কলকাতা, 21 মার্চ: গার্ডেনরিচে বেআইনি নির্মাণের তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তাঁর প্রশ্ন, "যে সমস্ত অফিসারদের বেআইনি নির্মাণ যাতে না হয় দেখার দায়িত্ব দেওয়া রয়েছে, তাঁদেরকেই কি নিযুক্ত করা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে !"
উল্লেখ্য, গত রবিবার রাতে গার্ডেনরিচের একটি নির্মীয়মান বহুতল ভেঙে 10 জনের মৃত্যু হয় । একাধিক ব্যক্তি আহত হন ৷ আহত ও নিহতরা বেশিরভাগই পাশের ঝুপড়ির বাসিন্দা । এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে ও গার্ডেনরিচ এলাকায় এই ধরনের কত বেআইনি নির্মাণ রয়েছে, তা তদন্ত করে দেখার আরজি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাকেশ সিং ।
সেই মামলাতেই অভিযোগ করা হয়েছে, যে সমস্ত আধিকারিকদের দেখার দায়িত্ব ছিল যে বেআইনি নির্মাণ হচ্ছে কি না, গার্ডেনরিচের ঘটনার পর তাঁদের দিয়েই তদন্ত করানো হচ্ছে ৷ এমন অভিযোগ সত্যি কি না, সেই প্রশ্নই করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ শুনানিতে উপস্থিত রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই নিয়ে উত্তর দিতে সময় চান ৷
এছাড়া গার্ডেনরিচের ঘটনায় আক্রান্তদের পূনর্বাসনের জন্য কী পদক্ষেপ করেছে রাজ্য, এ দিন সেটাও জানাতে নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপও যাতে অবিলম্বে করা হয়, সেই নির্দেশও দিয়েছে আদালত ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, রিপোর্ট দিয়ে সেটাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে ।
গার্ডেনরিচ এলাকায় যেভাবে বেআইনি নির্মাণ হয়েছে এবং বিপজ্জনক ভাবে আবাসনগুলো গায়ে গায়ে লেগে রয়েছে, সংবাদমাধ্যম থেকে তা জানার পর সেই ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, "দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কী করবে ? এদের অবস্থা অনেকটা সৈনিকদের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো । তাঁরা টু হুইলারে করে যাবেন এলাকায়, তার পর লোকের হাতে মার খাবেন ।"
অন্যদিকে প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন, মৃত ও আহতদের কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে কি না ? তাতে এজি ও মামলাকারী রাকেশ সিংহের আইনজীবী জানান, রাজ্যের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে ।
আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 এপ্রিল ৷
আরও পড়ুন: