ETV Bharat / state

ভাইয়ের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেন্দ্রকে তোপ অরূপ বিশ্বাসের - IT Dept conducts raids

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 10:43 AM IST

Income Tax Department Search Operation: অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন আয়কর হানা অব্যাহত । ভাইয়ের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক উদ্দেশ্য বলে কটাক্ষ মন্ত্রী অরূপ বিশ্বাসের ৷

Income Tax Department Search Operation
কেন্দ্রকে তোপ অরূপ বিশ্বাসের

কেন্দ্রকে তোপ অরূপ বিশ্বাসের

দুর্গাপুর, 22 মার্চ: লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়ে যাওয়ার পরে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ছায়াসঙ্গী' অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে ম্যারাথন আয়কর হানা অব্যাহত । নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী অরূপ ৷

এদিন ম্যারাথন বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, "রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাইয়ের বাড়িতে আয়কর হানা চলছে। বিরোধীরা যখন বলছে কর ফাঁকি দেওয়া হয়েছে তখন ওরাই বলতে পারবে কি কারণে এই তল্লাশি।" বুধবার থেকেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা আয়কর হানা চলছে। এরপরেই দুর্গাপুর থেকে বিরোধী তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মন্ত্রী অরূপ বিশ্বাসের।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী শিবির ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের স্টার প্রার্থী প্রাক্তন বিশ্বকাপার কীর্তি আজাদের সমর্থনে মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুরের বি-জোন বিধান ভবনে সাংগঠনিক বৈঠক সারলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ দুর্গাপুর পূর্ব ও দূর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

2019-এর লোকসভা নির্বাচনে এই আসনটিতে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে চলতি নির্বাচনে যাতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আগে থেকে সজাগ তৃণমূল দল ৷ ফলে কীর্তি আজাদের জয়ের জন্য সাংগঠনিকভাবে বিভিন্ন নেতাকে দায়িত্বভার অর্পণ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

গত লোকসভা নির্বাচনে দুর্গাপুরে প্রায় 80 হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই বিধানসভা ভিত্তিক দলের দায়িত্ব তুলে দিয়ে গেলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে ৷ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের দায়িত্ব দিয়ে যান এসবিএসটিসির চেয়ারম্যান তথা ভাতারের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুভাষ মণ্ডলে হাতে।

আরও পড়ুন

1. ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ

2. কেজরির গ্রেফতারি অসাংবিধানিক, দাবি প্রিয়াঙ্কার; গণতন্ত্র বাঁচানোর ডাক তৃণমূল-সিপিএমের

3. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.