ETV Bharat / state

দু’টি ভিন্ন শ্লীলতাহানির ঘটনায় দুই অপরাধীর সাজা ঘোষণা আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 11:02 PM IST

Etv Bharat
Etv Bharat

kalimpong district court: দু’টি শ্লীলতাহানির ঘটনার সাজা ঘোষণা কালিম্পং জেলা আদালতের ৷ একজনের 20 বছরের কারাবাস হল। সঙ্গে 10 হাজার টাকা জরিমানা ৷ আর এক অপরাধীর 3 বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে 2 হাজার টাকা জরিমানার সাজা দিল কালিম্পংয়ের জেলা আদালত ৷

কালিম্পং, 28 ফেব্রুয়ারি: দুটি পৃথক শ্লীলতাহানির ঘটনায় দুই অপরাধীর 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কালিম্পং জেলা আদালত। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ অপর এক অপরাধীকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নাবালিকার বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ নির্যাতিতার বাবাকে গ্রেফতার করে । এরপর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ৷

মাত্র দু' মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শোভনা সেবা। অভিযুক্ত জেল হেফাজতে থাকাকালীনই বিচারপর্ব সম্পন্ন হয় । মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর বুধবার ওই অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 10হাজার টাকা জরিমানা করেন বিচারপতি ৷

অন্যদিকে, এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী বিলাস মাহাতোর বিরুদ্ধে । 2021 সালের 9 অক্টোবর বিলাস মাহাতোকে গ্রেফতার হয় । তদন্তকারী অফিসার চার্জশিট জমা দেন। এরপর তাকেও দোষী সাব্যস্ত করে আদালত ৷ অভিযুক্ত বিলাসকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 হাজার টাকা জরিমানা করেন বিচারপতি। এই প্রসঙ্গেই সরকারি আইনজীবী নিশা রাই বলেন, "ওই দুই অভিযোগের তদন্তের পর এদিন বিচারক সাজা ঘোষণা করেন। একজনের 20 বছরের সশ্রম কারাদণ্ড ও আর এক জনের 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।"

আরও পড়ুন:

  1. মাড়গ্রামে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, তৃণমূল নেতার ছেলে-সহ আটক তিন
  2. ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা
  3. অতিরিক্ত নম্বরের টোপ দিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি যাদবপুরে! গুরুতর অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.