ETV Bharat / state

যৌনকর্মীদের সন্তানেরা শিশু অধিকার থেকে বঞ্চিত ! রিপোর্ট যাবে রাষ্ট্রসংঘে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 8:32 PM IST

Sonagachi Children: নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যৌনকর্মীদের ছেলেমেয়েরা ৷ একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাজ্যের অধিকাংশ যৌনপল্লিতে যৌনকর্মীদের সন্তানেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । মূলত, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা । রাজ্যের বেশ কয়েকটি যৌনপল্লির যৌনকর্মীদের সন্তানদের (স্যাম্পেল) নিয়ে তৈরি রিপোর্টে অধিকার থেকে বঞ্চিত হওয়ার তথ্য উঠে এসেছে । খুব শীঘ্রই সেই রিপোর্ট পেশ করা হবে ইউএনসিআরসি-তে । তার আগে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সোনাগাছির দর্জিপাড়া পার্কে ইউথ ফেস্টিভ্যালে ড্রাফট রিপোর্ট প্রকাশ করা হবে । যৌনকর্মীদের সন্তানদের সংগঠন 'আমরা পদাতিক' সেই রিপোর্ট তুলে ধরবে । যে ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের নারী সুরক্ষা শিশু ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার-সহ একাধিক জন প্রতিনিধি । ড্রাফট রিপোর্ট পেশের পাশাপাশি তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

'আমরা পদাতিকে'র তরফে গত দিন-চার বছর ধরে রাজ্যের 56টি যৌনপল্লির মধ্যে উত্তরবঙ্গ, কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, আসানসোল ও দুর্গাপুর-সহ 21টি যৌনপল্লির 300 জন যৌনকর্মী সন্তানদের পর্যবেক্ষণে রাখা হয় । তাদের নানান সমস্যা ও দিনযাপনের উপর রিপোর্ট করা হয়েছে । এই বিষয়ে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী চৌধুরী দাম বলেন, "রেডলাইট এরিয়ার যৌনকর্মী সন্তানরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার অধিকার থেকে । তাদের মায়েরা একটা ছোট্ট ঘরে থাকেন । সেখানেই আবার তারা পেশার কাজ করেন । স্বাভাবিকভাবেই সেই সময়ে ছোট ছোট বাচ্চাদের বাইরে থাকতে হয় । ওই সময় তারা যেমন মানসিকভাবে আঘাত পায়, তেমনি নানান রকম হেনস্থার শিকার হয় । অন্যদিকে, পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে । স্কুলে বৈষম্যের শিকার হচ্ছে । খিদিরপুরের এক স্কুলে দুই তিনজনকে যৌনকর্মী স্কুল পড়ুয়াকে স্কুলের শিক্ষকই অপমান করেছে । এক পড়ুয়ার বই চুরি নিয়ে তাদের নিশানা করা হয় । সহপাঠীরা কটাক্ষ করে । ফলে, নিজেদের পরিচয় তারা লুকিয়ে রাখতে বাধ্য হয় । অধিকাংশ সময় তারা স্কুলে, খেলার মাঠেই যেতে চায় না । সামগ্রিকভাবে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যে সমস্ত সুযোগ সুবিধা পায়, তার অধিকাংশটা থেকেই বঞ্চিত যৌন কর্মীরা সন্তানেরা ।"

দুর্বার মহিলা সমন্বয় সমিতির অ্যাডভোকেসি অফিসার মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, "শুধু বাচ্চাদের সমস্যা নয় । যৌনকর্মী মায়েরাও নানান সমস্যার সম্মুখীন হন । আইনের লঙ্ঘন হচ্ছে । যে বিষয়ে একাধিকবার প্রশাসন বা সরকারকে বলা হয়েছে । তারপরও বিশেষ সুরাহা হয়নি । এবার রিপোর্ট পেশের পর যদি ইউএনসিআরসি কিছু করতে পারে সেই অপেক্ষায় আছি ।"

