ETV Bharat / state

রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির - Governor Cv Ananda Bose

author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 3:18 PM IST

Updated : May 9, 2024, 4:49 PM IST

CV Ananda Bose: রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে কোনওরকম কুরুচিকর মন্তব্য করা যাবে না ৷ সেই মর্মে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি ৷ মামলার অনুমতি দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 9 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দোষ প্রমাণিত না-হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে যে কোনও রকম কুরুচিকর মন্তব্য বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। আইনজীবী সৌম্য মজুমদার ও আইনজীবী তীর্থঙ্কর দে বৃহস্পতিবার এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ প্রধান বিচারপতি শিবজ্ঞানম মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর ইতিমধ্যে লালবাজারের তরফে আট সদস্যের সেট-এর দল তৈরি করা হয়েছে এই ঘটনা খতিয়ে দেখতে। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অত্যন্ত মর্যাদাহানিকর বিষয় বলে ইতিমধ্যেই আলোচনা ও রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কিন্তু তিনি মোটেও পিছু হটার পাত্র নন বলেও পালটা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। তিনি সব রকম তদন্তের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷

মামলাকারীর বক্তব্য, রাজ্যের রাজ্যপালের পদটি অত্যন্ত গরিমার। আসলে তাঁর এবং তাঁর চেয়ারের মর্যাদাহানি করার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় আপাতত তদন্ত চলছে। ফলে এই মুহুর্তে বিভিন্ন রাজনৈতিক মহল বা অন্য কোনও সূত্র থেকে যাতে আপত্তিকর মন্তব্য না করা হয়, সেই আর্জি জানানো হয়েছে আদালতে।

প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরই বিশেষত তৃণমূলের তরফে একের পর এক মন্তব্য সামনে এসেছে ৷ রাজ্যের একাধিক মন্ত্রী আসরে নেমে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ সেই বিষয়ে আদালত এখন কী বলে, সেদিকেই তাকিয়ে মামলাকারীরা ৷

আরও পড়ুন:

  1. বুধে সন্দেশখালির ভাইরাল ভিডিয়োয় রেখা পাত্র, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
  2. শুভেন্দুর পর দিলীপের কু-কথা, পিতৃ পরিচয় তুলে আইসি-এসআইয়ের প্যান্ট খোলার হুঁশিয়ারি
Last Updated : May 9, 2024, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.