ETV Bharat / state

সন্দেশখালির রেখা পাত্র-সহ ছয় বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা - Rekha Patra To Get Central Security

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 12:39 PM IST

Updated : Apr 30, 2024, 1:40 PM IST

REKHA PATRA
REKHA PATRA

Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের ছ’জন বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হতে চলেছে বলে খবর ৷ এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সন্দেশখালির রেখা পাত্র ৷ যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হয়ে প্রচারের আলোয় আসেন ৷

কলকাতা, 30 এপ্রিল: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা ৷ তাঁকে কেন্দ্রের তরফে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ এছাড়া এবার লোকসভা নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী আরও পাঁচজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ ওই পাঁচজনের মধ্যে একজন লড়ছেন উত্তরবঙ্গের একটি আসন থেকে ৷ বাকিরা দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন ৷

সূত্রের খবর, রেখা পাত্র ছাড়া আর যাঁরা কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন, তাঁরা হলেন - কার্তিকচন্দ্র পাল (রায়গঞ্জ), নির্মলকুমার সাহা (বহরমপুর), ড. প্রণত টুডু (ঝাড়গ্রাম), অশোক কান্ডারি (জয়নগর) ও অশোক পুরকাইত (মথুরাপুর) ৷ এই পাঁচজনের মধ্য়ে শুধু রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন ৷ বাকিদের এক্স ক্য়াটাগরির নিরাপত্তা দেওয়া হবে ৷

উল্লেখ্য, সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হয়ে প্রচারে আসেন রেখা পাত্র৷ পরে তাঁকে বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করে চমক দেয় বিজেপি ৷ তাই শুরু থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তায় ছিল বিজেপি ৷ তার উপর গত শনিবার রাতে বিজেপির কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের উপর হামলা হওয়ার পর নড়েচড়ে বসে বিজেপি ৷ সূত্রের খবর, তার পর রেখা পাত্র-সহ বেশ কয়েকজন প্রার্থীর নিরাপত্তার বিষয়টি নিয়ে আবেদন করা হয় ৷ তাছাড়া এই নিয়ে গোয়েন্দা রিপোর্টও জমা পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে৷ তার পরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

এর আগে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন:

  1. রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ বসিরহাটে ! পালিয়ে বাঁচলেন পদ্মপ্রার্থী
  2. উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর
  3. বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর, দলীয় কার্যালয়ে ইট বৃষ্টি
Last Updated :Apr 30, 2024, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.