ETV Bharat / state

টুকরো টুকরো করা হয়েছিল দেহ, বাংলাদেশের সাংসদ খুনে গ্রেফতার ‘কসাই’ - Bangladesh MP Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 9:42 AM IST

Updated : May 24, 2024, 10:02 AM IST

Bangladesh MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গোয়েন্দারা গেলেন বাংলাদেশে ৷ গ্রেফতার আরও এক ৷

Bangladesh MP Murder
ভবানী ভবন, বাংলাদেশের সাংসদ (ইনসেটে) (নিজস্ব চিত্র)

কলকাতা, 24 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম আনার খুনের ঘটনায় সিআইডির জালে জিহাদ নামে বাংলাদেশের এক যুবক। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি । পাশাপাশি জিহাদকে জেরা করে পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই সাংসদের দেহ টুকরো টুকরো করা হয়েছিল । সাংসদের দেহ যাতে পচে না যায় তার জন্য ফ্ল্যাটের একটি ফ্রিজে রাখা হয়েছিল ওই দেহাংশগুলি । পরে দেহের টুকরোগুলি বিভিন্ন পলিথিন ব্যাগ মুড়ে পাচার করা হয়েছিল ।

জানা গিয়েছে, এই ঘটনায় সাহায্য করেছিল এক রহস্যময়ী নারী । কিন্তু কে এই মহিলা ? এই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা ৷ সূত্রের খবর, সিআইডির একটি বিশেষ ইউনিট বাংলাদেশেও পৌঁছেছে। সেখানে গিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ পুলিশের হাতে যে তিনজন গ্রেফতার হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

নিউটাউনের যে ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদ ছিলেন, সেখানে ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, সেই ফ্ল্যাট থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তাঁরা ৷ যার মধ্যে অন্যতম হল রক্তমাখা গ্লাভসের একটা প্যাকেট । এছাড়াও ফ্ল্যাটের আনাচ-কানাচ থেকে রক্তের দাগ এবং মাংসপিণ্ডও উদ্ধার করেন তদন্তকারীরা ।

ভবানী ভবন সূত্রের খবর, বাংলাদেশের এক আততায়ীর কথাতেই জিহাদ এই খুনের ঘটনায় যুক্ত হয়েছিল বলে জানা গিয়েছে । জিহাদ ছাড়াও আরও এক যুবককে ইতিমধ্যেই আটক করেছে সিআইডি । উল্লেখ্য, আচমকাই কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম ৷ এরপর বরানগরের যে বাড়িতে তিনি উঠেছিলেন, সেই বাড়ির লোকই বরাহনগর থানায় একটি নিখোঁজ অভিযোগ করেন । এরপরেই জানা যায়, নিউটাউনের একটি ফ্ল্যাটে গিয়েছিলেন আজিম ৷ সেখানেই তাঁকে খুন করা হয় বলেও প্রাথমিক অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুন:

Last Updated : May 24, 2024, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.