ETV Bharat / state

মাফিয়াদের টাকায় তৃণমূলে ফান্ডিং: লকেট - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও মাফিয়াদের মদতে ফের একবার সরব হলেন হুগলির সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ সপ্তগ্রাম এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে কালো টাকা সাদা করে তৃণমূলে ফান্ড যোগানের অভিযোগ তুলেছেন তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 11:08 AM IST

Updated : Mar 29, 2024, 2:09 PM IST

ETV BHARAT
ETV BHARAT
হুগলিতে তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনার টাকা চুরির অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের

চুঁচুড়া, 29 মার্চ: হুগলির বলাগড়ে সাটিথান পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের মদতে তৃণমূলের একাধিক নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ করলেন হুগলি লোকসভার সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, সপ্তগ্রামের তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ তুলেছেন লকেট ৷ পালটা লকেটকে ইডি ও সিবিআইয়ের ঠিকাদার বল কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷

উল্লেখ্য, গত বুধবার হুগলি লোকসভা কেন্দ্রে আবাস যোজনার টাকা একাধিক উপভোক্তা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই নিয়ে হুগলির সাংসদ অভিযোগ করেছেন, যাঁদের এই টাকা পাওয়ার কথা ছিল, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে তা যায়নি ৷ তাঁর অভিযোগ, বিডিও ও পঞ্চায়েত অফিস থেকে দেখানো হয়েছে উপভোক্তারা সকলে টাকা পেয়েছেন ৷ কিন্তু, আদতে আবাস যোজনার সেই টাকা গিয়েছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ৷ এর প্রমাণও তাঁর কাছে আছে বলে দাবি করেন লকেট চট্টোপাধ্যায় ৷ আর এসবের পিছনে ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

পাশাপাশি, সপ্তগ্রামের ব্যবসায়ী কমল দাসের বিরুদ্ধে কয়লাপাচারে জড়িত থাকার অভিযোগও করেছেন লকেট ৷ তাঁর বক্তব্য, এই কমল দাসের কালো টাকা একাধিক কোম্পানির মাধ্যমে সাদা করা হচ্ছে ও তা তৃণমূলে ফান্ডিং হচ্ছে ৷ সাংবাদিক বৈঠকে সেই কোম্পানিগুলির নামও উল্লেখ করলেন লকেট ৷ তাঁর দাবি, ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছে সেই কোম্পানিগুলি ৷

তবে, লকেট চট্টোপাধ্যায়ের এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর দাবি, "দি প্রমাণ থাকে, তাহলে যেখানে গেলে অভিযুক্তরা শাস্তি পাবে, সেখানে গিয়ে বলুন লকেট ৷ মিডিয়ার সামনে বড় বড় কথা বলার অর্থ, পায়েরতলার মাটি শক্ত নয় ৷ তাই মিডিয়ার সামনে আওয়াজ করছেন ৷ উনি তো ইডি ও সিবিআইয়ের ঠিকাদার ৷ কথায় কথায় ইডি, সিবিআই পাঠানোর কথা বলেন ৷ তাহলে এখন কমল, বুদ্ধদের বাড়িতে ইডি, সিবিআইকে পাঠাক ৷"

পালটা লকেটের বিরুদ্ধে ভদ্রেশ্বর জুটমিলের মালিকের থেকে টাকা ও দামী গাড়ি নেওয়ার অভিযোগ তুলেছেন অসিত মজুমদার ৷ তিনি বলেন, "নিজে এখন সতী সাজচ্ছেন ৷ লকেট যে সাদা রঙের ফরচুনাটা চাপেন, সেটা কে দিয়েছে ? ওনার ব্যাংক অ্যাকাউন্টটা সার্চ করলেই বোঝা যাবে ভদ্রেশ্বর জুটমিলের মালিকের দেওয়া কিনা ৷ যখন জুটমিলের সামনে ধরনায় বসেছিলেন তখন ৷ আমার বিরুদ্ধে বলেছিল, করোনার সময় আমি নাকি এফসিআই থেকে চাল, গম চুরি করেছি ৷ সেই মামলা আদালতে আছে ৷ মিডিয়ার সামনে নিজেকে হাইলাইট করা খালি ৷"

