ETV Bharat / state

লোকসভা ভোটের প্রচার শুরু সুকান্তর, 'চোরেদের হারানোর' আবেদন বালুরঘাটের মানুষের কাছে

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 5:39 PM IST

Lok Sabha Election 2024: "চোরদের হারাও,সৎ মানুষদের জেতাও, ভাইপো ভাতিজা বা পরিবারের চিন্তা করা মানুষকে হারিয়ে মানুষের চিন্তা করা মানুষকে জেতানোর প্রার্থী সুকান্ত মজুমদারের।" দক্ষিণ দিনাজপুরে প্রচারে বেরিয়ে এমনটাই বললেন সাংসদ প্রার্থী সুকান্ত মজুমদার ৷

Lok Sabha Election 2024
বুড়িকালী মন্দিরে পুজোয় ব্যস্ত সুকান্ত

বালুরঘাট, 11 মার্চ: শাসকদল বাংলায় 42টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, বিজিপি এখনও পর্যন্ত 42টি আসনের মধ্যে 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ৷ সেই মতোই আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাটে লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার ৷ সোমবার দক্ষিণ দিনাজপুরে বুড়াকালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন লোকসভা নির্বাচনের প্রচার ৷ এই বালুরঘাট কেন্দ্রের সাংসদও তিনি ৷

বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে আগেই প্রচার শুরু করেছিল দলের নেতা কর্মীরা। রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার থাকায় তিনি বালুর ঘাটে প্রচারের কাজ শুরু করেনি এতিদন ৷ সেই সব মিটতেই সোমবার বালুরঘাটে উপস্থিত হয়ে প্রচার শুরু করলেন প্রার্থী সুকান্ত মজুমদার । এদিন ট্রেনে করে তিনি বালুরঘাট পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতা কর্মীরা। এরপরেই সুকান্ত শহরের বুড়িকালী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্য রওনা দেন ৷ নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন এদিন । পূজার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাটের তৃণমূল প্রার্থীকে বিপ্লব মিত্রকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি ।

এদিন সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বরিষ্ঠ নেতা । তাঁকে অবশ্যই সন্মান করি। তবে তিনি এই আসনে দাঁড়িয়ে জিততে পারবেন না। কেননা, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও তিনি এ-জেলার জন্য কিছু করেননি । এছাড়া নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষের পরিচিতি রাজ্যব্যাপী ৷ তারপরও গতবার সেই প্রার্থীকে তিনি হারিয়েছেন । সেখানে বিপ্লব মিত্র তো...।" সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই সুকান্ত জানান, তিনি ভগবানের কাছে প্রার্থানা করেছন, "চোরদের হারাও, সৎ মানুষদের জেতাও ৷" এররপই তিনি বলেন, বিরোধীরা নিজের কথা ভাবে, পরিবারের কথা ভাবে, কিন্তু মানুষের কথা ভাবে না । বিপ্লব মিত্র আজ পর্যন্ত যা করেছে তা মিত্র পরিবার এন্ড কোম্পানির জন্য করেছেন মানুষের জন্য নয়। আমি নিজের জন্য তো পরের কথা দলের জন্য কিছু করিনি। মানুষের জন্য কাজ করে চলেছি। আগামীতেও করব।"
"

প্রচারে বেরিয়ে ছোট্ট করে নিজের কাজের খতিয়ান তুল ধরেন সাংসদ ও বালুরঘাট কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার ৷ উদাহরণ দিয়ে তিনি জানান, জেলায় রেল পরিষেবার জন্য তিনি সচেষ্ট ৷ হাতে নেওয়া প্রতিটি প্রকল্প তিনি সম্পূর্ণ করবেন ৷ এছাড়াও মেডিক্যাল কলেজ, পরিকাঠামোহীন বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলরা জন্য তার ভূমিকা থাকবে ৷

আরও পড়ুন:

  1. 'আমরা পচা আলু নেব না', বিশিষ্ট ব্যক্তিদের বিজেপিতে যোগের ডাক সুকান্তর
  2. বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন সরাসরি
  3. 'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.