ETV Bharat / state

'ক্ষমতায় এলে আইনি স্বীকৃতি', লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম প্রার্থী - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 4:29 PM IST

Updated : Mar 30, 2024, 7:37 PM IST

CPIM Candidate: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী ইত্য়াদি নানা প্রকল্পকে বরাবরই বিরোধী শিবির বিরোধিতা করে এসেছে ৷ বিশেষত বামেদের দাবি, বেকারদের চাকরি না-দিয়ে মমতা মুষ্টিমেয় কিছু অর্থ দিয়ে মানুষের মন ভোলাতে চান ৷ এবার বামপ্রার্থীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারকে আইনে স্বীকৃতি দেওয়ার কথা শোনা গেল ৷ সিপিএম প্রার্থীর কথায়, "ক্ষমতায় এলে মা-বোনেদের সম্মানে লক্ষীর ভাণ্ডারকে আইন করব ৷ সেইসঙ্গে ভাতা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হবে ৷"
Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

সিপিএম প্রার্থীর মুখে মমতার লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা

শিলিগুড়ি/জলপাইগুড়ি, 30 মার্চ: "লক্ষ্মীর ভাণ্ডারকে খালি ভাতা বা অনুদান করে রাখলে হবে না। বামেরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারকে 'আইন' করা হবে। যাতে ক্ষমতায় না-থাকলেও সেই অধিকার থেকে মা-বোনেরা বঞ্চিত না হন।" এমনটাই মন্তব্য করলেন জলপাইগুড়ির বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মন। বারেবারে মমতা সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে নানা প্রকল্পের বিরোধিতা করে এসেছে বামেরা ৷ এবার সিপিএমের প্রার্থীর গলাতেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুনাম শুনে রাজনৈতিক মহলে শোরগোল।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি নেতা দেবরাজ বর্মনকে। দেবরাজ বর্মন জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা। জেলার ডিওয়াইএফআই'য়ের এই নেতাকে প্রার্থী করেছে বাম শিবির। জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের সাধারণ সম্পাদক ছিলেন দেবরাজ। বর্তমানে সাহুডাঙ্গি হাইস্কুলের শিক্ষক তিনি। তাঁর বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে রয়েছেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তথা তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় ও গতবারের বিজেপি সাংসদ জয়ন্ত রায়। দুই তাবড় নেতার বিরুদ্ধে তরুণের এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে জমে উঠেছে ওই আসনের লড়াই।

শনিবার শিলিগুড়ি পৌরনিগমের অধীন বেশ কয়েকটি বর্ধিত এলাকায় প্রচার করেন দেবরাজ বর্মন। মিছিলের পর বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। প্রচারের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারকে আইন করব। অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সেটা বন্ধ করতে চাইছে। ক্ষমতায় না-থাকলেও সেটা যাতে বন্ধ না-করা যায় সেজন্য আইন করা হবে। মন্ত্রীদের বেতন বৃদ্ধি হয়েছে, মুখ্যমন্ত্রীর বেতন 80 হাজার টাকা বৃদ্ধি হয়েছে। তাই 500 টাকা বাড়িয়ে কোনও লাভ হবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ দেব অন্তত সাড়ে সাত হাজার টাকা।"

পাশাপাশি তিনি বলেন, "গত নির্বাচনে বামেদের ভোট রামে গিয়েছিল ঠিকই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর পরিস্থিতি অনেকটা বদল হয়েছে। বামেদের ভোট আবার ফিরে এসেছে।"

আরও পড়ুন:

  1. 'মানুষের অধিকার রক্ষায় লড়াই', দুর্গাপুরে প্রচার শুরু সিপিএম প্রার্থীর
  2. সিপিএমকে ভোট নয়, যাদবপুরে আর্জি বিজেপি প্রার্থীর; পালটা দিলেন সৃজনও
  3. ভোট চাইতে মমতার দুয়ারে যেতে চান বামপ্রার্থী সায়রা
Last Updated :Mar 30, 2024, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.