আরও পড়ুন:

  1. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  2. শুক্রে রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে 4 কিলোমিটার রোড-শো শুভেন্দুর
  3. প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী

হুগলিতে তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনার টাকা চুরির অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের

চুঁচুড়া, 29 মার্চ: হুগলির বলাগড়ে সাটিথান পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের মদতে তৃণমূলের একাধিক নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ করলেন হুগলি লোকসভার সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি, সপ্তগ্রামের তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ তুলেছেন লকেট ৷ পালটা লকেটকে ইডি ও সিবিআইয়ের ঠিকাদার বল কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷

উল্লেখ্য, গত বুধবার হুগলি লোকসভা কেন্দ্রে আবাস যোজনার টাকা একাধিক উপভোক্তা পাননি বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই নিয়ে হুগলির সাংসদ অভিযোগ করেছেন, যাঁদের এই টাকা পাওয়ার কথা ছিল, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে তা যায়নি ৷ তাঁর অভিযোগ, বিডিও ও পঞ্চায়েত অফিস থেকে দেখানো হয়েছে উপভোক্তারা সকলে টাকা পেয়েছেন ৷ কিন্তু, আদতে আবাস যোজনার সেই টাকা গিয়েছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ৷ এর প্রমাণও তাঁর কাছে আছে বলে দাবি করেন লকেট চট্টোপাধ্যায় ৷ আর এসবের পিছনে ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

পাশাপাশি, সপ্তগ্রামের ব্যবসায়ী কমল দাসের বিরুদ্ধে কয়লাপাচারে জড়িত থাকার অভিযোগও করেছেন লকেট ৷ তাঁর বক্তব্য, এই কমল দাসের কালো টাকা একাধিক কোম্পানির মাধ্যমে সাদা করা হচ্ছে ও তা তৃণমূলে ফান্ডিং হচ্ছে ৷ সাংবাদিক বৈঠকে সেই কোম্পানিগুলির নামও উল্লেখ করলেন লকেট ৷ তাঁর দাবি, ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছে সেই কোম্পানিগুলি ৷

তবে, লকেট চট্টোপাধ্যায়ের এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর দাবি, "দি প্রমাণ থাকে, তাহলে যেখানে গেলে অভিযুক্তরা শাস্তি পাবে, সেখানে গিয়ে বলুন লকেট ৷ মিডিয়ার সামনে বড় বড় কথা বলার অর্থ, পায়েরতলার মাটি শক্ত নয় ৷ তাই মিডিয়ার সামনে আওয়াজ করছেন ৷ উনি তো ইডি ও সিবিআইয়ের ঠিকাদার ৷ কথায় কথায় ইডি, সিবিআই পাঠানোর কথা বলেন ৷ তাহলে এখন কমল, বুদ্ধদের বাড়িতে ইডি, সিবিআইকে পাঠাক ৷"

পালটা লকেটের বিরুদ্ধে ভদ্রেশ্বর জুটমিলের মালিকের থেকে টাকা ও দামী গাড়ি নেওয়ার অভিযোগ তুলেছেন অসিত মজুমদার ৷ তিনি বলেন, "নিজে এখন সতী সাজচ্ছেন ৷ লকেট যে সাদা রঙের ফরচুনাটা চাপেন, সেটা কে দিয়েছে ? ওনার ব্যাংক অ্যাকাউন্টটা সার্চ করলেই বোঝা যাবে ভদ্রেশ্বর জুটমিলের মালিকের দেওয়া কিনা ৷ যখন জুটমিলের সামনে ধরনায় বসেছিলেন তখন ৷ আমার বিরুদ্ধে বলেছিল, করোনার সময় আমি নাকি এফসিআই থেকে চাল, গম চুরি করেছি ৷ সেই মামলা আদালতে আছে ৷ মিডিয়ার সামনে নিজেকে হাইলাইট করা খালি ৷"

আরও পড়ুন:

  1. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
  2. শুক্রে রেখা পাত্রের সমর্থনে বসিরহাটে 4 কিলোমিটার রোড-শো শুভেন্দুর
  3. প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
Last Updated : Mar 29, 2024, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.