ETV Bharat / bharat

ভোটের দিনে রায় দিলেন দেশের প্রধান বিচারপতি, দিল্লিতে সস্ত্রীক বুথে হাজির ডিওয়াই চন্দ্রচূড় - Lok Sabha Election 2024 6th Phase

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 7:00 AM IST

Updated : May 25, 2024, 5:44 PM IST

Lok Sabha Election 2024
ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন

17:42 May 25

ষষ্ঠ দফায় বিহারের 8টি লোকসভা আসন, হরিয়ানার সবক'টি অর্থাৎ 10টি, ঝাড়খণ্ডের 4টি, ওড়িশার 6টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 8টি, দিল্লির 7টি আসনের সবক'টিতেই, এবং জম্মু ও কাশ্মীরের একটি লোকসভা আসনে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে ৷

  • বিকেল 5টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে 57.70 শতাংশ
  • বিহার- 52.24 শতাংশ
  • হরিয়ানা- 55.93 শতাংশ
  • জম্মু- 51.35 শতাংশ
  • ঝাড়খণ্ড- 61.41 শতাংশ
  • এনসিটি দিল্লি- 53.73 শতাংশ
  • ওড়িশা- 59.60 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 77.99 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 52.02 শতাংশ

17:32 May 25

  • দিল্লিতে ভোট দিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ৷

17:24 May 25

  • দিল্লিতে স্ত্রী কল্পনা দাসকে সঙ্গে নিয়ে ভোট দিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ সাংবাদিকদের তিনি বলেন, "আজ আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পূরণ করলাম ৷ আগেও বলেছি ৷ এটা প্রত্যেক নাগরিকের গুরুত্বপূ্ণ একটা কর্তব্য ৷"

16:49 May 25

  • ওড়িশার ভুবনেশ্বরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তিনি সম্বলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷

16:37 May 25

  • দিল্লির একটি বুথে ভোট দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অজয় মাকেন ৷

15:33 May 25

  • প্রথমবার ভোট দিলেন ষোড়শ ফিনান্স কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া ৷ দিল্লির একটি বুথে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন ৷ 71 বছর বয়সে প্রথম ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি 21 বছর বয়সে আমেরিকা চলে যাই ৷ তারপর আর ভারতে ভোট দেওয়ার সুযোগ পাইনি ৷ গত দেড় বছর ধরে ভারতে আছি ৷ এবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছি ৷ তাই ভোট দিতে পারলাম ৷"

14:57 May 25

দিল্লিতে গণতান্ত্রিক উৎসবে সামিল গান্ধি ও বঢরা পরিবার
  • নয়াদিল্লিতে ভোট দিলেন গান্ধি ও বঢরা পরিবারের সদস্যরা ৷ ধরা পড়ল সোনিয়া ও রাহুল গান্ধির বুথে আসা, ভোট দেওয়ার পর সেখান থেকে বেরনোর সময়ে সেলফি তোলা ৷ ভোটের লাইনে আমজনতার সঙ্গে লাইনে দাঁড়াতে দেখা গেল প্রিয়াঙ্কার ছেলে রাইহান রাজীব বঢরা, মিরায়া বঢরা ৷ তাঁরাও ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ ভোট দিলেন প্রিয়াঙ্কা বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরা ৷

13:34 May 25

  • দুপুর 1টা পর্যন্ত দেশজুড়ে ভোট পড়েছে 39.13 শতাংশ
  • বিহার- 36.48 শতাংশ
  • হরিয়ানা 36.48 শতাংশ
  • জম্মু- 35.22 শতাংশ
  • ঝাড়খণ্ড- 42.54 শতাংশ
  • এনসিটি দিল্লি- 34.37 শতাংশ
  • ওড়িশা- 35.69 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 54.80 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 37.23 শতাংশ

13:16 May 25

ষষ্ঠ দফায় বিহারের 8টি লোকসভা আসন, হরিয়ানার সবক'টি অর্থাৎ 10টি, ঝাড়খণ্ডের 4টি, ওড়িশার 6টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 8টি, দিল্লির 7টি আসনের সবক'টিতেই, এবং জম্মু ও কাশ্মীরের একটি লোকসভা আসনে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে ৷

  • দিল্লির বসন্ত কুঞ্জের একটি বুথে ভোট দিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷

13:09 May 25

Former Indian Captain MS Dhoni arrives at a polling station in Ranchi
ঝাড়খণ্ডে ভোট দিতে এলেন মহেন্দ্র সিং ধোনি
  • ঝাড়খণ্ডের রাঁচিতে ভোটাধিকার প্রয়োগ করতে পৌঁছলেন প্রাক্তন ভারতীয় ক্যাপটেন মহেন্দ্র সিং ধোনি ৷

