ETV Bharat / state

নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদ ! সোমবার সন্দেশখালিতে 12 ঘন্টার বনধ ডাকল সিপিএম

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 10:34 PM IST

CPM called a 12 hour bandh: 'বেপাত্তা' শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা নিরাপদ সর্দারকে তাঁর বাঁশদ্রোণীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ। প্রথমে কারণ হিসেবে কিছু না জানালেও পরে বাঁশদ্রোণী থানার পুলিশ এই সিপিএম নেতাকে আটক করার কথা জানায়। দীর্ঘক্ষণ তাঁকে থানাতেই বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে গ্রেফতার করা হয়।

Etv Bharat
Etv Bharat

সন্দেশখালি, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার 12 ঘন্টা সন্দেশখালি ডাক দিল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের মোট 16টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বনধের ডাক দেওয়া হয়েছে।

সিপিএম নেতৃত্বের তরফ থেকে আবেদন করা হয়েছে, এই বনধ সফল করতে সন্দেশখালিতে যেন সমস্ত দোকান, বাজার বন্ধ রাখেন ব‍্যবসায়ীরা। এর জন্য সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে বামেরা। তবে এই বনধের আওতা থেকে জরুরি পরিষেবাকে বাদ রাখা হয়েছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, নিরাপদ সর্দার-সহ যে সমস্ত নিরপরাধদের গ্রেফতার করেছে পুলিশ তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিও রয়েছে এই বনধ ডাকার নেপথ্যে। দলীয় নেতৃত্বের দাবি, গ্রেফতার হওয়া নিরাপরাধদের মুক্তি দিতেই হবে। তা না হলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।

প্রসঙ্গত, 'বেপাত্তা' শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা নিরাপদ সর্দারকে তাঁর বাঁশদ্রোণীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ। প্রথমে কারণ হিসেবে কিছু না জানালেও পরে বাঁশদ্রোণী থানার পুলিশ এই সিপিএম নেতাকে আটক করার কথা জানায়। দীর্ঘক্ষণ তাঁকে থানাতেই বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দুপুরের দিকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ।

যদিও সিপিএমের দাবি, তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মিছিল করে এসে সিপিএমের নেতা কর্মীরা জড়ো হন বসিরহাট থানার সামনে। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ব‍্যস্ততম ইটিন্ডা রোড অবরোধ করে এর প্রতিবাদ জানান তাঁরা। চলে পুলিশের বিরুদ্ধে স্লোগানও। এর জেরে সাময়িক যানচলাচল ব‍্যহৃত হয় ইটিন্ডা রোডে। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে এদিন বসিরহাটের পাশাপাশি রাজ‍্যের বিভিন্ন প্রান্তেও সিপিএমের কর্মী-সমর্থকরা পথে নেমে সোচ্চার হয়েছেন।

এদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিরাপদ সর্দার-সহ সমস্ত নিরাপরাধীদের মুক্তি দাবিতে সরব হয়েছেন সিপিএম নেতা প্রমথ নাথ। তিনি বলেন, "সন্দেশখালির ত্রাস শাহজাহান এবং শিবু-উত্তমদের নারকীয় অত‍্যাচারে সেখানকার মানুষ আজ বীতশ্রদ্ধ। তাঁদের অন‍্যায়-অত‍্যাচারের বিরুদ্ধে গ্রামের মহিলারা গর্জে উঠেছেন। গ্রামবাসীদের আন্দোলনে পাশে থেকে সহানুভূতি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তাঁর মতো প্রতিবাদকারীকে বিনা নোটিশ ডেকে এনে অন‍্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। অথচ যাঁরা প্রকৃত অপরাধী তাঁরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এর বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। সোমবার থেকে এই আন্দোলন পশ্চিমবঙ্গের সর্বত্র পৌঁছে দেব আমরা। দেখি কীভাবে পুলিশ আমাদের আন্দোলন দমাতে পারে।" অন‍্যদিকে, সন্দেশখালি কাণ্ডে শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ নেতা শিবু হাজরার অধরা থাকা নিয়ে চর্চা কিন্তু চলছেই রাজনীতির অন্দরে।

