ETV Bharat / state

পরিত্যক্ত এলাকা থেকে একাধিক নতুন ভোটার কার্ড উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 8:11 PM IST

voter cards recovered
ভোটার কার্ড উদ্ধার

Voter Cards Recovered: লোকসভা নির্বাচনের আগে ফের ভোটার কার্ড উদ্ধার ৷ নদিয়ার শান্তিপুরে পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে কার্ডগুলি ৷ পুলিশ কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ তবে কার্ড উদ্ধারকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী শিবির ৷

পরিত্যক্ত এলাকা থেকে একাধিক নতুন ভোটার কার্ড উদ্ধার

শান্তিপুর, 29 ফেব্রুয়ারি: চাকদহের পর এবার নদিয়ার শান্তিপুরে ভোটার কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মেলের মাঠ এলাকায় ৷ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটার কার্ড । এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা । ঘটনার দায় একে ওপরের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল ও বিজেপি ৷

জানা গিয়েছে, বর্তমানে শান্তিপুর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডলের বাড়ি সংলগ্ন মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা বুধবার বেশ কিছু ভোটার কার্ড পান । সাফাই কর্মী কার্ডগুলি উদ্ধার করে ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যা শিখা ভৌমিকের কাছে সেগুলি জমা করেন । এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডলের কাছে ভোটার কার্ড উদ্ধারের ব্যাপারে ফোন করে জানান শিখা ভৌমিক । এরপরেই ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি ৷ তিনি এসে স্কুলের ওই পরিত্যক্ত অঞ্চল ঘুরে দেখেন ৷ খবর দেন পুলিশ প্রশাসনকে । পুলিশ এসে কার্ডগুলি নিয়ে গিয়েছে ৷

পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল বলেন, "সরকারি কর্মচারী হোক কিংবা তৃণমূল নেতৃত্ব কার্ডগুলিকে ফেলে দিয়ে মানুষকে বিড়ম্বনায় ফেলেছে । মানুষ তাদের কার্ড পায়নি ৷ এই নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল ৷ আমি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলাম ৷ এগুলি সব নতুন ভোটার কার্ড ৷ আমার এলাকার কয়েকজনের কার্ড রয়েছে এগুলির মধ্যে ৷ নতুন পরিচয় পত্র পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের কোনো নেতৃত্ব কাটমানি নিয়ে থাকতে পারে । তাই তারা কার্ডগুলি ফেলে দিয়েছে ৷"

যদিও এ বিষয়ে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, "আদৌ পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে ওই কার্ডগুলি ওখানে ফেলেছেন কি না তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট । তবে তৃণমূলের উপর দোষ চাপানো কখনই উচিত না ৷ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে এই পরিচয়পত্রের মাধ্যমে ভোট দানের জন্য আন্দোলন করেন ।"

সূত্রের খবর, মোট বারোটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে ৷ যার মধ্যে মেলের মাঠ অঞ্চলেরই বেশিরভাগ ৷ অন্যান্য পার্শ্ববর্তী বাগদেবীপুর-সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষেরও কার্ড রয়েছে । তবে পুলিশ তরফে জানা গিয়েছে, শান্তিপুর থানার পুলিশ নথিপত্র যাচাই করে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি সংশ্লিষ্ট ব্যক্তির কীছে পৌঁছে দেবে ।

আরও পড়ুন:

  1. নির্বাচনের মুখে ঝোপ থেকে উদ্ধার বস্তাবর্তি ভোটার কার্ড, উত্তেজনা চাকদহে
  2. মাঠের পাশে পড়ে রয়েছে প্রধানমন্ত্রীর জনধন যোজনার অসংখ্য পাসবই, শোরগোল শিল্পাঞ্চলে
  3. রাস্তার ধার থেকে উদ্ধার কয়েকশো ভোটার কার্ড, চাঞ্চল্য বাসন্তীতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.