12:39 May 25

  • সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবাল ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷

12:22 May 25

  • হরিয়ানার রোহটাকে নিজের গ্রাম সাংঘিতে ভোট দিলেন দীপেন্দর সিং হুডা ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী সাংসদ অরবিন্দ শর্মা ৷

11:56 May 25

  • ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সরেন ৷ তিনি বলেন, "আজকের দিনটা ছুটির দিন ভেবে বাড়িতে বসে থাকবেন না ৷ আপনাদের একটা দায়িত্ব আছে, সেটা পূরণ করুন ৷ "

11:48 May 25

  • দিল্লির একটি বুথে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

11:40 May 25

  • দিল্লির একটি বুথে ভোট দিলেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নুপূর শর্মা ৷

11:36 May 25

  • সকাল 11টা পর্যন্ত দেশে ভোটের হার 25.76 শতাংশ
  • বিহার- 23.67 শতাংশ
  • হরিয়ানা- 22.09 শতাংশ
  • জম্মু ও কাশ্মীর- 23.11 শতাংশ
  • ঝাড়খণ্ড- 27.80 শতাংশ
  • এনসিটি দিল্লি- 21.69 শতাংশ
  • ওড়িশা- 21.30 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 36.88 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 27.06 শতাংশ

11:28 May 25

  • ভোট দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

11:11 May 25

  • "আমি স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিয়েছি", ভোট দিয়ে বললেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত ৷

11:01 May 25

Sonia and Rahul Gandhi show inked finger after casting their vote
ভোট দেওয়ার পর রাহুল ও সোনিয়া গান্ধি
  • ভোট দিয়ে ছবি পোস্ট করলেন সোনিয়া ও রাহুল গান্ধি ৷

10:59 May 25

  • "এটা আমাদের সকলের জন্য একটা গৌরবের মুহূর্ত", ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের বললেন নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার ৷

10:19 May 25

  • ভোটকেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়ার সঙ্গে সেলফি তুললেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাহুল গান্ধি ৷

10:14 May 25

  • দিল্লির বুথে ভোট দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

10:07 May 25

  • সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আমি খুশি যে আমরা অনন্তপক্ষে গণতন্ত্রে বাস করছি ৷ সবসময় সরকার কী করবে সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ সরকারকে সাহায্য করতে আমরা কী করতে পারি, সেটা আমাদের উপরই নির্ভর করছে ৷" তিনি জানান, আমরা

09:59 May 25

  • হরিয়ানার কুরুক্ষেত্র লোকসভা আসনের বিজেপি প্রার্থী শিল্পপতি নবীন জিন্দাল ভোট দেওয়ার আর্জি জানালেন ৷ এই আসনে তাঁর বিরুদ্ধে প্রার্থী আপের সুশীল গুপ্তা ৷

09:55 May 25

  • ওড়িশার ভুবনেশ্বরে ভোটকেন্দ্রে ভোট দিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷

09:50 May 25

  • দিল্লির একটি বুথে ভোট দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

09:35 May 25

  • সকাল 9টা পর্যন্ত দেশে ভোটের হার 10.82 শতাংশ
  • বিহার- 9.66 শতাংশ
  • হরিয়ানা- 8.31 শতাংশ
  • জম্মু-কাশ্মীর- 8.89
  • ঝাড়খণ্ড- 11.74
  • এনসিটি দিল্লি- 8.94
  • ওড়িশা- 7.43
  • পশ্চিমবঙ্গ- 16.54
  • উত্তরপ্রদেশ- 12.33

09:33 May 25

  • সস্ত্রীক ভোট দিলেন দেশের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷

09:27 May 25

  • দিল্লির একটি বুথে এলেন আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল ৷ সম্প্রতি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার স্বীকার হয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে ৷

09:18 May 25

  • ভোট দিয়ে প্রমাণও দেখালেন রাষ্ট্রপতি মুর্মু ৷

09:11 May 25

  • দিল্লির একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

09:04 May 25

  • ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রে ইভিএম কাজ করছে না বলে অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিৎ পাত্র ৷ সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন রিটার্নিং অফিসার লোপা মুদ্রা ৷ তিনি বলেন, "মেশিন কাজ করছে না ৷ উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ এটা একটা সময়সাপেক্ষ প্রক্রিয়া ৷ ফের ভোট শুরুর আগে মক পোলিং করতে হবে ৷ সময় লাগবে ৷ ভোটাররা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ৷ তাঁরা আবার আসবেন ৷"

08:54 May 25

  • জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে ভোট চলছে ৷ এদিকে অনন্তনাগের বিজবেহারা থানার সামনে ধরনায় বসেছেন এই কেন্দ্রের প্রার্থী তথা পিডিপি সভাপতি মেহবুবা মুফতি ৷ তাঁর অভিযোগ, "আমাদের পিডিপি পোলিং এজেন্টদের নিশানা করা হচ্ছে ৷ তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ কেন গ্রেফতার করা হয়, সে বিষয়ে কিছুই বলা হচ্ছে না ৷ যদি আমার ভোটে লড়া নিয়ে তাঁদের এতই ভয়, তাহলে এলজি স্যার বলতে পারতেন 'আপনি ভোটে লড়বেন না' ৷"

08:50 May 25

  • ভোট দিলেন দিল্লির আপ মন্ত্রিসভার সদস্য অতিশি ৷

08:38 May 25

ভোট দিলেন পূর্ব দিল্লির সাংসদ তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর
  • দিল্লির একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন ক্রিকেটার তথা কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ৷ তিনি পূর্ব দিল্লি লোকসভা আসনের বিজেপি সাংসদ ৷ তবে এবার তিনি ভোটে দাঁড়াবেন না বলেই ঘোষণা করেন ৷ আগামিকাল কেকেআরের ফাইনাল ম্যাচ ৷

08:24 May 25

  • "ভোট দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য ৷ গতবার ঝাড়খণ্ডের জামশেদপুরে ভোটের হার কম ছিল বলে শুনেছি ৷ আশা করি, এবার সেই হার বাড়বে ৷ আরও অনেক মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন", ভোট দিতে এসে বললেন টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিবি নরেন্দ্রন ৷

08:15 May 25

  • ভোট চলছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে ৷ এই কেন্দ্রে পিডিপ-র প্রার্থী মেহবুবা মুফতি ৷ তিনি উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মেহবুবার বিরুদ্ধে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মিলান আতিফ দাঁড়িয়েছেন ৷

07:38 May 25

  • শনিবার দিল্লির 7টি লোকসভা কেন্দ্রে ভোট ৷ এবার দিল্লির নিউ দিল্লি লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন বাঁশুরী স্বরাজ ৷ তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে ৷ পেশায় আইনজীবী তরুণ প্রার্থীর বিরুদ্ধে আপের প্রার্থী প্রবীণ নেতা সোমনাথ ভারতী ৷ এই আসনটিতে বিদায়ী সাংসদ বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি ৷ তবে তাঁকে এবার টিকিট দেয়নি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব ৷

07:32 May 25

  • দিল্লির অটল আদর্শ বিদ্যালয়ের বুথে সস্ত্রীক ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ এরপর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা সদ্য আমাদের ভোট দিয়েছি ৷ আমি এই বুথে প্রথম পুরুষ ভোটার ৷ আমি দেশবাসীকে বলব, তাঁরা সবাই বেরিয়ে এসে ভোট দিন ৷ এটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ৷"

07:22 May 25

  • সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ৷ হরিয়ানায় তাঁর গ্রাম মির্জাপুরের বুথে গিয়ে ভোট দিলেন তিনি ও তাঁর স্ত্রী ৷ কারনালে বিধানসভা উপ-নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী ৷

07:17 May 25

  • দিল্লির একটি বুথে ভোট দিলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী লক্ষ্মী পুরী ৷

07:07 May 25

  • হরিয়ানার কারনালের একটি বুথে সকাল সকাল ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ শনিবার ষষ্ঠ দফায় হরিয়ানার 10 লোকসভা আসনেই ভোটগ্রহণ চলছে ৷ এই নির্বাচনে তিনি কারনাল থেকেই বিজেপি প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের দিব্যাংশু বুধিরাজা ৷

07:03 May 25

  • ভোট পর্ব শুরু হতেই মতাধিকার প্রয়োগের আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

06:11 May 25

দেশে লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে ৷ আজ ষষ্ঠ দফায় 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি লোকসভা আসনে ভোট গ্রহণ চলছে ৷ এর পাশাপাশি ওড়িশার বিধানসভা নির্বাচনে 42টি আসনে ভোট হচ্ছে ৷ শনিবার দেশজুড়ে 11 কোটি 13 লক্ষ ভোটার 889 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ এদিন জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে ভোট দেবেন উপত্যকাবাসী ৷ এরপর সপ্তম তথা শেষ দফার ভোট 1 জুন ৷ ভোটগণনা 4 জুন ৷

Last Updated : May 25, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.