ETV Bharat / state

ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় ফেলে মারধরে আহত দুই টোটোচালক - Lok Sabha Election 2024

4th Phase Of Lok Sabha Polls: চতুর্থ দফার নির্বাচনেও তৃণমূলের অন্তর্কলহের অভিযোগ উঠল ৷ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গলসি 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হন দুই টোটোচালক ৷ লাঠি, রড দিয়ে রাস্তায় ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হল ৷ টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 1:14 PM IST

Updated : May 14, 2024, 6:22 AM IST

4th Phase Of Lok Sabha Polls
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (নিজস্ব চিত্র)
ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (ইটিভি ভারত)

গলসি, 13 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গলসি ৷ ভোটের দিন গলসির 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। ঘটনায় আহত দুই টোটোচালক। আহত এক টোটোচালক শেখ হাসমত তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার অনুগামী ৷ আজিজুল শেখ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দনের চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ শেখ আবুবক্করের অনুগামী। এদিন তাঁরা টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় রাস্তায় মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষভাবে সতর্ক কমিশন। আহত টোটোচালকদের নাম- আজিজুল শেখ ও শেখ হাসমত ৷

এর আগেও পূর্ব বর্ধমানের গলসি উত্তপ্ত হয়ে উঠেছিল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। গত জানুয়ারি মাসে তৃণমূল বিধায়ক রহমত মোল্লার এক ঘনিষ্ঠের সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠ শেখ আবুবক্করের অনুগামী সংঘর্ষ বাঁধে। সেবার অভিযোগ ওঠে বোমাবাজিরও। ঘটনায় 14 জনকে গ্রেফতার করে সিজেএম আদালতে পেশ করেছিল বর্ধমান পুলিশ। আদালত 4 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। পুলিশ জানিয়েছিল, হেফাজতে থাকা ওই 4 জনকে জেরা করে এই ঘটনায় আর কারা নিযুক্ত বা কোথাও বোমা রাখা আছে কি না তা জেনার চেষ্টা করা হবে।

আরও পড়ুন:

  1. কেতুগ্রামে তৃণমূল কর্মীর খুনে আটক দুই, প্রাথমিক রিপোর্ট হাতে পেল কমিশন
  2. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  3. 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির

ভোটের দিনও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (ইটিভি ভারত)

গলসি, 13 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গলসি ৷ ভোটের দিন গলসির 1 নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। ঘটনায় আহত দুই টোটোচালক। আহত এক টোটোচালক শেখ হাসমত তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার অনুগামী ৷ আজিজুল শেখ গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দনের চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ শেখ আবুবক্করের অনুগামী। এদিন তাঁরা টোটো করে ভোটারদের নিয়ে আসার সময় রাস্তায় মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষভাবে সতর্ক কমিশন। আহত টোটোচালকদের নাম- আজিজুল শেখ ও শেখ হাসমত ৷

এর আগেও পূর্ব বর্ধমানের গলসি উত্তপ্ত হয়ে উঠেছিল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে। গত জানুয়ারি মাসে তৃণমূল বিধায়ক রহমত মোল্লার এক ঘনিষ্ঠের সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠ শেখ আবুবক্করের অনুগামী সংঘর্ষ বাঁধে। সেবার অভিযোগ ওঠে বোমাবাজিরও। ঘটনায় 14 জনকে গ্রেফতার করে সিজেএম আদালতে পেশ করেছিল বর্ধমান পুলিশ। আদালত 4 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। পুলিশ জানিয়েছিল, হেফাজতে থাকা ওই 4 জনকে জেরা করে এই ঘটনায় আর কারা নিযুক্ত বা কোথাও বোমা রাখা আছে কি না তা জেনার চেষ্টা করা হবে।

আরও পড়ুন:

  1. কেতুগ্রামে তৃণমূল কর্মীর খুনে আটক দুই, প্রাথমিক রিপোর্ট হাতে পেল কমিশন
  2. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  3. 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির
Last Updated : May 14, 2024, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.