ETV Bharat / state

মদ্যপ ক্লার্ককে ধরে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে পড়ুয়ারা ! ভাইরাল ভিডিয়ো

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 1:59 PM IST

Drunken School Clerk
Drunken School Clerk

Drunken School Clerk: কোথায় পড়ুয়াদের সাহায্য করবেন স্কুলের ক্লার্ক ৷ উলটো ছবি দাসপুরে ৷ মদ্যপ ক্লার্ককে ধরে ধরে স্কুল নিয়ে যেতে হচ্ছে পড়ুয়ােদের ৷ ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ নষ্টের অভিযোগ তুলেছেন অভিভাবকরা ৷

মদ্যপ অবস্থায় স্কুলে ক্লার্ক

দাসপুর, 17 মার্চ: রাস্তায় মদ্যপান করে পড়ে রয়েছেন স্কুলের ক্লার্ক ৷ তাঁকে তুলে ধরে ধরে স্কুলে নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দাসপুর এক নম্বর ব্লকের রঘুনাথপুর এলাকায় । শিক্ষাপ্রাঙ্গনের মতো জায়গায় এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে । ঘটনায় ক্ষুব্ধ ছাত্র থেকে অভিভাবকরা ৷ তাঁদের দাবি, ওই ক্লার্কের জন্য স্কুলের সম্মানহানি হয়েছে এবং বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে । যদিও প্রধান শিক্ষকের সাফাই সবসময় নয়, মাঝে সাজে একটু আধটু মদ্যপান করে থাকেন ওই ক্লার্ক ৷ ওই দিন একটু বেশি খেয়ে ফেলেছেন ৷

এ বিষয়ে স্কুলের ছাত্র দীপঙ্কর কালসা বলে, "এই ঘটনা প্রতিদিন ঘটে । উনি প্রায় সময় মদ খেয়ে কখনও রাস্তায়, আবার কখনও নালার ধারে পড়ে থাকেন । আমরা ধরে ধরে নিয়ে আসি স্কুলে । এই দিনও ধরে ধরে নিয়ে আসা হয়েছে তাঁকে । ওই স্যারের জন্য আমাদের পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এই স্কুলে ।" স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বিষয়ের দাবি, "ওই স্যারকে প্রায় দিনই মদ খেয়ে স্কুলে টলতে টলতে আসতে দেখি ৷ ছাত্রছাত্রীরায় ধরে ধরে নিয়ে আসে তাঁকে । কখনো বিভিন্ন জায়গায় পড়ে থাকেন তিনি । এর ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে ৷ ওঁনাকে অবিলম্বে স্কুল থেকে বরখাস্ত করতে হবে ।"

যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কিঙ্করচন্দ্র পাত্রের বক্তব্য, "এই ঘটনার খবর আগেও আমরা পেয়েছিলাম এবং তাই নিয়ে আমাদের আলোচনা হয়েছে ৷ ওঁনাকে মদ্যাপান করতে বারণ করা হয়েছিল কিন্তু উনি শোনেননি । স্কুলে এই ধরনের জিনিস আমরা বরদাস্ত করব না । আমরা দ্রুত যেখানে জানানোর জানাবো । এরপরে ওঁনার বিরুদ্ধে যা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব ।"

দাসপুরের রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ের ঘটনা এটি ৷ শনিবার এই স্কুলের ক্লার্কে ধরে ধরে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসতে দেখা যায় ৷ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অভিযোগ, এই ঘটনা নিত্যদিনের । উনি প্রায় সময় মদ খেয়ে এভাবে রাস্তার ধারে পড়ে থাকেন । তাঁকে ধরে ধরে নিয়ে আসতে হয় ৷ কখনো কখনো আবার রাস্তার ধারে পড়েই রয়ে যান । কেন ক্লার্ক মদ খেয়ে স্কুলে আসবেন, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা ৷ স্কুলের পরিবেশ যাতে নষ্ট না হয়ে তা দেখার আবেদন সকলের ৷ তবে একবার নয়, একাধিকবার ওই ক্লার্কের বিরুদ্ধে মদ্যপান করে স্কুলে আসার অভিযোগ রয়েছে । তারপরও কেন কোন ব্যবস্থা নেয়নি ম্যানেজিং কমিটি‌ বা স্কুলের প্রধান শিক্ষক বলে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন:

  1. মদ্যপান নিয়ে বচসার জের, ঘুষিতে মৃত্যু যুবকের
  2. ভাইয়ের টাকা চুরি করে মদ্যপান, দাদার মুণ্ডচ্ছেদ করল যুবক
  3. গেট না-খোলায় বাইরে ঘুমিয়ে কাটালেন মদ্যপ শিক্ষক ! চাঞ্চল্য বর্ধমানের স্কুলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.