ETV Bharat / state

বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের - KANKSA ROAD ACCIDENT

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 5:27 PM IST

Young man death
Young man death

Tractor Hits Young Man: অজয় নদ থেকে বেআইনিভাবে মাটি তুলে বোঝাই করে প্রবল গতিতে আসছিল ট্রাক্টর বলে অভিযোগ ৷ সেই ট্রাক্টরের ধাক্কায় মৃত এক যুবক ৷ দেহ আটকে পুলিশ ও শাসকদলের নেতাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ৷ চরম উত্তেজনা কাঁকসায় ৷

ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুর, 28 মার্চ: ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী । দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চিরঞ্জিত (রাজু) মজুমদারকে ৷ তাঁকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। ঘটনার বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার অজয়পল্লিতে। মৃত ব্যক্তির নাম লিটন বিশ্বাস (38)। তিনি অজয় পল্লিরই বাসিন্দা ।

বিক্ষোভকারী যতীন কীর্তনীয়া অভিযোগ তোলেন, "এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী পূর্ণচন্দ্র মাঝির ট্রাক্টরে করে অবৈধভাবে অজয়ের মাটি পাচার হচ্ছিল । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে ধাক্কা মারে ট্রাক্টরটি । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের । তৃণমূলের মদতে কাঁকসার শিবপুরের অজয় ঘাট এবং দেউলের অজয় ঘাট থেকে প্রচণ্ড গতিবেগে ট্রাক্টরে করে অবৈধভাবে মাটি এবং বালি পাচার চলছে । এর ফলে আতঙ্কের মধ্যে থাকে অজয় ঘাট থেকে দেউল যাওয়ার রাস্তার মাঝে অজয় পল্লি, কাজলাডিহি-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ । পুলিশকে একাধিকবার জানানো হয়েছে , তা সত্ত্বেও এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না তারা ।"

বিদবিহার অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি চিরঞ্জিত(রাজু) মজুমদার স্থানীয়দের শান্ত করতে এলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এ দিন । তিনি পুলিশের কাছে অভিযোগ জানানো হবে এবং যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দেরকে আশ্বাস দেন ৷ এরপরেই বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা । বিজেপির কিষাণ মোর্চার জেলার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষের অভিযোগ,"এই এলাকা থেকে অবৈধভাবে মাটি এবং বালি পাচার হয় অহরহ । এইসব কারবার চলে তৃণমূল নেতৃত্বের মদতে । দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটব আমরা ।"

আরও পড়ুন:

  1. বাসের সঙ্গে ট্রাক্টর-ট্রলির সংঘর্ষ, 6 শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশে
  2. পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু
  3. জমি বিবাদের জেরে ট্রাক্টর দিয়ে পিষে মারা হল যুবককে, ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.