ETV Bharat / state

'বেপাত্তা' শিবুর অভিযোগের ভিত্তিতে সন্দেশখালিতে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 1:29 PM IST

Updated : Feb 11, 2024, 5:02 PM IST

CPM Leader Detained: সন্দেশখালিকাণ্ডে শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদার ৷ দু'ঘণ্টার বেশি সময় পেরনোর পরেও কেন পুলিশ তাকে তুলে নিয়ে এসেছে, সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি । এরই বিরুদ্ধে সিপিএম কলকাতা জেলার কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ।

Former CPM MLA
নিরাপদ সরদার

সন্দেশখালি, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে নতুন ট‍্যুইস্ট ৷ গ্রেফতার করা হল সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে । বেপাত্তা তৃণমূলের দাপুটে নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতেই এই সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । গ্রেফতার করে সিপিএম নেতা নিরাপদ সরদার বাঁশদ্রোণী থানাতে নিয়ে যাওয়া হয়েছে । আপাতত তিনি বাঁশদ্রোণী থানাতে রয়েছেন ৷ তবে নিরাপদ সর্দারকে পরবর্তী সন্দেশখালি থানাতে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর । ফলে তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল 10টা নাগাদ বাঁশদ্রোণীতে তাঁর বাড়িতে যায় পুলিশ । সেখানে তাঁকে বলা হয় থানার বড়বাবু তাঁকে ডাকছেন । বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকরা তাঁকে স্বস্ত্রীক তুলে নিয়ে আসেন । তারপরেই বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা-কর্মীরা । চলতি মাসের 7 ও 8 তারিখ নিরাপদ সরদার রাজ্য কমিটির মিটিংয়ে ছিলেন । কেন শিবু হাজরা ও শেখ শাহজাহানকে না ধরে নিরাপদ সরদারকে গ্রেফতার করা হল ৷

অন্যদিকে দু'ঘণ্টার বেশি সময় পেরনোর পরেও কেন পুলিশ নিরাপদ সরদারকে তুলে নিয়ে এসেছে, সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি । এরই বিরুদ্ধে সিপিএম কলকাতা জেলার কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । থানায় পৌঁছেছেন সিপিএম সমর্থক আইনজীবী শামীম আহমেদ ।

সিপিএম নেতার গ্রেফতারি নিয়ে সুজন চক্রবর্তী বলেন, "অপরাধী শাহজাহান-শিবু'রা পুলিশের ঘেরাটোপে । অথচ শিবু হাজরার মিথ্যা অভিযোগে সিপিএম নেতা নিরাপদ সরদার গ্রেফতার । কয়েক হাজার পুলিশ দ্বীপ এলাকা ঘিরে কার্যত রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে । রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে । মীনাক্ষী-সহ ছাত্র যুব মহিলারা সন্দেশখালিতে যাচ্ছে । জনরোষ বাড়বেই, লড়াই চলবেই ।"

তৃণমূল ব্লক সভাপতি ও জেলাপরিষদের সদস্য শিবু হাজরা সন্দেশখালি থানায় অভিযোগ করেন, সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের নেতৃত্বেই বুধবার তাