ETV Bharat / state

হাইকোর্টে সাধন পাণ্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি কল্যাণ চৌবের, মানিকতলা-জট কাটবে ? - Kalyan Chaube Withdraw case

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 7:49 PM IST

Kalyan Chaubey Plea to Withdraw case: প্রায় দু'বছর মামলা চালানোর পর মানিকতলায় সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপির কল্যাণ চৌবে। এবার মানিকতলার উপনির্বাচন সম্ভব বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷

CALCUTTA HIGH COURT, Kalyan Chaubey
হাইকোর্টে সাধন পাণ্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি কল্যাণ চৌবের

কলকাতা, 29 এপ্রিল: 2021 সালের নির্বাচনের পর থেকেই মামলার কারণে 2022 সালে প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হলেও নির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা আসনে। হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন নির্বাচন নিয়ে যে মামলা কল্যাণ চৌবে তথা তৎকালীন মানিকতলা আসনের বিজেপি প্রার্থী করেছিলেন, তা না মিটলে নির্বাচন সম্ভব নয়। অবশেষে এই আসনে নির্বাচনের একটা সম্ভাবনা দেখা গেল। সুপ্রিম ধাক্কায় শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেন কল্যাণ চৌবে। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আদালত ৷ তবে যেহেতু মামলাকারী নিজে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে এই মামলার দ্রুত নিষ্পত্তি হতে পারে। আর তাতেই মানিকতলায় ভোটের সম্ভাবনা বিষয়টি আরও উজ্জ্বল হল।

প্রসঙ্গত, এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে উঠেছিল মামলাটি। প্রায় দু'বছর মামলা চালানোর পর মানিকতলায় সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপির কল্যাণ চৌবে। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে অংশ নেন কল্যাণ। আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ পর্বও হয়েছে। কিন্তু এদিন শুনানির শুরুতেই কল্যাণ চৌব্যের আইনজীবী 'মক্কেল ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান' বলে আদালতে জানান। তবে কল্যান চৌবে এই দাবি জানালেও আদালত এদিন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং এদিন মাননীয় বিচারপতি জানিয়েছেন, আদালত 9 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওইদিন আদালত বিষয়টি বিবেচনা করে প্রত্যাহারের বিষয়ে অনুমতি দেবে।

এদিকে এদিন এই রায়ের পর সোশাল মিডিয়ায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "সম্পূর্ণ অকারণে এতকাল সময় নষ্টের পর এখন আদালতে পরাজয় নিশ্চিত জেনে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে।" মনে করা হচ্ছে, কল্যাণের এই পদক্ষেপে তাদের জয় দেখছে রাজ্যের শাসক দল। 2021 সালে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা করেছিলেন কল্যান চৌবে। মূলত নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগে এই মামলা করেন বিজেপি প্রার্থী। এরপর 2022 সালে সাধন পাণ্ডের মৃত্যুর পর জনস্বার্থ মামলা হয় তৎকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞাণমের ডিভিশন বেঞ্চে। তখনই আদালতের তরফে বলা হয়েছিল, একুশের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া সম্ভব নয়। সেই থেকে ঝুলে আছে এই মামলাটি।

এই মুহূর্তে এই মামলাটি চলছে জয় সেনগুপ্তর এজলাসে। কিন্তু বারবার কল্যান চৌবে নানা অছিলায় হাজিরা এড়ানোয় তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল ওই এলাকার তিন বাসিন্দা। আইনজীবী মিঠু জৈনের মাধ্যমে তাঁরা আদালতকে জানান, জনপ্রতিনিধিত্ব আইনের 151-এ ধারা অনুযায়ী কোনও আসন ছয় মাসের বেশি শূন্য থাকতে পারে না ৷ সেখানে উপনির্বাচন করানো বাধ্যতামূলক। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন কল্যাণের বিরুদ্ধে। কল্যান চৌবেঁকে শো-কজ নোটিশ পাঠিয়ে আদালত জানতে চায়, কেন তাঁকে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষের পদ থেকে সরানো হবে না।

আদালত মনে করছিল এই পদগুলি থেকে সরিয়ে দেওয়া হলে তিনি মানিকতলা নিয়ে করা মামলায় মনোনিবেশ করতে পারবেন। এরপরই কল্যাণ চৌবে এদিন হাইকোর্টে তাঁর মামলা প্রত্যাহারের আবেদন জানালেন। আর সেই জায়গা থেকেই দীর্ঘদিন ঝুলে থাকার পর আরও একবার মানিকতলা বিধানসভায় উপনির্বাচন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হল।

