ETV Bharat / state

Waste Management Landfill: দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 3:57 PM IST

KMC constructs Waste Management Landfill: এ বার দূষণ থেকে রক্ষা পাবে মহানগরী । ধাপার পাশেই 73 হেক্টর জমিতে কলকাতা পৌরনিগম তৈরি করছে কলকাতার নতুন 'ধাপা' বা ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিল ৷

Waste Management Landfill
কলকাতার নতুন 'ধাপা'

কলকাতা, 3 সেপ্টেম্বর: মহানগরে ক্রমশ বেড়ে চলেছে জনসংখ্যা । পাল্লা দিয়ে বাড়ছে বর্জ্য উৎপাদন । তবে সেই জঞ্জাল ফেলার জন্য তৈরি ধাপায় আর ছিটেফোঁটাও জায়গা নেই । বরং জঞ্জালের পাহাড় এখন কলকাতার দূষণে অন্যতম মাধ্যম । তাই পরিবেশ আদালতের দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও আছে । দিন গড়ানোর সঙ্গেই বেড়েছে পরিবেশ আদালতের চাপ । বলা হয়েছিল, 'ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিল' তৈরির কথা । শেষে বিকল্প জায়গা পাচ্ছে কলকাতা । ধাপার পাশেই 73 হেক্টর জমিতে হবে নতুন ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিল । সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । এর ফলে 25 বছরের প্রয়াস সফল হতে চলেছে ।

পচনশীল, অপচনশীল, মেডিক্যাল, ই-বর্জ্য সব মিলেমিশে ধাপায় বিরাজ করছে জঞ্জালের বিরাট বিরাট পাহাড় । প্রতিদিন বিপুল বর্জ্যের চাপে উচ্চতার মাপকাঠি পূর্ণ হয়েছে । এ বার কলকাতা পাচ্ছে নতুন 'ধাপা'। এখানে জঞ্জালের পাহাড় হবে না । আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তিতে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প তৈরি হবে । ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিলিং হবে ।

ধাপা লাগোয়া 10 হেক্টর জমি 2011 সালেই কেনা হয়েছিল । দক্ষিণ 24 পরগনার রসপুঞ্জতেও জমি দেখা হয়েছিল । তবে ধাপার পাশেই বাসন্তী হাইওয়ে লাগোয়া খানাবেরিয়া এবং দুর্গাপুর এই দুই গ্রামে জায়গা মিলেছে । এই জায়গা কলকাতা পৌরনিগমের 58 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত । এই জায়গায় কিছু পরিবার চাষ করে, কিছু মাছ চাষ করে । তাদের সঙ্গে ক্ষতিপূরণ সংক্রান্ত কথা বলেছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা । প্রতি কাঠা পিছু মিলবে 50 হাজার টাকা । প্রায় 700 জন জমির মালিককে ক্ষতিপূরণ দিতে 55-60 কোটি টাকা লাগবে ।

আরও পড়ুন: যানজট-দুর্ঘটনা ঠেকাতে শহরে আর নতুন হকার বসতে দেবে না কলকাতা পৌরনিগম

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতাকে দূষণ থেকে রক্ষা করতে পূর্ব কলকাতা জলাভূমি পর্ষদ ছাড়পত্র দিয়েছে । পৌর ও নগরোন্নয়ন দফতরের তরফে মিলেছে ছাড়পত্র । আগামী মাস দুয়েকের মধ্যেই জমি অধিগ্রহণ শুরু করবে কলকাতা পৌরনিগম । ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যান্ডফিলিং প্রক্রিয়ার কাজও শুরু হবে ।

এই সংক্রান্ত বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার (জঞ্জাল সাফাই বিভাগ) বলেন, "ধাপায় দীর্ঘ কয়েক বছর ধরে জঞ্জালের চাপ বাড়ছিল । দূষণ ছড়াচ্ছিল । বিভিন্ন পদক্ষেপ করে দূষণ ঠেকানোর চেষ্টা করা হয় । তবে নতুন জমির দরকার ছিল । আমরা যে জমি চিহ্নিত করেছি তা কলকাতা পৌরনিগমেরই । তবে সেখানে দীর্ঘ দিন যাঁরা রুটি রুজির সংস্থান করছেন, তাঁদের ক্ষতিপূরণ দিয়েই অধিগ্রহণ করা হবে । দ্রুত কাজ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.