কলকাতা, 26 ফেব্রুয়ারি: রাজ্যের অধিকাংশ যৌনপল্লিতে যৌনকর্মীদের সন্তানেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । মূলত, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা । রাজ্যের বেশ কয়েকটি যৌনপল্লির যৌনকর্মীদের সন্তানদের (স্যাম্পেল) নিয়ে তৈরি রিপোর্টে অধিকার থেকে বঞ্চিত হওয়ার তথ্য উঠে এসেছে । খুব শীঘ্রই সেই রিপোর্ট পেশ করা হবে ইউএনসিআরসি-তে । তার আগে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সোনাগাছির দর্জিপাড়া পার্কে ইউথ ফেস্টিভ্যালে ড্রাফট রিপোর্ট প্রকাশ করা হবে । যৌনকর্মীদের সন্তানদের সংগঠন 'আমরা পদাতিক' সেই রিপোর্ট তুলে ধরবে । যে ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের নারী সুরক্ষা শিশু ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার-সহ একাধিক জন প্রতিনিধি । ড্রাফট রিপোর্ট পেশের পাশাপাশি তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

'আমরা পদাতিকে'র তরফে গত দিন-চার বছর ধরে রাজ্যের 56টি যৌনপল্লির মধ্যে উত্তরবঙ্গ, কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, আসানসোল ও দুর্গাপুর-সহ 21টি যৌনপল্লির 300 জন যৌনকর্মী সন্তানদের পর্যবেক্ষণে রাখা হয় । তাদের নানান সমস্যা ও দিনযাপনের উপর রিপোর্ট করা হয়েছে । এই বিষয়ে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৌসুমী চৌধুরী দাম বলেন, "রেডলাইট এরিয়ার যৌনকর্মী সন্তানরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার অধিকার থেকে । তাদের মায়েরা একটা ছোট্ট ঘরে থাকেন । সেখানেই আবার তারা পেশার কাজ করেন । স্বাভাবিকভাবেই সেই সময়ে ছোট ছোট বাচ্চাদের বাইরে থাকতে হয় । ওই সময় তারা যেমন মানসিকভাবে আঘাত পায়, তেমনি নানান রকম হেনস্থার শিকার হয় । অন্যদিকে, পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে । স্কুলে বৈষম্যের শিকার হচ্ছে । খিদিরপুরের এক স্কুলে দুই তিনজনকে যৌনকর্মী স্কুল পড়ুয়াকে স্কুলের শিক্ষকই অপমান করেছে । এক পড়ুয়ার বই চুরি নিয়ে তাদের নিশানা করা হয় । সহপাঠীরা কটাক্ষ করে । ফলে, নিজেদের পরিচয় তারা লুকিয়ে রাখতে বাধ্য হয় । অধিকাংশ সময় তারা স্কুলে, খেলার মাঠেই যেতে চায় না । সামগ্রিকভাবে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যে সমস্ত সুযোগ সুবিধা পায়, তার অধিকাংশটা থেকেই বঞ্চিত যৌন কর্মীরা সন্তানেরা ।"

দুর্বার মহিলা সমন্বয় সমিতির অ্যাডভোকেসি অফিসার মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, "শুধু বাচ্চাদের সমস্যা নয় । যৌনকর্মী মায়েরাও নানান সমস্যার সম্মুখীন হন । আইনের লঙ্ঘন হচ্ছে । যে বিষয়ে একাধিকবার প্রশাসন বা সরকারকে বলা হয়েছে । তারপরও বিশেষ সুরাহা হয়নি । এবার রিপোর্ট পেশের পর যদি ইউএনসিআরসি কিছু করতে পারে সেই অপেক্ষায় আছি ।"

আরও পড়ুন :

  1. 'যৌনকর্মী' শব্দ বদলের প্রস্তাবে সুপ্রিম কোর্টের মান্যতার বিরোধিতা সোনাগাছির
  2. স্বীকৃতির দাবিতে দেশজুড়ে যৌনকর্মীদের কর্মসূচি, সোনাগাছিতে উপস্থিত থাকবেন মন্ত্রী-বিধায়করা
  3. 'আমাদের উচ্চশিক্ষার জন্য মায়েদের প্রয়োজন,' আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে মিছিলে যৌনকর্মীদের সন্তানরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.