আরও পড়ুন

  1. চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে 'না'
  2. এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে আপাতত নোটিশ জারি নয়, ভূপতিনগর নিয়ে নির্দেশ হাইকোর্টের
  3. শাহজাহানের বেআইনি ব্যবসার টাকা আত্মসাতে জড়িত রাজ্যের মন্ত্রীরাও, বিস্ফোরক দাবি ইডি'র

কলকাতা, 29 এপ্রিল: 2021 সালের নির্বাচনের পর থেকেই মামলার কারণে 2022 সালে প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যু হলেও নির্বাচন হয়নি মানিকতলা বিধানসভা আসনে। হাইকোর্টের প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন নির্বাচন নিয়ে যে মামলা কল্যাণ চৌবে তথা তৎকালীন মানিকতলা আসনের বিজেপি প্রার্থী করেছিলেন, তা না মিটলে নির্বাচন সম্ভব নয়। অবশেষে এই আসনে নির্বাচনের একটা সম্ভাবনা দেখা গেল। সুপ্রিম ধাক্কায় শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেন কল্যাণ চৌবে। যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আদালত ৷ তবে যেহেতু মামলাকারী নিজে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে এই মামলার দ্রুত নিষ্পত্তি হতে পারে। আর তাতেই মানিকতলায় ভোটের সম্ভাবনা বিষয়টি আরও উজ্জ্বল হল।

প্রসঙ্গত, এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে উঠেছিল মামলাটি। প্রায় দু'বছর মামলা চালানোর পর মানিকতলায় সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপির কল্যাণ চৌবে। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে অংশ নেন কল্যাণ। আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ পর্বও হয়েছে। কিন্তু এদিন শুনানির শুরুতেই কল্যাণ চৌব্যের আইনজীবী 'মক্কেল ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান' বলে আদালতে জানান। তবে কল্যান চৌবে এই দাবি জানালেও আদালত এদিন এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং এদিন মাননীয় বিচারপতি জানিয়েছেন, আদালত 9 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওইদিন আদালত বিষয়টি বিবেচনা করে প্রত্যাহারের বিষয়ে অনুমতি দেবে।

এদিকে এদিন এই রায়ের পর সোশাল মিডিয়ায় এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "সম্পূর্ণ অকারণে এতকাল সময় নষ্টের পর এখন আদালতে পরাজয় নিশ্চিত জেনে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে।" মনে করা হচ্ছে, কল্যাণের এই পদক্ষেপে তাদের জয় দেখছে রাজ্যের শাসক দল। 2021 সালে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা করেছিলেন কল্যান চৌবে। মূলত নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগে এই মামলা করেন বিজেপি প্রার্থী। এরপর 2022 সালে সাধন পাণ্ডের মৃত্যুর পর জনস্বার্থ মামলা হয় তৎকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞাণমের ডিভিশন বেঞ্চে। তখনই আদালতের তরফে বলা হয়েছিল, একুশের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া সম্ভব নয়। সেই থেকে ঝুলে আছে এই মামলাটি।

এই মুহূর্তে এই মামলাটি চলছে জয় সেনগুপ্তর এজলাসে। কিন্তু বারবার কল্যান চৌবে নানা অছিলায় হাজিরা এড়ানোয় তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল ওই এলাকার তিন বাসিন্দা। আইনজীবী মিঠু জৈনের মাধ্যমে তাঁরা আদালতকে জানান, জনপ্রতিনিধিত্ব আইনের 151-এ ধারা অনুযায়ী কোনও আসন ছয় মাসের বেশি শূন্য থাকতে পারে না ৷ সেখানে উপনির্বাচন করানো বাধ্যতামূলক। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন কল্যাণের বিরুদ্ধে। কল্যান চৌবেঁকে শো-কজ নোটিশ পাঠিয়ে আদালত জানতে চায়, কেন তাঁকে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষের পদ থেকে সরানো হবে না।

আদালত মনে করছিল এই পদগুলি থেকে সরিয়ে দেওয়া হলে তিনি মানিকতলা নিয়ে করা মামলায় মনোনিবেশ করতে পারবেন। এরপরই কল্যাণ চৌবে এদিন হাইকোর্টে তাঁর মামলা প্রত্যাহারের আবেদন জানালেন। আর সেই জায়গা থেকেই দীর্ঘদিন ঝুলে থাকার পর আরও একবার মানিকতলা বিধানসভায় উপনির্বাচন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হল।

আরও পড়ুন

  1. চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে 'না'
  2. এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে আপাতত নোটিশ জারি নয়, ভূপতিনগর নিয়ে নির্দেশ হাইকোর্টের
  3. শাহজাহানের বেআইনি ব্যবসার টাকা আত্মসাতে জড়িত রাজ্যের মন্ত্রীরাও, বিস্ফোরক দাবি ইডি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.