ETV Bharat / state

নতুন করে 144 ধারা জারি সন্দেশখালি 2 নম্বর ব্লকের নির্দিষ্ট কিছু জায়গায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 1:16 PM IST

Updated : Feb 14, 2024, 1:35 PM IST

Section 144 Reissued in Sandeshkhali: সন্দেশখালি 2 নম্বর ব্লকের নির্দিষ্ট কিছু জায়গায় নতুন করে জারি করা হল 144 ধারা ৷ কলকাতা হাইকোর্ট 144 ধারা বাতিল করার পরেও এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ তবে, বসিরহাট পুলিশ প্রশাসনের তরফে বলা হচ্ছে, রাজ্যের গোয়েন্দা বিভাগের রিপোর্ট হাতে পেয়েই বাছাই করা কয়েকটি এলাকায় 144 করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

সন্দেশখালি, 14 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় নতুন করে 144 ধারা জারি করল প্রশাসন ৷ গণ্ডগোলের আশঙ্কা থেকেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ সূত্রের খবর, সন্দেশখালি 2 নম্বর ব্লকের মোট সাতটি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 14-18 ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা জারি থাকবে ৷ নতুন করে সন্দেশখালিতে 144 জারি হতেই তৎপরতা আরও বেড়েছে প্রশাসনের ৷

বিভিন্ন জনবহুল এলাকা যেমন-ফেরিঘাট এবং সন্দেশখালির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলি পুলিশ ব‍্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ৷ যাতে বাইরের কেউ গ্রামের ভিতরে প্রবেশ করতে না পারে ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে, যে সমস্ত এলাকায় 144 ধারা জারি রয়েছে, সেখানে যেন একাধিক মানুষের জমায়েত না-হয় ৷ জমায়েত করে কেউ আইন ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন ৷

মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে অশান্ত হয়ে উঠেছিল বসিরহাট শহর ৷ তার জেরে সন্দেশখালি জুড়ে ফের গণ্ডগোলের আশঙ্কা করছে রাজ‍্য পুলিশ ৷ গোয়েন্দা বিভাগের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ নিয়ে বৈঠকে বসেন বসিরহাট পুলিশ জেলার প্রশাসনের শীর্ষ কর্তারা ৷ রাতেই বসিরহাটের এসডিও'র অফিস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় 144 ধারা জারির বিষয়ে ৷ তবে আগের বিজ্ঞপ্তির বদল ঘটিয়ে সন্দেশখালি 2 নম্বর ব্লকের নির্দিষ্ট কিছু জায়গায় 144 ধারা বলবৎ করা হয় প্রশাসনের তরফে ৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নতুন করে সন্দেশখালি 2 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হচ্ছে ৷

প্রসঙ্গত, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আজ যাওয়ার কথা রয়েছে রাজ‍্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ৷ টাকির একটি হোটেল থেকে বেরিয়ে তিনি রওনা হবেন সন্দেশখালির দিকে ৷ কিন্তু তার আগেই প্রশাসনের এই 144 ধারা জারি হওয়ায় সুকান্তর সন্দেশখালি যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, "সুকান্ত মজুমদারের সন্দেশখালি যাওয়া আটকাতেই প্রশাসন তড়িঘড়ি 144 ধারা জারি করেছে ৷ হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরও মমতার প্রশাসনের কোনও লজ্জা নেই, তা এতেই স্পষ্ট ৷" প্রশাসন যে আবারও সন্দেশখালিতে 144 ধারা প্রয়োগের তোড়জোড় শুরু করেছে, সেই আশঙ্কার কথা উঠে এসেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ৷ এবার সেই আশঙ্কায় সত্যি হল ৷

সন্দেশখালি 2 নম্বর ব্লকের কোথায় কোথায় 144 ধারা জারি হল ?

সন্দেশখালির সাতটি পঞ্চায়েত এলাকার সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত হল সন্দেশখালি ঘাট, খুলনা ঘাট, বোলাখালি ঘাট, ত্রিমোহনী বাজার, পাত্রপাড়া ৷ এই পাত্রপাড়া থেকে গ্রামবাসীদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল অন‍্যত্র ৷ অপরদিকে, দুর্গামণ্ডপ পঞ্চায়েতের গাববেড়িয়া মার্কেট, দুগুড়ি পাড়া, দাউদপুরে জারি করা হয়েছে 144 ধারা ৷ এর মধ্যে দাউদপুর আবার বিজেপি-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ৷ সেখানেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা পুলিশের ৷ এছাড়া ধামাখালি ঘাট, হালদার পাড়া, পিঁপড়েখালি ঘাট-সহ আরও একাধিক জায়গায় নতুন করে জারি হয়েছে 144 ধারা ৷

এর আগে পুরো সন্দেশখালি জুড়ে 144 ধারা জারি করেছিল প্রশাসন ৷ তা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেতে খেয়েছে রাজ্যকে ৷ মঙ্গলবারই এ নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলে মন্তব্য করেন, "সন্দেশখালির কোন এলাকায় গণ্ডগোল হচ্ছে ? কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে ? সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি 144 ধারা জারির বিজ্ঞপ্তিতে ৷ তাই, 144 ধারা জারি করার আগে প্রশাসনের আরও ভালোভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল ৷" এরপরেই 144 ধারা খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আদালতের প্রশ্নের মুখে পড়ে এবার বিজ্ঞপ্তিতে বদল ঘটিয়ে মোট 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করল প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. রাতে বসিরহাটে ধুন্ধুমার, আজ সন্দেশখালি যাবেন সুকান্ত-সহ বিজেপি নেতারা
  2. 'পুলিশ-প্রশাসন কি চোখ বন্ধ রেখেছে'? সন্দেশখালিকাণ্ডে মুখ বন্ধ রাখলেও ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়
  3. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের
Last Updated :Feb 14, 2024, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.