ETV Bharat / state

কংক্রিট, প্লাস্টিক বর্জ্যেকে পুনর্ব্যবহারযোগ্য করে আয় বাড়ল কেএমসি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 1:45 PM IST

ETV BHARAT
ETV BHARAT

KMC's Income Increased: চলতি অর্থবর্ষে বাড়ল কলকাতা পৌরনিগমের আয়ের পরিমাণ ৷ কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ বাণিজ্যিক জঞ্জাল সংগ্রহ ও প্লাস্টিক ও কংক্রিট বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে মোটা অঙ্কের লাভ করেছে ৷ যা আগামী দিনে আরও বড় মাত্রায় করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের ৷

কলকাতা, 27 ফেব্রুয়ারি: একাধিক পদক্ষেপে কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগে আয় বাড়ল । বাণিজ্যিক জঞ্জাল তোলা থেকে শুরু করে, কংক্রিট ও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে মোটা টাকা আয় করল কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ ৷ যে আয়ের পরিমাণ প্রায় 40 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ আর পুরোটাই হয়েছে 2023-24 এর চলতি অর্থবর্ষে ৷

রাজারহাটে বিশাল এলাকা জুড়ে কলকাতা পৌরনিগমের কঠিন-বর্জ্য ব্যবস্থাপনার প্লান্ট তৈরি করা হয়েছে ৷ সেখানে প্লাস্টিক ও নির্মাণ বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ করছে পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ ৷ সেখান থেকেই কম বেশি 7 কোটি টাকা আয় হয়েছে ৷ উল্লেখ্য, এখন কলকাতায় আকছাড় পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বহুতল তৈরি হচ্ছে ৷ আর সেই কাজের অনুমোদনের পর, পুরনো বাড়ির যে কংক্রিটের বর্জ্য বেরোয়, তা বাধ্যতামূলক ভাবে কলকাতা পৌরনিগমকে দিতে হয় ৷

পুরনো বাড়ির সেই কংক্রিটেক বর্জ্য পৌরনিগমের কঠিন-বর্জ্য ব্যবস্থাপনার প্লান্টে চলে যায় ৷ সেখান থেকে পেভার ব্লক, ইট জাতীয় নানা নির্মাণ সামগ্রী তৈরি করা হচ্ছে ৷ এবার আরও একটি প্লান্ট তৈরি করা হয়েছে ৷ যেখানে অপচনশীল সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম ৷ সেই সব বর্জ্য থেকে টেবিল, চেয়ার, দরজা জাতীয় আরও অনেক কিছু তৈরি করছে কেএমসি ৷ তবে, বাণিজ্যিক জঞ্জাল সাফাই করে এই বিভাগের সব থেকে বেশি আয় হয়েছে ৷ সেগুলি হল দোকান, রেস্তোরাঁ, হাসপাতালের মতো বিভিন্ন স্থায়ী বাণিজ্যিক ক্ষেত্রের জঞ্জাল ৷

উল্লেখ্য, কলকাতা শহরে একাধিক অফিস, হাসপাতাল, দোকান, রেস্তোরাঁ-সহ নানান বাণিজ্যিক ক্ষেত্র রয়েছে ৷ সেগুলি যতটা অঞ্চল জুড়ে থাকে, সেই বর্গফুটের ভিত্তিতে কলকাতা পৌরনিগম বর্জ্য সাফাইয়ের লাইসেন্স-ফি ধার্য করে ৷ দেখা গিয়েছিল, প্রতিবছর বাণিজ্যিক ক্ষেত্রগুলি লাইসেন্স-ফি জমা দিয়ে তা পুনর্নবিকরণ করে নিচ্ছে ৷ কিন্তু, জঞ্জাল সাফাইয়ের জন্য যে টাকা প্রতিমাসে বা বছরে জঞ্জাল সাফাই বিভাগে জমা দিতে হয়, তা অধিকাংশ ক্ষেত্রে বকেয়া থেকে যায় ৷

সেই বকেয়া টাকা তোলার জন্য নয়া নিয়ম জারি করে কলকাতা পৌরনিগম ৷ সকল বাণিজ্যিক ক্ষেত্রে জঞ্জাল সংক্রান্ত লাইসেন্স পুনর্নবিকরণ করাতে হলে, সাফাইয়ের বকেয়া-ফি আগে মেটাতে হবে ৷ এর ফলে লাইসেন্স পুনর্নবিকরণের জন্য সব বাণিজ্যিক ক্ষেত্রগুলি নিয়মিত জঞ্জাল সাফাইয়ের টাকা মিটিয়ে দিয়েছে ৷ আর জঞ্জাল সাফাইয়ের টাকা বাবদ কংক্রিট ও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে আয় দাড়িয়েছে 40 কোটি টাকার কাছাকাছি ৷

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পরিকল্পনা আছে আরও আয় বৃদ্ধির ৷ কংক্রিট বা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো ৷ সঙ্গে সার বা গ্যাস অধিক পরিমাণে তৈরি করা ৷ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেও রোজগারের পথ করার ভাবনা আছে ৷ সেই লক্ষ্যেই বহু নিয়ম পরিবর্তন হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. কলকাতাবাসীর জন্য সুখবর ! শহরে কমতে চলেছে বাণিজ্যিক করের হার
  2. দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম
  3. কর ফাঁকির বিরুদ্ধে কড়া পৌরনিগম, খেলাপির সম্পত্তি নিলামে 19 কোটি কোষাগারে!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.