ETV Bharat / state

তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, টিকিট না-পেয়েই সিদ্ধান্ত নায়িকার?

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:11 PM IST

Updated : Mar 11, 2024, 12:49 PM IST

Etv Bharat
Etv Bharat

Sayantika Banerjee Resign: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অনেকেই মনে করেছেন, টিকিট না-পাওয়ার জন্যই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন নায়িকা ৷

কলকাতা, 11 মার্চ: রবির ব্রিগেডে তৃণমূলের 42 প্রার্থী তালিকার ঘোষণা ৷ আর সোমেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যক্তিগত কারণেই ইস্তফা, এমনই জানিয়েছেন টলি নায়িকা ৷ তবে, লোকসভা ভোটে টিকিট না-পেয়েই সায়ন্তিকা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

বিধানসভা নির্বাচনে দল তাকে প্রার্থী করার পর থেকেই বাঁকুড়ার রুক্ষ মাটিতে পড়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রী। কিন্তু গতকাল ব্রিগেডের ব়্যাম্পে প্রার্থী হিসাবে হাঁটার সুযোগ হয়নি তাঁর। অবশেষে আজ তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে তিনি ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নায়িকার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে কথা বলা হলেও রাজনৈতিক মহলে ধারণা, লোকসভার প্রার্থী হতে না-পেরে দলের সব পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী।

এদিন সুব্রত বক্সীর কাছে যে চিঠি জমা পড়েছে তাতে সায়ন্তিকা লিখেছেন, "গত তিন বছর দলের সমস্ত উন্নয়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম। দলের নীতি এবং আদর্শকে অনুসরণ করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি ‌। তবে এই মুহূর্তে আমি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি।" এদিন তাঁর ইস্তফার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিঠিতে ব্যক্তিগত শব্দবন্ধ ব্যবহার করেছেন অভিনেত্রী। আর এই ব্যক্তিগত শব্দতেই তৈরি হয়েছে জল্পনা‌।

Sayantika Banerjee Resign
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার

2021 সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বাঁকুড়ার মাটি, কামড়ে পড়েছিলেন এই অভিনেত্রী। প্রত্যেকটা সরকারি এবং দলগত কর্মকাণ্ডে নিজেকে সর্বক্ষণের কর্মীর মতো নিজেকে নিয়োজিত করেছিলেন। প্রত্যেকটি জনসংযোগ কর্মসূচিতে কম-বেশি দেখা যেত তাঁকে। দল তাঁর কাজে খুশি ছিল বলেই সায়ন্তিকাকে রাজ্য সম্পাদক করা হয়েছিল। তিনি আশা করেছিলেন এই লোকসভা নির্বাচনেও তাঁকে বাঁকুড়া থেকে প্রার্থী করা হবে। অন্তত তাঁর ঘনিষ্ঠ মহল তো তেমনটাই বলছে। আর সে কারণেই মনে করা হচ্ছে প্রার্থী না-হতে পারার হতাশা থেকেই দলের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন:

  1. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
  2. মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের
  3. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
Last Updated :Mar 11, 2024, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.