জলপাইগুড়ি, 27 ফেব্রুয়ারি: পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন ৷ অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ ৷ রাজগঞ্জ থানার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনিডাঙ্গা এলাকার ঘটনা ৷ মৃতের নাম কণিকা রায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পরিবার সূত্রে খবর, স্বামী- স্ত্রী দু’জনেই চা বাগানের শ্রমিক ৷ ওই দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে আছে ৷ অভিযুক্ত ডোলো রায় একটু সন্দেহ প্রবণ ছিলেন ৷ তা নিয়ে প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত ৷ সোমবারও দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময়ে বাড়িতে কেউই না থাকায় অশান্তি আরও চরম রূপ নেয় ৷ অশান্তি চলাকালীন হঠাৎই কুড়ুল দিয়ে মাথায় আঘাত করেন ৷ গুরুতর আহত হন কনিকা রায় ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷
চিৎকার-চেচাঁমিচির শব্দ পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকাবাসী ৷ তাঁরা গুরুতর আহত অবস্থায় কনিকাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ পরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ অভিযুক্ত ডোলো রায়কে গ্রেফতার করে ৷ আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ঘটনা প্রসঙ্গেই অভিযুক্ত ডোলো রায়ের ভাই চন্দন রায় বলেন, "দাদা মাঝেমধ্যেই কারণে-অকারণে রেগে যেত। কয়েক মাস থেকে দাদার মানসিক রোগের চিকিৎসা চলছে । বৌদিকেও সন্দেহের চোখে দেখত । তা নিয়ে মাঝে মধ্য়েই অশান্তি হত ৷ সোমবার একই কারণে অশান্তি শুরু হয় ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগেই ঘটনাটি ঘটিয়েছে ।"
আরও পড়ুন: