ETV Bharat / politics

'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 3:39 PM IST

Updated : Feb 18, 2024, 4:53 PM IST

Mamata Banerjee Louds Against CAA and NRC: সিউড়ির প্রশাসনিক সভা থেকে ফের সিএএ ও এনআরসি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই ইস্যুতেই তিনি নির্দেশ দিয়েছেন, সকলে যাতে ভোটার কার্ডে নাম তুলতে পারেন, তা নিশ্চিত করতে হবে জন প্রতিনিধিদের ৷

ETV BHARAT
ETV BHARAT

প্রশাসনিক সভা থেকে এনআরসি বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়

সিউড়ি, 18 ফেব্রুয়ারি: আগেও একাধিকবার সিএএ এবং এনআরসি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই ইস্যুতে জন প্রতিনিধিদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা দিলেন তিনি ৷ জানিয়ে দিলেন, 18 বছরের উপরে সকলের যাতে ভোটার কার্ডে নাম থাকে, তা নিশ্চিত করতে হবে জন প্রতিনিধিদের ৷ আজ সিউড়ির প্রশাসনিক সভা থেকে সিএএ ও এনআরসি ইস্যুতে এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি ৷ সঙ্গে ফের একবার বললেন, বাংলায় এনআরসি তিনি করতে দেবেন না ৷

রবিবার বীরভূমের সিউড়ি চাঁদমারির মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নারগিক পঞ্জী বা এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, "সাবধান ! আবার 'ক্যা ক্যা' (সিএএ) শুরু করেছে ওরা ৷ আবার এনআরসি চালু করতে চলেছে ৷ ভোটার কার্ডে নাম তুলুন ৷"

এরপরেই মঞ্চে উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের বলছি, দেখবেন যাতে সবাই ভোটার কার্ডে নাম তুলতে পারেন ৷ কারও যেন কোনও অসুবিধা না হয় ৷ 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' করবে, রাষ্ট্রপতি শাসন চাইছে ৷ ওসব হবে না ৷ আমরা বুঝে নেব ৷ পাঁচ বছরের জন্য নাগরিকত্ব কেড়ে নেবে, কী পেয়েছে ওরা ? আপনারা সবাই তো প্রথম থেকেই নাগরিক ৷ নাগরিকত্ব আবার দেবে, মানেটা কী !"

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন, খুব শীঘ্রই কেন্দ্র সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করতে চলেছে ৷ এমনকী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীও প্রায় একই সুরে সুর মিলিয়েছিলেন ৷ তবে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই সব জল্পনা খারিজ করে দেওয়া হয়েছে ৷ জানানো হয়েছে, সিএএ লাগু করা দূর ৷ এর পরিকাঠামো এখনও তৈরি হয়নি ৷ তবে এনআরসি যে লোকসভা নির্বাচনের আগেই লাঘু হবে সেটা জানিয়ে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই আবহে সিউড়ির সরকারি মঞ্চ থেকেও কেন্দ্রকে বার্তা দিলেন মমতা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে মমতার নির্বাচনী হাতিয়ার ছিল সিএএ এবং এনআরসি'র বিরোধিতা ৷ এবার লোকসভা নির্বাচনের আগেও সেই অস্ত্রেই শান দিচ্ছেন মমতা-সহ বিরোধী শিবিরের তাবড় নেতারা।

আরও পড়ুন:

  1. বীরভূম সফরে মমতা, ফের কোর কমিটিতে রদবদলের সম্ভাবনা
  2. 'রাষ্ট্রপতি শাসন জারি না হলে মমতার জঙ্গলরাজ চলবে ', সন্দেশখালি যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির
  3. 21 ফেব্রুয়ারি নয়, মার্চে দেওয়া হবে 100 দিনের কাজের টাকা; বিধানসভায় ঘোষণা মমতার
Last Updated : Feb 18, 2024, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.