ETV Bharat / state

Kahribari Murder Case: ভাইয়ের টাকা চুরি করে মদ্যপান, দাদার মুণ্ডচ্ছেদ করল যুবক

author img

By

Published : Aug 8, 2023, 9:08 PM IST

Youth Allegedly Killed Elder Brother for Theft His Money: ভাইয়ের টাকা চুরি করে মদ্যপান করেছিলেন ৷ সেই কারণে দাদাকে মুণ্ডচ্ছেদ করল ছোট ভাই ৷ ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি ব্লকের দেওয়ানভিটা গ্রামে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Kahribari Murder Case ETV BHARAT
Kahribari Murder Case

দার্জিলিং, 8 অগস্ট: টাকা চুরি করে মদ্যপান করায় দাদাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ ধারাল অস্ত্র দিয়ে দাদা কৃষ্ণকান্ত মণ্ডলের মাথা ধর থেকে আলাদা করে দিলেন ভাই রামানন্দ মণ্ডল ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি ব্লকের দেওয়ানভিটা গ্রামে ৷ পুলিশ অভিযুক্ত রামানন্দকে গ্রেফতার করেছে ৷ কৃষ্ণকান্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি অচিন্ত্য গুপ্ত জানান, কৃষ্ণকান্ত মণ্ডল এবং তাঁর ভাই রামানন্দ মণ্ডল দিনমজুরের কাজ করতেন ৷ রামানন্দ মণ্ডল পুলিশকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় তাঁর টাকা চুরি করেন দাদা কৃষ্ণকান্ত ৷ এর পর অনেক রাতে মদ্যপ অবস্থায় তিনি বাড়ি ফেরেন ৷ তখনই কৃষ্ণকান্তের সঙ্গে বচসা শুরু হয় রামানন্দের ৷ দু’জনের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ অভিযোগ সেই সময় বাড়ির উঠোনে পড়ে থাকা কাঠ কাটার কুড়ুল দিয়ে কৃষ্ণকান্ত মণ্ডলের গলায় কোপ মারেন রামানন্দ ৷

তৎক্ষণাত তাঁর মাথা দেহ থেকে ধর থেকে আলাদা হয়ে যায় ৷ লুটিয়ে পড়েন রক্তাক্ত কৃষ্ণকান্ত ৷ ততক্ষণে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসেন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামানন্দকে গ্রেফতার করেছে ৷ কৃষ্ণকান্ত মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: স্ত্রী ও তিন মেয়েকে নৃশংসভাবে খুন, গ্রেফতার অভিযুক্ত মানসিক রোগী

ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন, "মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ কুড়ুলটিও উদ্ধার হয়েছে ৷ সব খতিয়ে দেখা হচ্ছে ৷" প্রতিবেশী রাধামাধব রায় বলেন, "রাতে চিৎকারের আওয়াজ পাই ৷ ছুটে গিয়ে দেখি পুরো উঠোন রক্তে ভরে গিয়েছে ৷ মাটিতে লুটিয়ে পরে আছে কৃষ্ণ ৷ ওর ভাই খুন করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.