ETV Bharat / state

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

Man Allegedly Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত স্বামী ৷ পরিবারের দাবি অভিযুক্তের বেশ কিছুদিন ধরেই মানসিক চিকিৎসা চলছিল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:34 PM IST

Man Allegedly Murders Wife
প্রতীকী ছবি

জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি: পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন ৷ অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ ৷ রাজগঞ্জ থানার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা এলাকার ঘটনা ৷ মৃতের নাম কণিকা রায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে খবর, স্বামী- স্ত্রী দু’জনেই চা বাগানের শ্রমিক ৷ ওই দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে আছে ৷ অভিযুক্ত ডোলো রায় একটু সন্দেহ প্রবণ ছিলেন ৷ তা নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত ৷ সোমবারও দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময়ে বাড়িতে কেউই না থাকায় অশান্তি আরও চরম রূপ নেয় ৷ অশান্তি চলাকালীন হঠাৎই কুড়ুল দিয়ে মাথায় আঘাত করেন ৷ গুরুতর আহত হন কনিকা রায় ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷

চিৎকার-চেচাঁমিচির শব্দ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকাবাসী ৷ তাঁরা গুরুতর আহত অবস্থায় কনিকাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে ৷ আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা প্রসঙ্গেই অভিযুক্ত ডোলো রায়ের ভাই চন্দন রায় বলেন, "দাদা মাঝেমধ্যেই কারণে-অকারণে রেগে যেত। কয়েক মাস থেকে দাদার মানসিক রোগের চিকিৎসা চলছে । বৌদিকেও সন্দেহের চোখে দেখত । তা নিয়ে মাঝে মধ্য়েই অশান্তি হত ৷ সোমবার একই কারণে অশান্তি শুরু হয় ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগেই ঘটনাটি ঘটিয়েছে ।"

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
  2. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
  3. পরকীয়ার জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন মহিলার, গল্প ফেঁদেও মিলল না রেহাই

জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি: পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন ৷ অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ ৷ রাজগঞ্জ থানার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা এলাকার ঘটনা ৷ মৃতের নাম কণিকা রায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে খবর, স্বামী- স্ত্রী দু’জনেই চা বাগানের শ্রমিক ৷ ওই দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে আছে ৷ অভিযুক্ত ডোলো রায় একটু সন্দেহ প্রবণ ছিলেন ৷ তা নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত ৷ সোমবারও দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময়ে বাড়িতে কেউই না থাকায় অশান্তি আরও চরম রূপ নেয় ৷ অশান্তি চলাকালীন হঠাৎই কুড়ুল দিয়ে মাথায় আঘাত করেন ৷ গুরুতর আহত হন কনিকা রায় ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷

চিৎকার-চেচাঁমিচির শব্দ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকাবাসী ৷ তাঁরা গুরুতর আহত অবস্থায় কনিকাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে ৷ আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা প্রসঙ্গেই অভিযুক্ত ডোলো রায়ের ভাই চন্দন রায় বলেন, "দাদা মাঝেমধ্যেই কারণে-অকারণে রেগে যেত। কয়েক মাস থেকে দাদার মানসিক রোগের চিকিৎসা চলছে । বৌদিকেও সন্দেহের চোখে দেখত । তা নিয়ে মাঝে মধ্য়েই অশান্তি হত ৷ সোমবার একই কারণে অশান্তি শুরু হয় ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগেই ঘটনাটি ঘটিয়েছে ।"

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
  2. স্ত্রীর মুণ্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন স্বামী, বারাবাঙ্কির ঘটনায় চাঞ্চল্য
  3. পরকীয়ার জেরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন মহিলার, গল্প ফেঁদেও মিলল না রেহাই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.