ETV Bharat / state

স্বীকৃতির দাবিতে দেশজুড়ে যৌনকর্মীদের কর্মসূচি, সোনাগাছিতে উপস্থিত থাকবেন মন্ত্রী-বিধায়করা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 7:34 AM IST

Sex Workers Rights Day at Sonagachi: আন্তর্জাতিক অধিকার দিবস উপলক্ষে 3 মার্চ সোনাগছিতে একাধিক কর্মসূচি পালন করবেন যৌনকর্মীরা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে নেতা-মন্ত্রীদের ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 25 ফেব্রুয়ারি: যৌনকর্মীদের আন্তর্জাতিক অধিকার দিবস উপলক্ষে 3 মার্চ রবিবার দেশজুড়ে পালিত হবে নানান কর্মসূচি ৷ কলকাতার সোনাগাছিতেও দুর্বার মহিলা সমন্বয় কমিটির নেতৃত্বে ওইদিন জেলার বিভিন্ন প্রান্তের যৌনকর্মীরা একত্রিত হবেন । মিছিল করার পাশাপাশি বঞ্চনা, পুলিশি হয়রানি ও আইনি স্বীকৃতির দাবিতে সোচ্চার হবেন তাঁরা । এদিন সোনাগাছিতে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক ।

এই বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লাস্কর জানান, বিগত তিন দশক ধরে সারা পশ্চিমবঙ্গজুড়ে যৌনকর্মীদের স্বাস্থ্য, তাদের সন্তানদের পড়াশোনা, খেলাধুলা, যৌনকর্মী-সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার লড়াই এবং যৌনপেশায় পাচার প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছেন তাঁরা । দেশ-বিদেশের গবেষক ও ছাত্র-ছাত্রীরা সোনাগাছি বা দুর্বার সংগঠনে গবেষণা ও ফিল্ড ওয়ার্কের জন্য আসে । কিন্তু যৌনকর্মীরা আজও সমাজের চোখে অনেকটাই অবজ্ঞার পাত্র । এরই বিরুদ্ধে 3 মার্চ অভিযোগ ও আন্দোলন ।

সম্প্রতি সুপ্রিম কোর্ট যৌন পেশা ও যৌনকর্মীদের নিয়ে কিছু নির্দেশিকা দিয়েছে । সেখানে বলা হয়েছে :

  1. যৌনকর্মীদের কোনওরকম হেনস্থা করা যাবে না ।
  2. প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যৌন পরিষেবা দিলে তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা যাবে না ।
  3. যৌনকর্মীদের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে ।
  4. কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হলে সবরকম আইনি সহায়তা দিতে হবে ।
  5. পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তা প্রাধান্য দিতে হবে ।
  6. যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে ।

কিন্তু এরপরেও দেখা যায় এই নির্দেশ অমান্য করা হয় প্রশাসনের তরফে । তাই, নিজেদের অধিকার আদায়ে 3 মার্চ যৌনকর্মীরা দেশজুড়ে নানান কর্মসূচি পালন করবেন । এই বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর বলেন,"আমরা যৌনকাজকে পেশা বলে দাবি করি । সমাজের অন্যান্য মহিলাদের মতো আমরাও মাথা উঁচু করে বাঁচতে চাই । আমাদের অধিকারগুলি সুরক্ষিত করার জন্য 2001 সাল থেকে 3 মার্চ আমরা 'আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস' হিসাবে উদযাপন করে চলেছি । এবারও করব । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়াও সমাজের বিশিষ্টরা উপস্থিত থেকে আমাদের দাবিকে সম্মান জানাবেন ।"

আরও পড়ুন :

  1. অধিকার আদায়ে পথে নামছে সোনাগাছি, আওয়াজ উঠবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধেও
  2. 'যৌনকর্মী' শব্দ বদলের প্রস্তাবে সুপ্রিম কোর্টের মান্যতার বিরোধিতা সোনাগাছির
  3. যৌনপেশা আইনসম্মত, পুলিশ অকারণে হস্তক্ষেপ করতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট

কলকাতা, 25 ফেব্রুয়ারি: যৌনকর্মীদের আন্তর্জাতিক অধিকার দিবস উপলক্ষে 3 মার্চ রবিবার দেশজুড়ে পালিত হবে নানান কর্মসূচি ৷ কলকাতার সোনাগাছিতেও দুর্বার মহিলা সমন্বয় কমিটির নেতৃত্বে ওইদিন জেলার বিভিন্ন প্রান্তের যৌনকর্মীরা একত্রিত হবেন । মিছিল করার পাশাপাশি বঞ্চনা, পুলিশি হয়রানি ও আইনি স্বীকৃতির দাবিতে সোচ্চার হবেন তাঁরা । এদিন সোনাগাছিতে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক ।

এই বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লাস্কর জানান, বিগত তিন দশক ধরে সারা পশ্চিমবঙ্গজুড়ে যৌনকর্মীদের স্বাস্থ্য, তাদের সন্তানদের পড়াশোনা, খেলাধুলা, যৌনকর্মী-সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার লড়াই এবং যৌনপেশায় পাচার প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছেন তাঁরা । দেশ-বিদেশের গবেষক ও ছাত্র-ছাত্রীরা সোনাগাছি বা দুর্বার সংগঠনে গবেষণা ও ফিল্ড ওয়ার্কের জন্য আসে । কিন্তু যৌনকর্মীরা আজও সমাজের চোখে অনেকটাই অবজ্ঞার পাত্র । এরই বিরুদ্ধে 3 মার্চ অভিযোগ ও আন্দোলন ।

সম্প্রতি সুপ্রিম কোর্ট যৌন পেশা ও যৌনকর্মীদের নিয়ে কিছু নির্দেশিকা দিয়েছে । সেখানে বলা হয়েছে :

  1. যৌনকর্মীদের কোনওরকম হেনস্থা করা যাবে না ।
  2. প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যৌন পরিষেবা দিলে তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা যাবে না ।
  3. যৌনকর্মীদের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে ।
  4. কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হলে সবরকম আইনি সহায়তা দিতে হবে ।
  5. পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তা প্রাধান্য দিতে হবে ।
  6. যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে ।

কিন্তু এরপরেও দেখা যায় এই নির্দেশ অমান্য করা হয় প্রশাসনের তরফে । তাই, নিজেদের অধিকার আদায়ে 3 মার্চ যৌনকর্মীরা দেশজুড়ে নানান কর্মসূচি পালন করবেন । এই বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর বলেন,"আমরা যৌনকাজকে পেশা বলে দাবি করি । সমাজের অন্যান্য মহিলাদের মতো আমরাও মাথা উঁচু করে বাঁচতে চাই । আমাদের অধিকারগুলি সুরক্ষিত করার জন্য 2001 সাল থেকে 3 মার্চ আমরা 'আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস' হিসাবে উদযাপন করে চলেছি । এবারও করব । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানানো হয়েছে । এছাড়াও সমাজের বিশিষ্টরা উপস্থিত থেকে আমাদের দাবিকে সম্মান জানাবেন ।"

আরও পড়ুন :

  1. অধিকার আদায়ে পথে নামছে সোনাগাছি, আওয়াজ উঠবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধেও
  2. 'যৌনকর্মী' শব্দ বদলের প্রস্তাবে সুপ্রিম কোর্টের মান্যতার বিরোধিতা সোনাগাছির
  3. যৌনপেশা আইনসম্মত, পুলিশ অকারণে হস্তক্ষেপ করতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.