ETV Bharat / state

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন, জন্ম চিতাবিড়াল শাবকের - Leopard Cat Cubs

Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে আগেই পাঁচ শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা ৷ এবার আবারও খুশির খবর ৷ আরও দুই শাবকের জন্ম হল সাফারি পার্কে ৷ এই দুটি চিতা বিড়াল শাবক ৷ তবে জন্মের পরই মৃত্যু হয়েছে এক শাবকের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 1:41 PM IST

Bengal Safari Park
চিতা বিড়াল শাবক (নিজস্ব ছবি)

দার্জিলিং, 13 মে: বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর । রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটল সাফারি পার্কে । 2 শাবকের জন্ম দিল চিতা বিড়াল । কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও । মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের । তবে বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি । সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি । জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালের চিকিৎসকের দেখরেখে রয়েছে ।

Bengal Safari Park
চিতা বিড়াল শাবকের জন্ম বেঙ্গল সাফারি পার্কে (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, মায়ের অবহেলার কারণে মৃত্যু হয়েছে 2টির মধ্যে একটি শাবকের । একদিকে মুমুর্ষ ওই শাবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরে যেমন খুশি পার্ক কর্তৃপক্ষ । অন্যদিকে আরেক শাবকের মৃত্যুতে ততোটাই মর্মাহত তারা ৷ তবে সব ভুলে এখন বেঁচে যাওয়া চিতা বিড়াল শাবকটিকে সম্পূর্ণ সুস্থভাবে সাফারিতে ফিরিয়ে আনাই লক্ষ্য কর্তৃপক্ষের ।

সাফারি পার্ক সূত্রে খবর, 6 এপ্রিল শীলা পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিয়েছিল । ওই মাসেরই 9 এপ্রিল বেঙ্গল সাফারি পার্কে জন্ম হয় দুই লেপার্ড ক্যাট (প্রায়োনেইলুরাস বেঙ্গলেনসিস) বা বাংলায় যাকে চিতা বিড়াল বলা হয়, সেই শাবকের । লেপার্ড ক্যাটের নাইট শেল্টারে ওই শাবক দুটির জন্ম হয় । লেপার্ড ক্যাট ওই দুই শাবকের জন্ম দেওয়ার পর মায়ের অবহেলার কারণে জন্মের এক ঘণ্টার মধ্যেই একটি পুরুষ শাবকের মৃত্যু হয় । অন্য স্ত্রী লিঙ্গের শাবকটিকেও মা চিতা বিড়ালটি ত্যাগ করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে ।

এই প্রথম ওই চিতা বিড়ালটি মা হয়েছিল । পরিত্যক্ত স্ত্রী লিঙ্গের শাবকটিকে তার মা কোনরকম দুধ পান না করানোয় সেটিও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল । বিষয়টি নজরে আসতেই পার্ক কর্তৃপক্ষ দ্রুত ওই শাবকটিকে সাফারির পশু হাসপাতালের বেবি কেয়ার ইউনিটে স্থানান্তরিত করে । শাবকটিকে বাঁচাতে জু অথরিটি ও সাফারি পার্কের আধিকারিকরা তৎক্ষনাৎ একটি পশু চিকিৎসকের প্যানেল তৈরি করে চিকিৎসা শুরু করেন । দুধের সঙ্গে সাপ্লিমেন্ট ও শাবকের জন্য জরুরি অন্যান্য ভিটামিন প্রয়োগ করা হয় । টানা এক সপ্তাহ দিনরাত চিকিৎসা চলে ওই শাবকের । এরপর স্ত্রী লিঙ্গের শাবকটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "প্রাণীদের মধ্যে খুব কম হলেও অনেক সময় এরকম আচরণ দেখা যায় । অনেক সময় জন্মের পর তারা শাবকদের দেখরেখ করে না । তবে স্ত্রী লিঙ্গের শাবকটিকে আমরা বাঁচাতে সক্ষম হয়েছি । বর্তমানে সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে ।" সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "শাবকটিকে 24 ঘণ্টা মনিটরিং করা হচ্ছে । দুধের সঙ্গে ভিটামিন-সহ অন্যান্য জরুরি সব সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে । খুব দ্রুত সে আবার এনক্লোজারে ফিরতে পারবে বলে আশা করছি ।"

বেঙ্গল সাফারি পার্কে বর্তমানে স্ত্রী লিঙ্গের শাবকটিকে নিয়ে মোট ছয়টি লেপার্ড ক্যাট বা চিতা বিড়াল রয়েছে । যার মধ্যে তিনটে স্ত্রী ও তিনটে পুরুষ রয়েছে । লেপার্ড ক্যাট মূলত শিডিউল 1 প্রজাতির সংরক্ষিত প্রাণী হিসেবে চিহ্নিত ।

আরও পড়ুন:

  1. খুশির খবর ! বেঙ্গল সাফারি পার্কে শীলার কোলে এল 5 রয়্যাল বেঙ্গল শাবক
  2. প্রকাশ্যে শীলার পাঁচ রয়্যাল শাবক, কবে থেকে চাক্ষুষ করতে পারবেন পর্যটকরা?
  3. বেঙ্গল সাফারি পার্ক ছাড়ছে রয়্যাল শাবক তেজাল ও শেরাকে, আসছে পশুরাজ

