ETV Bharat / state

শুভেন্দুর পর দিলীপের কু-কথা, পিতৃ পরিচয় তুলে আইসি-এসআইয়ের প্যান্ট খোলার হুঁশিয়ারি - Lok Sabha Election 2024

Dilip Ghosh: প্রাতঃভ্রমণে বেরিয়ে একের পর এক কু-কথা ৷ লক্ষ্মীবারের সকালে বর্ধমান থানার আইসি ও এসআই-কে অহরহ গালমন্দ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh Comments
প্রাতঃভ্রমণে বেরিয়ে কু-মন্তব্য দিলীপ ঘোষের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 11:38 AM IST

প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের কু-কথা (নিজস্ব ছবি)

বর্ধমান, 9 মে: "বর্ধমান থানার আইসি-কে চিনিয়ে দেবেন তো । যদি ওর প্যান্ট খুলতে না-পারি তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। (আপত্তিকর শব্দ প্রয়োগ করে) দেখব ওর কোন মা-বাপ ওকে বাঁচায় । ওকে এবার টার্গেট করব । ভাবছে ভদ্রতা করছি বলে যা মন তাই করবে ? "বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে এইভাবেই বেলাগাম বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

বুধবার রাতের দিকে দিলীপ ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বর্ধমান থানার পুলিশের বিরুদ্ধে । যার জেরে একপ্রস্থ অশান্তির পরিবেশ তৈরি হয় । বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকার চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । সেখানে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের কাছে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন । যা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন দিলীপ । তিনি বর্ধমান থানার আইসি ও এসআইয়ের উদ্দেশ্যে কু-মন্তব্য করেন ।

চায়ের আসরে পাশে বসে থাকা বর্ধমানে বিজেপির জেলা সভাপতিকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ ইচ্ছে করে আমাদের আটকাচ্ছে । তাই রুট চেঞ্জ যেন না হয় । ওরা বললেই কি আমরা চেঞ্জ করে নেব ? বালি মাফিয়াদের চমকাতে পারছে না । মমতা বন্দ্যোপাধ্যায় আট-দশ দিন এখানে থাকলেও কিছু বলতে পারে না । ওদের কাছে ভোটার নেই । পুলিশ আছে আর কর্মচারীরা আছে । তুমি নিজে গিয়ে বলো অনুমতি দেবে কি না । দিলীপদা করবে পারলে আটকাও । পুলিশ কি ভদ্রলোক নাকি । ছোটলোকের সঙ্গে যেমন কথা বলতে হয় পুলিশের সঙ্গেও ওই রকম কথা বলতে হবে ।"

এক মহিলা বিজেপি কর্মীকে দিলীপ ঘোষ বলেন, "এবার থেকে আমি আর কিছু না করে রোজ থানা, বিডিও আর ডিএমকে ঘেরাও করব। ঘরে ওদের দমবন্ধ করে দেব । ঘর থেকে বের হতে দেব না । চামচাবাজি বের করে দেব । এরপরেই দিলীপের সংযোজন, "ওর বাপের জমিদারি নাকি, জুতিয়ে লম্বা করে দেব ৷ ও রাস্তায় বের হলে ওর কাপড় খুলে দেব । দিলীপ ঘোষ এখানে পাঁচ বছর থাকবে । দেখব কী করে ওরা কাজ করে ৷"

আরও পড়ুন :

  1. বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের

প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের কু-কথা (নিজস্ব ছবি)

বর্ধমান, 9 মে: "বর্ধমান থানার আইসি-কে চিনিয়ে দেবেন তো । যদি ওর প্যান্ট খুলতে না-পারি তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। (আপত্তিকর শব্দ প্রয়োগ করে) দেখব ওর কোন মা-বাপ ওকে বাঁচায় । ওকে এবার টার্গেট করব । ভাবছে ভদ্রতা করছি বলে যা মন তাই করবে ? "বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে এইভাবেই বেলাগাম বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

বুধবার রাতের দিকে দিলীপ ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বর্ধমান থানার পুলিশের বিরুদ্ধে । যার জেরে একপ্রস্থ অশান্তির পরিবেশ তৈরি হয় । বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকার চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ । সেখানে বিজেপি কর্মীরা দিলীপ ঘোষের কাছে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন । যা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন দিলীপ । তিনি বর্ধমান থানার আইসি ও এসআইয়ের উদ্দেশ্যে কু-মন্তব্য করেন ।

চায়ের আসরে পাশে বসে থাকা বর্ধমানে বিজেপির জেলা সভাপতিকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, "পুলিশ ইচ্ছে করে আমাদের আটকাচ্ছে । তাই রুট চেঞ্জ যেন না হয় । ওরা বললেই কি আমরা চেঞ্জ করে নেব ? বালি মাফিয়াদের চমকাতে পারছে না । মমতা বন্দ্যোপাধ্যায় আট-দশ দিন এখানে থাকলেও কিছু বলতে পারে না । ওদের কাছে ভোটার নেই । পুলিশ আছে আর কর্মচারীরা আছে । তুমি নিজে গিয়ে বলো অনুমতি দেবে কি না । দিলীপদা করবে পারলে আটকাও । পুলিশ কি ভদ্রলোক নাকি । ছোটলোকের সঙ্গে যেমন কথা বলতে হয় পুলিশের সঙ্গেও ওই রকম কথা বলতে হবে ।"

এক মহিলা বিজেপি কর্মীকে দিলীপ ঘোষ বলেন, "এবার থেকে আমি আর কিছু না করে রোজ থানা, বিডিও আর ডিএমকে ঘেরাও করব। ঘরে ওদের দমবন্ধ করে দেব । ঘর থেকে বের হতে দেব না । চামচাবাজি বের করে দেব । এরপরেই দিলীপের সংযোজন, "ওর বাপের জমিদারি নাকি, জুতিয়ে লম্বা করে দেব ৷ ও রাস্তায় বের হলে ওর কাপড় খুলে দেব । দিলীপ ঘোষ এখানে পাঁচ বছর থাকবে । দেখব কী করে ওরা কাজ করে ৷"

আরও পড়ুন :

  1. বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.