ETV Bharat / state

পুত্র সন্তান হওয়ায় শহরের সরকারি হাসপাতালেই মোরগ বলি পরিবারের!

Calcutta Medical College: পুত্র সন্তান হওয়ায় খুশিতে আত্মহারা ৷ হাসপাতালেই মোরগ বলি দিল পরিবার ৷ গ্রামে নয়, খাস কলকাতার মেডিক্যাল কলেজে ঘটেছে এই ঘটনা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:40 PM IST

Calcutta Medical College
কলকাতা মেডিক্যাল কলেজ

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বর্তমানে প্রযুক্তির সময়ে দাঁড়িয়েও কুসংস্কার পিছু ছাড়ছে না কিছু মানুষের ৷ পুত্র সন্তান হয়েছে ৷ তাই সন্তানের মঙ্গলার্থে হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিয়ে বসলেন পরিবার । কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় হুলুস্থুল কাণ্ড । তবে শুধু মোরগ বলিতেই শেষ নয়, সঙ্গে হাসপাতালের মধ্যেই চলল নানা পুজো পাঠও ।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটের সময় কুসংস্কারের শিকার এক পরিবার এই লজ্জ্বার ঘটনা ঘটায় কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে । সেখানকার প্রসূতি বিভাগে অর্থাৎ ইডেন ব্লিডিং -এ বলি দেওয়া হয় মোরগ । পরিস্থিতি নজরে আসতেই সেখানে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ । যদিও ততক্ষণে বাড়ি চলে গিয়েছেন রোগীর পরিবার ।

হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন আগে প্রসবের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই রোগীর পরিবার । কিছুদিন আগে তাদের পুত্র সন্তান জন্মায় । আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই প্রসূতি বিভাগের পিছন দিকে সন্তানের মঙ্গলার্থে বলি দেওয়া হল মোরগ । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও । কিন্তু ততক্ষণে হাসপাতাল থেকে বাড়ির পথে রোগীর পরিবার ।

জানা গিয়েছে, ওই রোগীর বাড়ি পার্ক সার্কাস এলাকায় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অনুমান, পুত্র সন্তান জন্ম নেওয়ায় এই পুজো পরিবারের । হাসপাতালের সুপার অঞ্জন অধিকারি বলেন, "আমরা সবটাই ধরতে পেরেছি । পুলিশকেও জানিয়েছি । তবে এটা মানুষের বিশ্বাসের জায়গা । তাই ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় । তবে আমরা এই ধরণের জিনিস নজরে রাখব যাতে আর না ঘটে ।"

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন কণ্যাভ্রুণ বা মেয়েদের হত্যার খবর সামনে আসছে ৷ সেখানে ছেলে হওয়ায় এই আনন্দ উৎসব আবারও প্রশ্ন ছুড়ে দিচ্ছে লিঙ্গ বৈষম্যের দিকেই ৷ আজও পরিবারে শিশু জন্মানোর থেকে বেশি ছেলে হওয়ায় খুশিতে মেতে উঠে এসব কাণ্ড ঘটাচ্ছে পরিবার ৷

আরও পড়ুন:

  1. ঘাটালে আড়াই মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, আটক দম্পতি
  2. 2 সন্তানকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ, মৃত মহিলা ও তাঁর কন্যা; আশংকাজনক অপর শিশু
  3. ধর্ষণের পর ভ্রুণ হত্যা! মানসিক ভারসাম্যহীনকে অকথ্য অত্যাচার, গ্রেফতার যুবক

কলকাতা, 27 ফেব্রুয়ারি: বর্তমানে প্রযুক্তির সময়ে দাঁড়িয়েও কুসংস্কার পিছু ছাড়ছে না কিছু মানুষের ৷ পুত্র সন্তান হয়েছে ৷ তাই সন্তানের মঙ্গলার্থে হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিয়ে বসলেন পরিবার । কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনায় হুলুস্থুল কাণ্ড । তবে শুধু মোরগ বলিতেই শেষ নয়, সঙ্গে হাসপাতালের মধ্যেই চলল নানা পুজো পাঠও ।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটের সময় কুসংস্কারের শিকার এক পরিবার এই লজ্জ্বার ঘটনা ঘটায় কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে । সেখানকার প্রসূতি বিভাগে অর্থাৎ ইডেন ব্লিডিং -এ বলি দেওয়া হয় মোরগ । পরিস্থিতি নজরে আসতেই সেখানে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ । যদিও ততক্ষণে বাড়ি চলে গিয়েছেন রোগীর পরিবার ।

হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন আগে প্রসবের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই রোগীর পরিবার । কিছুদিন আগে তাদের পুত্র সন্তান জন্মায় । আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই প্রসূতি বিভাগের পিছন দিকে সন্তানের মঙ্গলার্থে বলি দেওয়া হল মোরগ । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও । কিন্তু ততক্ষণে হাসপাতাল থেকে বাড়ির পথে রোগীর পরিবার ।

জানা গিয়েছে, ওই রোগীর বাড়ি পার্ক সার্কাস এলাকায় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অনুমান, পুত্র সন্তান জন্ম নেওয়ায় এই পুজো পরিবারের । হাসপাতালের সুপার অঞ্জন অধিকারি বলেন, "আমরা সবটাই ধরতে পেরেছি । পুলিশকেও জানিয়েছি । তবে এটা মানুষের বিশ্বাসের জায়গা । তাই ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় । তবে আমরা এই ধরণের জিনিস নজরে রাখব যাতে আর না ঘটে ।"

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন কণ্যাভ্রুণ বা মেয়েদের হত্যার খবর সামনে আসছে ৷ সেখানে ছেলে হওয়ায় এই আনন্দ উৎসব আবারও প্রশ্ন ছুড়ে দিচ্ছে লিঙ্গ বৈষম্যের দিকেই ৷ আজও পরিবারে শিশু জন্মানোর থেকে বেশি ছেলে হওয়ায় খুশিতে মেতে উঠে এসব কাণ্ড ঘটাচ্ছে পরিবার ৷

আরও পড়ুন:

  1. ঘাটালে আড়াই মাসের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, আটক দম্পতি
  2. 2 সন্তানকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ, মৃত মহিলা ও তাঁর কন্যা; আশংকাজনক অপর শিশু
  3. ধর্ষণের পর ভ্রুণ হত্যা! মানসিক ভারসাম্যহীনকে অকথ্য অত্যাচার, গ্রেফতার যুবক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.