কলকাতা, 30 মার্চ: মেট্রো রেক থেকে হঠাৎই ধোঁয়া ৷ দুর্ঘটনা এড়াতে রবীন্দ্র সরোবর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ শনিবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হঠাৎই রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ এরপরই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা ৷ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট মেট্রোর রেকের ভিতরের বেশ কিছুটা অংশ কালো ধোঁয়ায় ভরে যায়।
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বেল্ট বার্নিং-এর কারণে পোড়া গন্ধ পাওয়া গিয়েছিল। ধোঁয়ায়ও দেখা দিয়েছিল। এই ঘটনা ঘটার পরে যেই দুটি বগিতে সমস্যা হয়েছিল সেই দুটিকে ট্রেন থেকে আলাদা করে কার সেডে পরীক্ষার জন্য পাঠানো হয়। এবং কিছুক্ষণ বন্ধ থাকার পরেই আবার শুরু হয় মেট্রো পরিষেবা। ওই ট্রেনটিও কবি সুভাষ পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করে।"
মেট্রোরেল সূত্রে খবর, এদিন সন্ধ্যায় কবি সুভাষগামী মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছতেই একটি রেকের নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেককেই যাঁরা প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন দ্রুত স্টেশনে বাইরে বেরিয়ে আসেন। হঠাৎ কী কারণে এই ধোঁয়া ভেতরে শুরু করে এবং ধোঁয়ার উৎসই বা কি, তা জানতে পরীক্ষা শুরু হয় মেট্রোর লাইন ও রেকে ৷ এমনকী কোথায় আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করে কর্তৃপক্ষ।
ঘটনা প্রসঙ্গেই এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন যতীন দাস পার্কে পৌঁছতেই সমস্যা শুরু হয় ৷ দু’টি রেকের সংযোগস্থলে থেকে অল্প অল্প ধোঁয়া বেরোনো শুরু করে। সঙ্গে পোড়া গন্ধ বেরোতে থাকে । এরপর রবীন্দ্র সরোবর পৌঁছন মাত্রই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে । বিপদ এড়াতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। যাত্রীদের রেক ফাঁকা করে দিতে বলা হয় । যাত্রী সুবিধার্থে স্বয়ংক্রিয় গেট খুলে দেওয়া হয় ৷ যাতে সমস্ত যাত্রীরা ধীরে ধীরে সেশন থেকে বেরিয়ে যেতে পারেন ৷ পাশাপাশি যাত্রীদের কাছ থেকে টোকেনগুলি সংগ্রহ করে নেন মেট্রোর কর্মীরা ৷
আরও পড়ুন: