ETV Bharat / state

প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি দেখতে বৈঠক বিশেষ পুলিশ পর্যবেক্ষকের, আজই যাবেন উত্তরবঙ্গে - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 2:42 PM IST

Special police observer calls on CEO: প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার ৷ আজই তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 9 এপ্রিল: প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী 19 এপ্রিল । সে দিন ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে । তার আগেই প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি এবং ওই তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।

প্রথম পর্বের নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা । আর তার আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আরিজ আফতাবের সঙ্গে তাঁর প্রায় এক ঘণ্টার বৈঠক হয় ৷ জানা গিয়েছে, যে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি এই তিনটি জেলার সার্বিক পরিস্থিতি বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।

নির্বাচন কমিশন সূত্রে খবর যে, প্রথম পর্বের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এ দিনের বৈঠকে । মঙ্গলবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসেন অনিল কুমার শর্মা । এরপর প্রায় 45 মিনিট ধরে চলে বৈঠক ।

জানা গিয়েছে যে, প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে, সেই তিনটি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জানতে চান তিনি । স্পর্শকাতর এলাকাগুলি কোথায় আছে এবং এখনও পর্যন্ত এই তিনটি জেলা মিলিয়ে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, এই বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে ।

প্রথম দফার নির্বাচনের আগে আজই বিকেলে উত্তরবঙ্গে যাচ্ছেন অনিল কুমার শর্মা ৷ কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা ।

আরও পড়ুন:

  1. পাহাড়ের 3 পৌরসভার প্রশাসককে সরাতে রাজু বিস্তার চিঠি, পদক্ষেপের আশ্বাস কমিশনের
  2. 'মেরুদণ্ড বিক্রি করে বশ্যতা স্বীকার করেছে কমিশন', রাজ্যপালের সঙ্গে দেখা করে তোপ অভিষেকের
  3. ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.