ETV Bharat / state

কারখানার মধ্যেই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দেহ লোপাটের চেষ্টা কর্তৃপক্ষের - Kanksa Factory Accident

Factory worker dies on duty: কর্মরত শ্রমিকের মৃত্যু ট্রাকের ধাক্কায় ৷ তার পর সেই দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কাঁকসার গোপালপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ব্যাপক বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 10:47 AM IST

Updated : Mar 30, 2024, 11:49 AM IST

Accident
কাঁকসার গোপালপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ট্রাকের ধাক্কায় শ্রমিক মৃত
কর্মরত শ্রমিকের মৃত্যু ট্রাকের ধাক্কায় ৷ কারখানায় ব্যাপক বিক্ষোভ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ৷

দুর্গাপুর, 30 মার্চ: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কর্মরত শ্রমিকের, আর সেই দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল খোদ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়তেই কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর চানায় এলাকাবাসী ৷ মৃত শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (26), কাঁকসার গোপালপুরের বাসিন্দা। শুক্রবার রাতেই ওই যুবক ওই কারখানায় কাজে যোগ দেন ৷ রাতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কারখানার ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখনই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর যুবকের দেহ একটি গাড়িতে করে অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল কারখানা কর্তৃপক্ষের ৷ এমনটাই অভিযোগ তোলেন কারখানার অন্যান্য শ্রমিক এবং স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই কারখানার ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশকে ঘিরেও চলে স্থানীয়দের বিক্ষোভ।

শনিবার সকাল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও আশ্বাস না-মেলায় মৃত শ্রমিকের দেহ সামনে রেখেই বিক্ষোভ চলতে থাকে। যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণ এবং সঠিক ব্যবস্থা না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রেখেই বিক্ষোভ চলবে বলে জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই । তাঁর কাছেও যথাযথ ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন মৃতের পরিবার ও স্থানীয়রা ৷ বিজেপি বিধায়কও এই দাবিতে মৃত শ্রমিকের পরিবারের পাশে আছেন বলে আশ্বাস দেন ৷

আরও পড়ুন:

জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি খাদে পড়ে 10 জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই মৃত 3

কর্মরত শ্রমিকের মৃত্যু ট্রাকের ধাক্কায় ৷ কারখানায় ব্যাপক বিক্ষোভ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ৷

দুর্গাপুর, 30 মার্চ: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কর্মরত শ্রমিকের, আর সেই দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল খোদ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়তেই কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর চানায় এলাকাবাসী ৷ মৃত শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (26), কাঁকসার গোপালপুরের বাসিন্দা। শুক্রবার রাতেই ওই যুবক ওই কারখানায় কাজে যোগ দেন ৷ রাতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কারখানার ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখনই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর যুবকের দেহ একটি গাড়িতে করে অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল কারখানা কর্তৃপক্ষের ৷ এমনটাই অভিযোগ তোলেন কারখানার অন্যান্য শ্রমিক এবং স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই কারখানার ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পুলিশকে ঘিরেও চলে স্থানীয়দের বিক্ষোভ।

শনিবার সকাল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও আশ্বাস না-মেলায় মৃত শ্রমিকের দেহ সামনে রেখেই বিক্ষোভ চলতে থাকে। যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণ এবং সঠিক ব্যবস্থা না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রেখেই বিক্ষোভ চলবে বলে জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই । তাঁর কাছেও যথাযথ ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন মৃতের পরিবার ও স্থানীয়রা ৷ বিজেপি বিধায়কও এই দাবিতে মৃত শ্রমিকের পরিবারের পাশে আছেন বলে আশ্বাস দেন ৷

আরও পড়ুন:

জম্মু-শ্রীনগর হাইওয়েতে গাড়ি খাদে পড়ে 10 জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই মৃত 3

Last Updated : Mar 30, 2024, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.