ETV Bharat / state

সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই অগ্নিগর্ভ এলাকার পথে রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 11:25 AM IST

Updated : Feb 12, 2024, 2:02 PM IST

Governor to visit Sandeshkhali: সফর কাটছাঁট করে কেরল থেকে আজ কলকাতায় ফিরেই সন্দেশখালির পথে রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

প্রকৃত 'সন্দেশ' জানতে সন্দেশখালির পথে রাজ্যপাল

কলকাতা, 12 ফেব্রুয়ারি: সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই উত্তর 24 পরগনার অগ্নিগর্ভ সেই এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি আগেই জানিয়েছিলেন যে, সন্দেশখালির পরিস্থিতি শোনার পর তিনি তাঁর কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরে আসছেন এবং সোমবার ফিরেই তিনি নিজে যাবেন সন্দেশখালিতে ৷ সেই মতোই আজ সকালে দমদম বিমানবন্দরে অবতরণ করেই তিনি রওনা দিয়ে দেন সন্দেশখালির পথে ৷

সন্দেশখালি যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে রাজ্যপাল বলেন,"আমি কেরলে ছিলাম । ওখানে বেঙ্গল উৎসব হচ্ছিল । আমি যখন শুনলাম সন্দেশখালিতে ভয়ানক ঘটনা ঘটেছে, তখনই ওখানে প্রোগ্রাম কাটছাঁট করে ফিরে এসেছি । আমি সন্দেশখালি যাচ্ছি । নিজে গিয়ে দেখতে চাই যে, সন্দেশখালির গলিতে প্রকৃত কী সন্দেশ রয়েছে ৷ কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখব ।" রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন । এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যপাল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন তিনি ৷

যদিও রাজ্যপাল সন্দেশখালিতে প্রবেশের অনুমতি পাবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর আশংকা, সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হতে পারে ৷ আজ সকালে দিলীপ বলেন, "তিনি (রাজ্যপাল) একজন সংবেদনশীল ব্যক্তি এবং জানেন যে সেখানে লোকজনের উপর অত্যাচার করা হচ্ছে । আমি আশংকা করছি, তাঁকে কালো পতাকা দেখানো হতে পারে । তাঁর পূর্বসূরি জগদীপ ধনকড় এমন বেশ কয়েকটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন ৷"

এ দিকে, আজ সন্দেশখালির পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে গিয়েছে রাজ্য মহিলা কমিশন ৷ কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্য়ায় ও অন্যান্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ৷ আবার আজ সিপিএম নেতা নিরাপদ সরদারের মুক্তির দাবিতে সন্দেশখালিতে 12 ঘণ্টার বনধ পালন করছে সিপিএম ৷

আরও পড়ুন:

  1. কেরল সফরে কাটছাঁট, সোমবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল
  2. কেরলের বাড়িতে বসেই বাংলার বাজেটে চোখ রাজ্যপালের, নজর সন্দেশখালিতেও
  3. নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদ ! সোমবার সন্দেশখালিতে 12 ঘন্টার বনধ ডাকল সিপিএম
Last Updated : Feb 12, 2024, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.