ETV Bharat / state

গণতন্ত্রের উৎসবে সামিল গড় পঞ্চকোটের রাজকন্যা, রইল বিশেষ প্রতিবেদন - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:01 PM IST

Lok Sabha Election 2024: ভোটাধিকার প্রয়োগ করলেন গড় পঞ্চকোটের কাশিপুর রাজবাড়ির রাজকন্যা মহেশ্বরী দেবী ৷ এখানকার রাজতন্ত্রের শেষ সাক্ষী তিনি ৷ কী বলছেন গণতন্ত্রের মহান উৎসব নিয়ে ? শুনল ইটিভি ভারত ৷

ETV BHARAT
ভোট দিলেন গড় পঞ্চকোটের রাজকন্যা মহেশ্বরী দেবী (নিজস্ব চিত্র)

পুরুলিয়া, 25 মে: রাজতন্ত্র আর নেই ৷ তবু বহু ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে একদা গড় পঞ্চকোট রাজত্বের কাশিপুর রাজবাড়ি ৷ দক্ষিণবঙ্গের বিস্তৃত অঞ্চল একসময় এই পঞ্চকোট রাজত্বের অন্তর্গত ছিল ৷ শুধু তাই নয়, আসানসোল-সহ বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল পঞ্চকোট রাজার দানের জমি থেকেই ৷ আর তাই গোটা দক্ষিণবঙ্গের মানুষের কাছেই কার্যত পঞ্চকোট রাজত্বের এই কাশিপুর রাজবাড়ি এক অদ্ভুত তীর্থক্ষেত্র হয়ে দাঁড়িয়ে আছে ৷ সবাই এসে চাক্ষুস করে যেতে চান এই রাজবাড়ি ৷

গণতন্ত্রের উৎসবে সামিল গড় পঞ্চকোটের রাজকন্যা (ইটিভি ভারত)

এখানেই একসময় মাইকেল মধুসূদন দত্ত দীর্ঘদিন চাকরি করেছিলেন ৷ বর্তমানে রাজবাড়ির প্রধান সদস্য বলতে পঞ্চকোটের শেষ রাজা শঙ্করিপ্রসাদ সিংদেওর কন্যা মহেশ্বরী দেবী ৷ এই রাজকন্যাই মূলত পঞ্চকোট রাজতন্ত্রের শেষ সাক্ষী ৷ রাজবাড়িতে সাধারণের ঢোকার অনুমতি মেলে না ৷ একমাত্র দুর্গাপুজোর সময় সাধারণ মানুষ এই কাশীপুর রাজবাড়িতে প্রবেশের অনুমতি পায় ৷ কিন্তু, ষষ্ঠ দফার নির্বাচনে ইটিভি ভারত সেই রাজবাড়িতে প্রবেশের অনুমতি পেল ৷ শুধু তাই নয় রাজকন্যা মহেশ্বরী দেবীর সঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধি ব্যক্তিগত আলাপচারিতায় জানলেন, একদা রাজতন্ত্রের সাক্ষী থাকা মহেশ্বরী দেবী, বর্তমানে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার উৎসবে সামিল হলেন এবং ভোটাধিকার প্রয়োগ করলেন ৷

আরও পড়ুন:

77 বছর বয়সেও কিন্তু চলায়-বলায় অদ্ভুত তুখড়তা ৷ হবে নাই বা কেন! রাজকন্যে বলে যে কথা ৷ নিজেই গটগট করে বেরিয়ে এলেন রাজবাড়ির ভিতর থেকে ৷ পুরনো মারুতি 'এইট হান্ড্রেড' চালিয়ে নিজেই গেলেন ভোট দিতে ৷ রাজবাড়ির সামনেই ন'পাড়া প্রাথমিক স্কুলে বুথ ৷ সেখানেই নিজের এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়ে এলেন মহেশ্বরী দেবী ৷ ভোট কর্মীরা জানলেনও না, রাজকন্যা ভোট দিয়ে গেলেন ৷

প্রাচীন রাজবাড়িতেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে রাজকন্যা মহেশ্বরী দেবী জানালেন, "নিজের ভোট সবসময় নিজেরই দেওয়া উচিত ৷ এটা আমার জন্মগত অধিকার ৷ তাই সেই অধিকার আমাকে প্রয়োগ করতেই হবে ৷ আমিও দেশবাসীকে অনুরোধ করব, সবাই যেন নিজের ভোট নিজে দেন ৷"

আরও পড়ুন:

আমরা বেরিয়ে আসতেই লোহার বিরাট সদর দরজা বন্ধ হয়ে গেল ৷ সেখানে লাগানো বোর্ড জানান দিচ্ছে, আর জনসাধারণের সেখানে ঢোকার কোনও অধিকার নেই ৷ শুধু দুর্গাপুজোর সময় এই দরজা খুললে সাধারণ মানুষ চাক্ষুস করতে পারবেন কাশিপুরের এই প্রাচীন রাজবাড়ি ৷ রাজকন্যে মহেশ্বরী দেবী ইটিভি ভারতের পর্দায় সেই ইতিহাসের ব্যতিক্রমী অধ্যায় হয়ে রয়ে গেলেন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.