ETV Bharat / state

এসএসসি নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাচ্ছে কমিশন - SSC on HC Verdict

SSC on HC Verdict: 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় মানছে না কমিশন ৷ আদালতের রায় ঘোষণার পরেই সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 2:43 PM IST

Updated : Apr 22, 2024, 6:20 PM IST

ETV BHARAT
ETV BHARAT
এসএসসি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

কলকাতা, 22 এপ্রিল: সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিলের রায়তে খুশি নয় তারা ৷ আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে ও কেন প্রায় 26 হাজার চাকরি বাতিল হল ?

কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে ৷ যে রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, "সতেরো রকম উপায় জালিয়াতি করে চাকরি চুরি করা হয়েছে ৷" রায় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "দেড় বছর ধরে চলছে সিবিআইয়ের এই তদন্ত ৷ সেখানে তারা পাঁচ হাজার জনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ৷ এবার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হল ৷ মানে প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে ৷ সেটা কেন, কীভাবে, কোন গ্রাউন্ড হল ? সেটা জানতে অবশ্যই আমরা শীর্ষ আদালতে যাব ৷"

কলকাতা হাইকোর্ট আজকের রায়ে নতুন করে টেন্ডার ডেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে ৷ এই নতুন নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে ? এর প্রেক্ষিতে এসএসসি চেয়ারম্যান বলেন, "নতুন করে কোনও বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছি না ৷ কোর্ট নির্দেশ দিলেই সেটা করতে হবে, তার কিছু পূর্ব শর্ত আছে ৷ সেই শর্ত মেনে সরকারের তরফে গ্রিন সিগন্যাল মিললে আমরা কাজ শুরু করব ৷" তবে, লোকসভা নির্বাচন চলাকালীন কিছুই হবে না ৷ নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া ও টেন্ডারের বিজ্ঞপ্ত সব ভোট মিটলে হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার ৷

আজ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যে রায়ে নবম-দ্বাদশ এবং এসএলএসটি বা গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে আদালত ৷ পাশাপাশি, সিবিআইকে এই মামলায় তদন্ত জারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন, প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত ৷ এদিনের রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সতেরো রকমভাবে এসএসসির চাকরি চুরির জন্য জালিয়াতি করা হয়েছিল ৷

এমনকি বেআইনি নিয়োগের জন্য অবৈধ চাকরিপ্রার্থীরা সুপার নিউমারিক পোস্ট করেছিলেন ৷ তাঁদের প্রয়োজনে গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে আদালত ৷ রাজ্য সরকার ও তার মন্ত্রিসভার ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে ৷ আদালত 287 পাতার রায়ের কপিতে উল্লেখ করেছে, মোট চারটি ক্যাটাগরিতে বেআইনি নিয়োগের জন্য শূন্যপদ তৈরি করা হয়েছিল ৷ এমনকি এসএসসি উত্তীর্ণদের তালিকায় নাম না সত্ত্বেও নিয়োগপত্র পেয়েছেন অনেকে ৷ আর এদের নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল ৷ সব মিলিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে মদতের অভিযোগ তুলেছে কলকাতা হাইকোর্ট ৷ এবার তার ভিত্তিতেই দুর্নীতিতে যুক্তদের ধরতে সিবিআই তদন্ত শুরু করবে ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  2. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট

এসএসসি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

কলকাতা, 22 এপ্রিল: সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের 2016 সালের এসএসসি পুরো প্যানেল বাতিলের রায়তে খুশি নয় তারা ৷ আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তিনি প্রশ্ন তুলেছেন, কীসের ভিত্তিতে ও কেন প্রায় 26 হাজার চাকরি বাতিল হল ?

কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে ৷ যে রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, "সতেরো রকম উপায় জালিয়াতি করে চাকরি চুরি করা হয়েছে ৷" রায় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "দেড় বছর ধরে চলছে সিবিআইয়ের এই তদন্ত ৷ সেখানে তারা পাঁচ হাজার জনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ৷ এবার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হল ৷ মানে প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে ৷ সেটা কেন, কীভাবে, কোন গ্রাউন্ড হল ? সেটা জানতে অবশ্যই আমরা শীর্ষ আদালতে যাব ৷"

কলকাতা হাইকোর্ট আজকের রায়ে নতুন করে টেন্ডার ডেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে ৷ এই নতুন নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে ? এর প্রেক্ষিতে এসএসসি চেয়ারম্যান বলেন, "নতুন করে কোনও বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছি না ৷ কোর্ট নির্দেশ দিলেই সেটা করতে হবে, তার কিছু পূর্ব শর্ত আছে ৷ সেই শর্ত মেনে সরকারের তরফে গ্রিন সিগন্যাল মিললে আমরা কাজ শুরু করব ৷" তবে, লোকসভা নির্বাচন চলাকালীন কিছুই হবে না ৷ নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া ও টেন্ডারের বিজ্ঞপ্ত সব ভোট মিটলে হবে বলে জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার ৷

আজ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যে রায়ে নবম-দ্বাদশ এবং এসএলএসটি বা গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে আদালত ৷ পাশাপাশি, সিবিআইকে এই মামলায় তদন্ত জারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছিলেন, প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত ৷ এদিনের রায় ঘোষণার সময় ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সতেরো রকমভাবে এসএসসির চাকরি চুরির জন্য জালিয়াতি করা হয়েছিল ৷

এমনকি বেআইনি নিয়োগের জন্য অবৈধ চাকরিপ্রার্থীরা সুপার নিউমারিক পোস্ট করেছিলেন ৷ তাঁদের প্রয়োজনে গ্রেফতার করা যাবে বলে জানিয়েছে আদালত ৷ রাজ্য সরকার ও তার মন্ত্রিসভার ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে ৷ আদালত 287 পাতার রায়ের কপিতে উল্লেখ করেছে, মোট চারটি ক্যাটাগরিতে বেআইনি নিয়োগের জন্য শূন্যপদ তৈরি করা হয়েছিল ৷ এমনকি এসএসসি উত্তীর্ণদের তালিকায় নাম না সত্ত্বেও নিয়োগপত্র পেয়েছেন অনেকে ৷ আর এদের নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল ৷ সব মিলিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে মদতের অভিযোগ তুলেছে কলকাতা হাইকোর্ট ৷ এবার তার ভিত্তিতেই দুর্নীতিতে যুক্তদের ধরতে সিবিআই তদন্ত শুরু করবে ৷

আরও পড়ুন:

  1. 25,753 জনের নিয়োগ বাতিল, হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে
  2. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
Last Updated : Apr 22, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.