ETV Bharat / state

রবিতে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, বঙ্গজীবনে স্বস্তির বৃষ্টি পরিস্থিতি - West Bengal Weather Forecast

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 7:02 AM IST

West Bengal Weather
বঙ্গ জীবনে ফিরছে স্বস্তি (File Image)

West Bengal Weather Forecast: এবার খরতাপ থেকে রেহাই ৷ ইতিমধ্যে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি শুরু হয়েছে ৷ রাজ্যে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাস ৷ স্বস্তি ফিরছে বঙ্গজীবনে ৷

কলকাতা, 5 মে: অসহ্য দহন জ্বালা থেকে মুক্তির ইঙ্গিত শনিবার বিকেলের পরই পাওয়া গিয়েছে ৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকাবৃষ্টি হয়েছে ৷ ফলে পারদ বেশ খানিকটা নেমেছে ৷ গত 19 এপ্রিল থেকে বাড়তে থাকা তাপমাত্রায় অবশেষে রাশ পড়েছে ৷ শনিবার সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল, সোমবার থেকে বৃষ্টি বাড়বে ৷ এই বৃষ্টি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত, অর্থাৎ নতুন সপ্তাহের পুরো সময় ধরে বৃষ্টি হবে ৷ তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ৷

আবহাওয়াবিদরা বলছেন, আজ রবিবার দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ নতুন সপ্তাহের প্রথম দিন থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ৷

উত্তর-পূর্ব দিক থেকে ধেয়ে আসা গরম বাতাসের দাপট কমছে ৷ বদলে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের দাপট বাড়ছে ৷ ফলে বঙ্গজুড়ে এতদিন যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছিল না, এবার সেটাই হচ্ছে ৷ কিন্তু বায়ুমণ্ডলের নীচের স্তরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে তা উপরের দিকে যাওয়ার বদলে নীচের দিকে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারছিল না ৷

এবার বিপরীত ঘূর্ণাবর্তের কারণে তৈরি হওয়া বাতাস উপরের দিকে যেতে শুরু করেছে ৷ বায়ুর এই ঊর্ধ্বগতি এবং বঙ্গোপসাগর থেকে প্রবল ভাবে ধেয়ে আসা জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বাতাসের প্রবেশের কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে ৷ উত্তরবঙ্গেও উপরের পাঁচটি জেলায় ইতিমধ্যে বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এবার উত্তরের সব জেলায় আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না ৷ তার মধ্যে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চল রয়েছে ৷ তাপমাত্রা 3-5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ৷ শনিবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি ৷ দুদিন আগেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল কলকাতায় ৷ শনিবার বিকেল থেকে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক হয়েছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 47 শতাংশ ৷ শনিবার রাজ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ছিল কলাইকুণ্ডায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 6.8 ডিগ্রি বেশি ৷ তাপপ্রবাহের পরিস্থিতি ছিল মগরা, পানাগড়, আসানসোলে ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বিকাল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. রবির দৃষ্টিতে কাটবে বাধা, ছুটির দিনে মেষ থেকে মীন রাশিতে মারাত্মক প্রভাব
  2. 'তৃণমূলের কারসাজি', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দাবি বিজেপি প্রার্থী রেখার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.