আরও পড়ুন

144 ধারার মধ্যে সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেল বামেরাও, পুলিশের সঙ্গে তীব্র বচসা মীনাক্ষীদের

যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর

প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার প্রসঙ্গে মমতাকে আক্রমণ শমীকের

সন্দেশখালি, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার 12 ঘন্টা সন্দেশখালি ডাক দিল সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের মোট 16টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বনধের ডাক দেওয়া হয়েছে।

সিপিএম নেতৃত্বের তরফ থেকে আবেদন করা হয়েছে, এই বনধ সফল করতে সন্দেশখালিতে যেন সমস্ত দোকান, বাজার বন্ধ রাখেন ব‍্যবসায়ীরা। এর জন্য সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে বামেরা। তবে এই বনধের আওতা থেকে জরুরি পরিষেবাকে বাদ রাখা হয়েছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, নিরাপদ সর্দার-সহ যে সমস্ত নিরপরাধদের গ্রেফতার করেছে পুলিশ তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিও রয়েছে এই বনধ ডাকার নেপথ্যে। দলীয় নেতৃত্বের দাবি, গ্রেফতার হওয়া নিরাপরাধদের মুক্তি দিতেই হবে। তা না হলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।

প্রসঙ্গত, 'বেপাত্তা' শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা নিরাপদ সর্দারকে তাঁর বাঁশদ্রোণীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ। প্রথমে কারণ হিসেবে কিছু না জানালেও পরে বাঁশদ্রোণী থানার পুলিশ এই সিপিএম নেতাকে আটক করার কথা জানায়। দীর্ঘক্ষণ তাঁকে থানাতেই বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দুপুরের দিকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ।

যদিও সিপিএমের দাবি, তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে রবিবার সন্ধ্যায় মিছিল করে এসে সিপিএমের নেতা কর্মীরা জড়ো হন বসিরহাট থানার সামনে। সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ব‍্যস্ততম ইটিন্ডা রোড অবরোধ করে এর প্রতিবাদ জানান তাঁরা। চলে পুলিশের বিরুদ্ধে স্লোগানও। এর জেরে সাময়িক যানচলাচল ব‍্যহৃত হয় ইটিন্ডা রোডে। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে এদিন বসিরহাটের পাশাপাশি রাজ‍্যের বিভিন্ন প্রান্তেও সিপিএমের কর্মী-সমর্থকরা পথে নেমে সোচ্চার হয়েছেন।

এদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিরাপদ সর্দার-সহ সমস্ত নিরাপরাধীদের মুক্তি দাবিতে সরব হয়েছেন সিপিএম নেতা প্রমথ নাথ। তিনি বলেন, "সন্দেশখালির ত্রাস শাহজাহান এবং শিবু-উত্তমদের নারকীয় অত‍্যাচারে সেখানকার মানুষ আজ বীতশ্রদ্ধ। তাঁদের অন‍্যায়-অত‍্যাচারের বিরুদ্ধে গ্রামের মহিলারা গর্জে উঠেছেন। গ্রামবাসীদের আন্দোলনে পাশে থেকে সহানুভূতি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তাঁর মতো প্রতিবাদকারীকে বিনা নোটিশ ডেকে এনে অন‍্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। অথচ যাঁরা প্রকৃত অপরাধী তাঁরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এর বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। সোমবার থেকে এই আন্দোলন পশ্চিমবঙ্গের সর্বত্র পৌঁছে দেব আমরা। দেখি কীভাবে পুলিশ আমাদের আন্দোলন দমাতে পারে।" অন‍্যদিকে, সন্দেশখালি কাণ্ডে শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ নেতা শিবু হাজরার অধরা থাকা নিয়ে চর্চা কিন্তু চলছেই রাজনীতির অন্দরে।

আরও পড়ুন

144 ধারার মধ্যে সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেল বামেরাও, পুলিশের সঙ্গে তীব্র বচসা মীনাক্ষীদের

যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর

প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার প্রসঙ্গে মমতাকে আক্রমণ শমীকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.