ETV Bharat / state

রিভিউ-স্ক্রুটিনির জন্য কোথায় আবেদন করবেন? জানাল পর্ষদ - Madhyamik Result 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 10:23 PM IST

Etv Bharat
মাধ্যমিক পরীক্ষার্থী (GETTY IMAGES)

Madhyamik Exam Results: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ তবে যে সকল পড়ুয়া ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় তারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন রিভিউ এবং স্ক্রুটিনির জন্য ৷

কলকাতা, 2 মে: পরীক্ষা শেষের 80 দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। কেউ কেউ ফলাফল নিয়ে ভীষণ খুশি ৷ আবার কেউ ভালো পরীক্ষা দিয়েও আশানুরূপ ফল হয়নি বলে মনে করছে ৷ যে সকল পরীক্ষার্থী মনে করছে, তাদের রেজাল্ট আরও ভালো হতে পারত, তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে।

2 মে দুপুর 12টা থেকে www.wbbsedata.com ওয়েবসাইটে গিয়ে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী 18 মে-র মধ্যরাত পর্যন্ত। তার মধ্যেই আবেদন জানাতে হবে পড়ুয়াদের। মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যরা রিভিউ এবং স্ক্রুটিনি- উভয়ের জন্যই আবেদন করতে পারলেও অকৃতকার্যরা শুধু মাত্র রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে।

অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ণ করাতে চাইলে প্রতি বিষয়ের জন্য 100 টাকা জমা দিতে হবে। কৃতকার্য পরীক্ষার্থীদের নম্বর যাচাইয়ের জন্য বিষয় প্রতি 80 টাকা জমা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিটের প্রতিলিপি এবং নাম, রোল নম্বর জানিয়ে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। ব্যক্তিগতভাবে কেউ আবেদন জানালে তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে পর্ষদ।

এই বছর মাধ্যমিকে নথিভুক্ত হয়েছিল 9 লাখ 23 হাজার 636 জন পরীক্ষার্থীর নাম ৷ তার মধ্যে ছাত্রের সংখ্যা 4 লাখ 6 হাজার 204 জন ও ছাত্রীর সংখ্যা 5 লাখ 17 হাজার 432 জন ৷ এর মধ্যে ছাত্র-ছাত্রী নির্বিশেষে পরীক্ষায় অংশ নিয়েছে 9 লাখ 12 হাজার 598 জন ৷ ছাত্রদের পাশের সংখ্যা 3 লাখ 56 হাজার 196 জন। ছাত্রীদের পাশের সংখ্যা 4 লাখ 90 হাজার 56 জন ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের সংখ্যা বেশি। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল 46 জনের পরীক্ষা। 2 জন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

1. মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতার লক্ষ্য ইঞ্জিনিয়রিং, চিকিৎসক হতে চায় তৃতীয় উদয়ন

2. বেড়েছে পাশের হার, মেধাতালিকায় ফিরল কলকাতা

3. মেধাতালিকায় 6 জন, মাধ্যমিকে ফের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.