ETV Bharat / state

মাঝরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত 7টি বাড়ি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 6:36 AM IST

Updated : Mar 17, 2024, 7:36 AM IST

Etv Bharat
Etv Bharat

Cylinder Blast: মধ্যরাতে পরপর 3টি সিলিন্ডারে বিস্ফোরণ ৷ তার জেরেই জেরেই পুড়ে গেল অন্তত সাতটি বাড়ি ৷ আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মেয়র ৷

সিলিন্ডার বিস্ফোরণের মুহূর্তে দুর্গানগরের অবস্থা

শিলিগুড়ি, 17 মার্চ: সিলিন্ডার বিস্ফোরণের জেরে পুড়ে খাক হয়ে গেল 7টি বাড়ি ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরে । শনিবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের দুর্গানগরে ৷ আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন মেয়র গৌতম দেব ।

তিনটি সিলিন্ডারে বিস্ফোরণের জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে ৷ যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে অগ্নিকান্ডের জেরে সর্বশান্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার ।

জানা গিয়েছে, ওই ঘরগুলিতে স্থানীয় ফুচকা বিক্রেতারা ভাড়া থাকতেন । তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি । এলাকাটি ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে । তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে । প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ পরে খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । প্রায় তিন ঘণ্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফে সাহায্যের বিষয়টি জানা যাবে মেয়র ঘটনাস্থল পরিদর্শনের পর ৷

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সমর শাহ বলেন, "প্রথমে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখি । এরপরই সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে । গোটা এলাকায় ছুটোছুটি পড়ে যায় । কিছুক্ষণ পর আবার দুটো সিলিন্ডার বিস্ফোরণ হয় । পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় আমরা আতঙ্কিত ৷"

আরও পড়ুন :

  1. কয়েকঘণ্টা পরেও দাসপুরে জ্বলছে ধূপের কারখানা, আগুন নেভানোর কাজে 6টি ইঞ্জিন
  2. জোড়া সিলিন্ডার বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ঝলসে মৃত তিন শিশু-সহ 5
Last Updated :Mar 17, 2024, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.