ETV Bharat / state

সন্দেশখালি নিয়ে রাজ্যপালের পদক্ষেপ, চিঠি লিখে প্রশস্তি দিব্যেন্দুর; অস্বস্তিতে তৃণমূল !

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 10:20 PM IST

Updated : Feb 18, 2024, 10:28 PM IST

Etv Bharat
Etv Bharat

Dibyendu Adhikari wrote letter to Governor Sandeshkhali issue: সন্দেশখালি নিয়ে রাজ্যপালের পদক্ষেপ প্রসঙ্গে চিঠি লিখে প্রশস্তি গাইলেন দিব্যেন্দু অধিকারী ৷ তিনি রাজ্যপালের উদ্দেশে লিখেছেন, "রাজভবনে সন্দেশখালির নির্যাতিত মহিলাদের আশ্রয় দেওয়ার যে পদক্ষেপ আপনি নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসাযোগ্য।"

কলকাতা, 18 ফেব্রুয়ারি: যদিও খাতায়-কলমে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। রাজনৈতিক মহলের একটা বড় অংশই অবশ্য মনে করে মেদিনীপুরের 'অধিকারী' পরিবারের সকলেই আদতে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। রবিবার সেই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী রাজ্যপালকে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি লিখে ধন্যবাদ জানালেন। এদিন কাঁথির সাংসদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে যে চিঠি লিখেছেন তা প্রকাশ্যে এসেছে। আর এই চিঠিতেই সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ।

এদিন দিব্যেন্দু অধিকারীর এক পাতার যে চিঠিটি প্রকাশ্যে এসেছে তাতে তিনি রাজ্যপালের উদ্দেশে লিখেছেন, "রাজভবনে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের আশ্রয় দেওয়ার যে পদক্ষেপ আপনি নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসাযোগ্য। সন্দেশখালিতে বসবাসকারী যে সব মহিলারা নিজেদের নিরাপদ মনে করছেন না, তাঁদের জন্য যে নির্দেশ আপনি দিয়েছেন, তাকে কুর্নিশ না জানিয়ে পারছি না। এই পদক্ষেপের জন্য আমি গর্বিত।" এখানেই শেষ নয়, দিব্যেন্দু অধিকারী আরও লিখেছেন, "আপনি যদি আপনার পাশে দাঁড়ানোর অনুমতি দেন এবং রাজভবনে আশ্রয়, খাবার, নিরাপত্তার জন্য আসা মহিলাদের যে কোনওরকম সাহায্যের নির্দেশ দেন, তা হলে আমি বাধিত হব।"

প্রসঙ্গত, খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসের সাংসদ হলেও তার সঙ্গে বিজেপি যোগ, দিনের আলোর মতো স্পষ্ট। আর সেই জায়গা থেকে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে সরব বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে বাধার সম্মুখীন হয়েছেন। এই অবস্থায় দিব্যেন্দুর এই চিঠি তৃণমূলকে যে অস্বস্তিতে ফেলেছে তাতে কোনও সংশয় নেই। এই অবস্থায় তৃণমূল দিব্যেন্দু অধিকারীর এই চিঠি প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।

আরও পড়ুন

'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা

সন্দেশখালিতে তৃণমূলের সভা 3 মার্চ, পরিস্থিতি দেখতে কাল যাচ্ছেন পার্থ-সুজিত

'সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব', দিল্লি যাওয়ার আগে জানালেন সুকান্ত

Last Updated :Feb 18, 2024, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.