষকে জড়িয়ে ধরা কিংবা ছোট ছেলে মেয়েদের আদর করা খগেন মুর্মুর দীর্ঘদিনের অভ্যাস ৷ সোমবার উত্তর মালদার চাঁচলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী ৷ এদিনও তাঁকে একাধিক পুরুষ ও মহিলার গায়ে হাত দিতে দেখা যায় ৷ এক তরুণীর গালে চুমুও খান তিনি ৷ জানা গিয়েছে ওই তরুণী নার্সিংয়ের ছাত্রী ৷ বেঙ্গালুরুতে পড়াশোনা করেন ৷ সেই ছবি এদিন নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তৃণমূল ৷ ইতিমধ্যে জেলা তৃণমূলের নেতানেত্রীরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খবর পেয়ে সোমবার রাতেই ওই তরুণীর বাড়িতে ছুটে যান খগেন ৷ কথা বলেন তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে ৷ ফের ওই তরুণীর মাথায় হাত রেখে কথা বলেন তিনি ৷ শাসক শিবির বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও তরুণী কিংবা তার পরিবার এই নিয়ে কোনও সমস্যা করেননি ৷ বরং তরুণীর বাবা-মা এই ঘটনা নিয়ে তৃণমূলের সমালোচনা করেন ৷ সমালোচনা করেন গ্রামবাসীদের ৷

ঘটনা প্রসঙ্গে তরুণী বলেন, "একজন বাবা বা জ্যেঠুর বয়সী মানুষ যদি আমাকে আদর করে, মা বলে চুমু খায়, তাতে সমস্যাটা কোথায়? সেই সময় আমার একপাশে বাবা, অন্য পাশে মা দাঁড়িয়েছিল ৷ তাদের সামনেই গোটা ঘটনা ঘটেছে ৷ যারা এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো নিশ্চয়ই মেয়ে আছে ৷ তারা এমনটা কেন করবে?" অন্যদিকে এই বিষয়ে খগেন মুর্মুর বক্তব্য, "এটাই তৃণমূলের সংস্কৃতি ৷ ওরা সামাজিকতাকে এভাবেই দেখে ৷ মেয়েদের নিয়ে এসবই চিন্তা করে ৷ এর বেশি আমার আর কিছু বলার নেই ৷"

আরও পড়ুন:

বিজেপি প্রার্থী খগেন মুর্মু

মালদা, 9 এপ্রিল: ভোট প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন করে বিপাকে খগেন মুর্মু ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রচার চলাকালীন এক তরুণীর গালে চুমু খাচ্ছেন বিজেপি প্রার্থী ৷ আর মঙ্গলবার সেই ভাইরাল ছবি নিয়েই সোশাল মিডিয়ায় প্রচারে গতি আনল তৃণমূল ৷ যদিও ওই তরুণীর বক্তব্য, বয়জ্যৈষ্ঠ হিসাবেই খগেনবাবু তাঁকে আদর করেছিলেন ৷ এনিয়ে এত শোরগোল পড়ার কোনও কারণ নেই ৷ অন্যদিকে খগেনের বক্তব্য, 'এসব তৃণমূলের কু-সংস্কৃতির উদাহরণ ৷'

প্রচারে বেড়িয়ে মানুষকে জড়িয়ে ধরা কিংবা ছোট ছেলে মেয়েদের আদর করা খগেন মুর্মুর দীর্ঘদিনের অভ্যাস ৷ সোমবার উত্তর মালদার চাঁচলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী ৷ এদিনও তাঁকে একাধিক পুরুষ ও মহিলার গায়ে হাত দিতে দেখা যায় ৷ এক তরুণীর গালে চুমুও খান তিনি ৷ জানা গিয়েছে ওই তরুণী নার্সিংয়ের ছাত্রী ৷ বেঙ্গালুরুতে পড়াশোনা করেন ৷ সেই ছবি এদিন নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তৃণমূল ৷ ইতিমধ্যে জেলা তৃণমূলের নেতানেত্রীরা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খবর পেয়ে সোমবার রাতেই ওই তরুণীর বাড়িতে ছুটে যান খগেন ৷ কথা বলেন তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে ৷ ফের ওই তরুণীর মাথায় হাত রেখে কথা বলেন তিনি ৷ শাসক শিবির বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও তরুণী কিংবা তার পরিবার এই নিয়ে কোনও সমস্যা করেননি ৷ বরং তরুণীর বাবা-মা এই ঘটনা নিয়ে তৃণমূলের সমালোচনা করেন ৷ সমালোচনা করেন গ্রামবাসীদের ৷

ঘটনা প্রসঙ্গে তরুণী বলেন, "একজন বাবা বা জ্যেঠুর বয়সী মানুষ যদি আমাকে আদর করে, মা বলে চুমু খায়, তাতে সমস্যাটা কোথায়? সেই সময় আমার একপাশে বাবা, অন্য পাশে মা দাঁড়িয়েছিল ৷ তাদের সামনেই গোটা ঘটনা ঘটেছে ৷ যারা এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো নিশ্চয়ই মেয়ে আছে ৷ তারা এমনটা কেন করবে?" অন্যদিকে এই বিষয়ে খগেন মুর্মুর বক্তব্য, "এটাই তৃণমূলের সংস্কৃতি ৷ ওরা সামাজিকতাকে এভাবেই দেখে ৷ মেয়েদের নিয়ে এসবই চিন্তা করে ৷ এর বেশি আমার আর কিছু বলার নেই ৷"

আরও পড়ুন:

Last Updated : Apr 9, 2024, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.