ETV Bharat / state

দোলের দিন গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা, রইল টাইম টেবিল - Holi celebrations in Kolkata

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 10:19 PM IST

Etv Bharat
Etv Bharat

Metro Service on Holi: দোলের দিন গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা। শুধু মেট্রোর সংখ্যা কমা নয় অন্যদিনের তুলনায় অনেক দেরিতে শুরু হবে পরিষেবা।

কলকাতা, 23 মার্চ: আগামী 25 মার্চ দোলযাত্রার দিনে গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা। আগামী সোমবার ও মঙ্গলবার দোলযাত্রা এবং হোলি উৎসব। ছুটির দিনে অনেকেই হয়তো সকাল সকাল বেরিয়ে পড়বেন। তবে যাঁরা ভাবছেন মেট্রোয় করে যাত্রা করবেন তাঁদের কিছুটা নিরাশ হতেই হবে। কারণ সেদিন গ্রিনলাইনে সকাল থেকেই কম সংখক মেট্রো চলবে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার গ্রিন লাইন অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত সারাদিনে চলবে মোটে 42টি (21টি আপ এসপ্ল্যানেড থেকে ও 21টি ডাউন হাওড়া ময়দান থেকে) মেট্রো। সোমবার ওই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে বেলা 3টে থেকে। সাধারণ দিনে এই রুটে চলে 130টি মেট্রো। ওইদিন প্রতি 15 মিনিট পরপর মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে, গ্রিন লাইনের সল্টলেক থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সোমবার সারাদিনে চলবে 22টি মেট্রো। সাধারণ দিনে এই লাইনে পাওয়া যায় 106টি মেট্রোর পরিষেবা। এই রুটেও পরিষেবা শুরু বেলা 3টে থেকে। এই লাইনে প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট পর্যন্ত পরিষেবা:
এই রুটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর তিনটের সময়। সাধারণত এই রুটে পরিষেবা চালু হয় সকাল 7টা থেকে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে বেলা তিনটের সময়। সাধারণত এই রুটে প্রথম পরিষেবা থাকে সকাল 7 টার সময়। আবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত আটটার সময়। অন্যদিন শেষ মেট্রো ছাড়ে 9টা 45 মিনিটে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দিনের প্রথম পরিষেবা:
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর 3টে নাগাদ। অন্যদিন ছাড়ে সকাল 7টায়। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর তিনটের সময়। অন্যদিন পরিষেবা শুরু হয় সকাল 6টা 55 মিনিটে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত আটটার সময়। অন্যদিন শেষ মেট্রো পাওয়া যায় রাত 9টা 40 মিনিটে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত আটটার সময়। সাধারণ দিনে এই রুটের শেষ মেট্রো পাওয়া যায় রাত নটা 35 মিনিটে। ়

আরও পড়ুন:

  1. এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবার প্রথম দিনে বেলাগাম ভিড়, হিমশিম অবস্থা রক্ষীদের
  2. গুড ফ্রাইডেতে মেট্রো পরিষেবা কম, দিনভর চলবে 234টি ট্রেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.