ETV Bharat / state

নির্মীয়মাণ পিলারে আগুন, একই দিনে 2 বার বিঘ্নিত কলকাতার মেট্রো পরিষেবা - Kolkata Metro

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 9:26 PM IST

Etv Bharat
Etv Bharat

Kolkata Metro: টলিগঞ্জের কাছে নির্মীয়মাণ পিলারে আগুন ৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়ে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ৷ প্রায় 40 মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল ৷

কলকাতা, 16 এপ্রিল: ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট ! মঙ্গলবার সন্ধ্যায় টলিগঞ্জের তপন সিনহা হাসপাতালের কাছে নির্মীয়মাণ মেট্রো পিলারে আগুন লাগে ৷ দুর্ঘটনা এড়াতে উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ তবে এক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয় মেট্রো চলাচল ৷ ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন হওয়ায় সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা ৷

এদিন সন্ধ্যে 6টা 40 মিনিট নাগাদ হঠাৎই তপন সিনহা হাসপাতালের কাছে মেট্রো রেলের নির্মীয়মাণ একটি পিলারে আগুন ধরে যায় ৷ দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেল হয় ৷ তবে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা বেশ কিছুক্ষণ বন্ধ করে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ প্রায় 25 মিনিট পর স্বাভাবিক হয় পরিষেবা ৷ সন্ধ্যে 7টা 05 মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷ মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শুরু হয় মেট্রো চলাচল ৷

এদিনই সকালেই শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলোযোগের কারণে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ৷ সকাল সাড়ে 11টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছতেই ডাউন লাইনের একটি রেকে যান্ত্রিক ট্রুটি দেখা দেয় ৷ যাত্রী নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রোটি ৷ পরে কোনও মতে রেকটি খালি করে পুণরায় সেটিকে চালু করা হয় ৷ সকালে মেট্রো রেল পরিশষেবায় ব্যহত হওয়ায় সমস্যা পড়েন অসংখ্য নিত্যযাত্রী ৷ একই দিনে দু‘বার মেট্রো পরিষেবার বিঘ্ন ঘটায় অনেক যাত্রীই ক্ষোভ প্রকাস করেন ৷

আরও পড়ুন:

  1. যান্ত্রিক ত্রুটির কারণে ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা
  2. মেট্রো রেকে ধোঁয়া, ব্যাহত পরিষেবা; পরে চালু
  3. আজ অরেঞ্জ-পার্পেল লাইনে মেট্রো পরিষেবা বন্ধ, গ্রিন লাইনে চলবে কম ট্রেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.