ETV Bharat / state

শান্তিপুরের তাঁত অতীত, বাজার কাঁপাচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি শাড়ি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:36 PM IST

Saree From Water Hyacinth: কচুরিপানা দিয়ে শান্তিপুরে 400 শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা সাড়া ফেলেছে ইউরোপ-আমেরিকার দেশগুলিতে । এই কাজকে দেখতে বাইরের রাজ্য থেকে আসছে প্রতিনিধিরা ৷ তবে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের ৷

Saree From Water Hyacinth
কচুরিপানার শাড়ি

শান্তিপুরের তাঁত অতীত, বাজার কাঁপাচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি শাড়ি

শান্তিপুর, 22 ফেব্রুয়ারি: শাড়িতেই অপরূপা নারী ৷ তবে তাঁত সিল্কের শাড়ি এখন অতীত, কারণ ইতিমধ্যে বাজার কাঁপাতে এসে গিয়েছে কচুরিপানার শাড়ি ৷ না না কচুরিপানা ডিজাইনের শাড়ি নয়, কচুরিপানা থেকে তৈরি শাড়ি ৷ ভাবছেন কচুরিপানা দিয়ে আবার শাড়ি, সেটাও সম্ভব ৷ হ্যাঁ এই রাজ্যের মানুষই তা সম্ভব করে তুলেছে ৷

পুকুর থেকে ডোবায় জন্মায় কচুরিপানা ৷ এই কচুরিপানা তেমন কোনও কাজে লাগে না ৷ তবে জল নষ্ট করে দেয় ৷ তাই সেই কচুরিপানাকে তুলে কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর সেই পরামর্শ মেনে আগেই কচুরিপানাকে কাজে লাগিয়ে ব্যাগ তৈরি করতে দেখা গিয়েছে রাজ্যের মানুষকে ৷ এবার এক স্বেচ্ছাসেবী সংগঠন কচুরিপানা দিয়ে শাড়ি তৈরির উদ্যোগ নিল ৷

শান্তিপুরের তাঁতের শাড়ির নাম জগত বিখ্যাত ৷ সেই শান্তিপুরেই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এখন তৈরি হচ্ছে কচুরিপানা দিয়ে শাড়ি ৷ শান্তিপুরের বিভিন্ন ডোবা ও পুকুর পরিষ্কারের পর কচুরিপানাগুলি সংগ্রহ করা হয় ৷ সেগুলির গোড়া এবং পাতা ফেলে দিয়ে প্রধান কাণ্ড কিংবা পাতার মোটা ডাটা থেকে আঁশ ছাড়ানো হয় ৷ পরে সেই আঁশ শুকিয়ে সেখান থেকে তন্তু পাওয়া যায় । তবে এগুলো সরাসরি সুতো হিসেবে নয়, পশ্চিমবঙ্গে স্পিনিং মিলের সংখ্যা কম থাকার কারণে বিভিন্ন রাজ্যের মিল থেকে সুতো তৈরি করে নিয়ে এসে শাড়ি তৈরি হয় । তবে অন্যান্য সুতোর সঙ্গে মিশিয়ে শাড়ি তৈরিতে ব্যবহৃত হয় সর্বাধিক 25 শতাংশ এই কচুরিপানার সুতো ৷

আজ থেকে পাঁচ বছর আগে বনগাঁর এক উদ্যোক্তা কৌশিক মণ্ডল নদিয়ার শান্তিপুর এলাকার বেশ কিছু তাঁতি-সহ সারা বাংলার বিভিন্ন জেলার পরিবেশ রক্ষা এবং নতুন ধরনের চিন্তা ভাবনা সম্পন্ন মানুষজনকে নিয়ে গড়ে তুলেছিলেন স্বচ্ছতা পুকারে নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন । যদিও সে সময় নদী পরিষ্কার তাদের প্রধান এবং অন্যতম কাজ ছিল । আর সেই কাজ করতে গিয়ে তাঁরা প্রথম লক্ষ্য করেন, কোন কাজে লাগে না কচুরিপানা ৷ তবে মাছ চাষের ক্ষেত্রে হোক বা নদীপথে যোগাযোগে প্রতিবন্ধকতার সৃষ্টি করে । সেগুলি পরিষ্কার করার জন্য কৃষকদের অযাচিত ব্যয় করতে হয় ৷ অন্যদিকে সেগুলো পুকুরের কিংবা জলাশয়কে নষ্ট করে ।

টাটা কোম্পানির প্রাক্তন কর্মচারী গৌরব কুমার আনন্দ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরই তিনি কচুরিপানা দিয়ে কিছু করার চিন্তাভাবনা করেন । কৌশিক মণ্ডল বলেন, "টেকসই ও ক্রেতাদের ক্ষমতার উপর নজর রেখে এভাবেই প্রায় 400 শাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে । যা সাড়া ফেলে দিয়েছে ইউরোপ আমেরিকার দেশগুলিতে । তাদের সংগঠনকে পুরস্কৃতও করা হয়েছে এই উৎপাদনের জন্য ।" আগামিদিনে অত্যন্ত কম মূলধনের এই ব্যবসায় অনেকেই আগ্রহী হবে বলে তিনি দাবি করেছেন । তবে এই কাজকে আরও বড় পরিসরে করা যাবে যদি কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার সহযোগিতার হাত বাড়ায় ৷ তারই আবেদন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ৷

শান্তিপুরে এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ দেখতে এসেছেন ছত্রিশগড় রাজ্যের জব্বলপুর এলাকা থেকে এনইউএলএম'র সিটি মিশন ম্যানেজার শ্বেতা সোনি । তিনি বলেন, "আমরা পুরুষ-মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের কুটির শিল্প কিংবা ব্যবসায়িক স্বনির্ভরতায় সহযোগিতা করে থাকি । সোশাল মিডিয়ায় কচুরিপানার এই শাড়ি দেখার পর নিজে এসে স্বচক্ষে দেখে গেলাম ৷ আগামিদিনে রাজ্যে ফিরে গিয়ে সেখানে এ ধরনের একটি প্রকল্প করার চিন্তাভাবনা রয়েছে ।"

এর পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুদূর মুম্বই থেকে অর্পণা গায়করের নেতৃত্বে আট ছাত্রছাত্রীর একটি দল এসেছে এখানে ৷ তাঁরাও জানাচ্ছেন, অত্যন্ত যুগোপযোগী এই প্রকল্প থেকে আগামিদিনে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে । তবে শুধু শাড়ি নয়, এই ফাইবার বা তন্তু নানান কাজে লাগানো সম্ভব ৷ অন্যদিকে এই কচুরিপানা সংগ্রহের ফলে বর্ষাকালে উপকৃত হবেন বহু মৎস্যজীবী থেকে শুরু করে নদী এবং বিভিন্ন জল পথে যাতায়াত মাধ্যমের কর্মীরাও ।

আরও পড়ুন:

  1. চপের পর কচুরিপানা শিল্প ! শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের পরামর্শ মমতার
  2. মমতার কচুরিপানা শিল্প নিয়ে মোদির রাজ্যে মালদার দুই ছাত্র
  3. ডেঙ্গি আটকাতে পুকুরকে কচুরিপানা মুক্ত করার পরামর্শ মন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.