ETV Bharat / state

দীর্ঘক্ষণ অপেক্ষারত, ডিসিআরসিতে যাওয়ার বাস না-মেলায় ক্ষোভ ভোটকর্মীদের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:50 PM IST

Lok Sabha Election 2024: মঙ্গলবার মালদায় ভোট ৷ তার আগে ডিসিআরসিতে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে প্রশাসনের কাছে ৷

Lok Sabha Election 2024
বাস না পেয়ে ক্ষিপ্ত ভোটকর্মীরা (নিজস্ব ছবি)

ডিসিআরসিতে যাওয়ার বাস না মেলায় ক্ষোভ ভোটকর্মীদের (নিজস্ব ছবি)

মালদা, 6 মে: প্রবল গরম ৷ এরই মধ্যে মঙ্গলবার ভোট মালদায় ৷ তাপপ্রবাহ থেকে বাঁচতে সকাল সকাল সোমবার জেলার অন্যান্য ডিসিআরসিতে যাওয়ার জন্য প্রস্তুত হন ভোটকর্মীরা ৷ তবে দেড় ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকেও থেকে বাস মেলেনি বলে অভিযোগ ৷ তাই বাস না-পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা ৷ উলটে দিলেন বেঞ্চ ৷ ঘটনাটি ঘটেছে মালদা কলেজের ডিসিআরসিতে ৷ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন ভোটকর্মীরা ৷

ফাস্ট পোলিং অফিসার বিমল মল্লিক বলেন, "সকাল সাড়ে সাতটা থেকে এসে দাঁড়িয়ে আছি ৷ প্রবল গরম, তার হাত থেকে বাঁচতে সকাল সকাল ডিসিআরসিতে পৌঁছতে চেয়েছিলাম ৷ কিন্তু এখানে এমন ব্যবস্থা তিনশো-চারশো ভোটকর্মী সকাল থেকে দাঁড়িয়ে আছে ৷ খানিকক্ষণ আগে এক বাস দেওয়া হয়েছে ৷ ভোটকর্মীরা হুড়োহুড়ি করে ওই বাসে করে গেলেন ৷ আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি ৷ আমাদের চাঁচল ডিসিআরসিতে যেতে হবে ৷ কিন্তু আমরা যাওয়ার কোনো ব্যবস্থা পাচ্ছি না ৷ পাবলিক ট্রান্সপোর্টও নেই ৷ এই পরিস্থিতিতে আমরা চরম সমস্যার মধ্যে পড়েছি ৷ আমরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি ৷"

আগামিকাল তৃতীয় দফার নির্বাচন ৷ সোমবার সকাল থেকে ভোটকর্মীদের মধ্যে ইভিএম বিলির পালা ৷ গত এক মাসের তীব্র গরমের কথা মাথায় রেখে সকাল সকাল ডিসিআরসিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ভোটকর্মীরা ৷ তবে সেখানে যাওয়ার বাস মিলছে না বলে অভিযোগ ৷ এদিকে ভোটকর্মীদের পৌঁছনোর জন্য প্রশাসন সমস্ত বাস নিয়ে নেওয়ায় প্রভাব পড়েছে পাবলিক ট্রান্সপোর্টেও ৷

উল্লেখ্য, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রের জন্য মালদা কলেজ, পলিটেকনিক, চাঁচল কলেজ ও চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে ডিসিআরসি করা হয়েছে ৷ বিভিন্ন এলাকার ভোটকর্মীদের ডিসিআরসিতে পৌঁছনোর জন্য তুলে নেওয়া হয়েছে বহু বাস ৷ প্রতি আধ ঘণ্টা অন্তর বাস ছাড়ার কথা থাকলেও সকাল থেকে নির্দিষ্ট সময়ে বাস ছাড়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ভোটকর্মীরা ৷

আরও পড়ুন:

  1. মালদা দক্ষিণের কুর্সিতে কি ফের 'খান চৌধুরী', নাকি মানুষের নজর ঘুরবে
  2. বামফ্রন্টের কাছে মানুষের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা
  3. সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.