দার্জিলিং, 13 মে: বেঙ্গল সাফারি পার্কে ফের সুখবর । রয়্যাল বেঙ্গল টাইগার শীলার পাঁচ শাবকের পর আরও এক নতুন অতিথির আগমন ঘটল সাফারি পার্কে । 2 শাবকের জন্ম দিল চিতা বিড়াল । কিন্তু তার সঙ্গে রয়েছে একটি দু:খের খবরও । মৃত্যু হয়েছে সদ্যজাতর মধ্যে এক চিতা বিড়াল শাবকের । তবে বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষের রাতদিনের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও সেবাশুশ্রূষায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অপর শাবকটি । সাফারির নবনির্মিত অত্যাধুনিক হাসপাতালে টানা চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বিপদের বাইরে রয়েছে ওই শাবকটি । জন্মের পর থেকেই মায়ের ভালোবাসা না মেলায় চিতা বিড়াল শাবকটি হাসপাতালের চিকিৎসকের দেখরেখে রয়েছে ।

Bengal Safari Park
চিতা বিড়াল শাবকের জন্ম বেঙ্গল সাফারি পার্কে (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, মায়ের অবহেলার কারণে মৃত্যু হয়েছে 2টির মধ্যে একটি শাবকের । একদিকে মুমুর্ষ ওই শাবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরে যেমন খুশি পার্ক কর্তৃপক্ষ । অন্যদিকে আরেক শাবকের মৃত্যুতে ততোটাই মর্মাহত তারা ৷ তবে সব ভুলে এখন বেঁচে যাওয়া চিতা বিড়াল শাবকটিকে সম্পূর্ণ সুস্থভাবে সাফারিতে ফিরিয়ে আনাই লক্ষ্য কর্তৃপক্ষের ।

সাফারি পার্ক সূত্রে খবর, 6 এপ্রিল শীলা পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিয়েছিল । ওই মাসেরই 9 এপ্রিল বেঙ্গল সাফারি পার্কে জন্ম হয় দুই লেপার্ড ক্যাট (প্রায়োনেইলুরাস বেঙ্গলেনসিস) বা বাংলায় যাকে চিতা বিড়াল বলা হয়, সেই শাবকের । লেপার্ড ক্যাটের নাইট শেল্টারে ওই শাবক দুটির জন্ম হয় । লেপার্ড ক্যাট ওই দুই শাবকের জন্ম দেওয়ার পর মায়ের অবহেলার কারণে জন্মের এক ঘণ্টার মধ্যেই একটি পুরুষ শাবকের মৃত্যু হয় । অন্য স্ত্রী লিঙ্গের শাবকটিকেও মা চিতা বিড়ালটি ত্যাগ করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে ।

এই প্রথম ওই চিতা বিড়ালটি মা হয়েছিল । পরিত্যক্ত স্ত্রী লিঙ্গের শাবকটিকে তার মা কোনরকম দুধ পান না করানোয় সেটিও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল । বিষয়টি নজরে আসতেই পার্ক কর্তৃপক্ষ দ্রুত ওই শাবকটিকে সাফারির পশু হাসপাতালের বেবি কেয়ার ইউনিটে স্থানান্তরিত করে । শাবকটিকে বাঁচাতে জু অথরিটি ও সাফারি পার্কের আধিকারিকরা তৎক্ষনাৎ একটি পশু চিকিৎসকের প্যানেল তৈরি করে চিকিৎসা শুরু করেন । দুধের সঙ্গে সাপ্লিমেন্ট ও শাবকের জন্য জরুরি অন্যান্য ভিটামিন প্রয়োগ করা হয় । টানা এক সপ্তাহ দিনরাত চিকিৎসা চলে ওই শাবকের । এরপর স্ত্রী লিঙ্গের শাবকটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ।

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "প্রাণীদের মধ্যে খুব কম হলেও অনেক সময় এরকম আচরণ দেখা যায় । অনেক সময় জন্মের পর তারা শাবকদের দেখরেখ করে না । তবে স্ত্রী লিঙ্গের শাবকটিকে আমরা বাঁচাতে সক্ষম হয়েছি । বর্তমানে সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে ।" সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "শাবকটিকে 24 ঘণ্টা মনিটরিং করা হচ্ছে । দুধের সঙ্গে ভিটামিন-সহ অন্যান্য জরুরি সব সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে । খুব দ্রুত সে আবার এনক্লোজারে ফিরতে পারবে বলে আশা করছি ।"

বেঙ্গল সাফারি পার্কে বর্তমানে স্ত্রী লিঙ্গের শাবকটিকে নিয়ে মোট ছয়টি লেপার্ড ক্যাট বা চিতা বিড়াল রয়েছে । যার মধ্যে তিনটে স্ত্রী ও তিনটে পুরুষ রয়েছে । লেপার্ড ক্যাট মূলত শিডিউল 1 প্রজাতির সংরক্ষিত প্রাণী হিসেবে চিহ্নিত ।

আরও পড়ুন:

  1. খুশির খবর ! বেঙ্গল সাফারি পার্কে শীলার কোলে এল 5 রয়্যাল বেঙ্গল শাবক
  2. প্রকাশ্যে শীলার পাঁচ রয়্যাল শাবক, কবে থেকে চাক্ষুষ করতে পারবেন পর্যটকরা?
  3. বেঙ্গল সাফারি পার্ক ছাড়ছে রয়্যাল শাবক তেজাল ও শেরাকে, আসছে পশুরাজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.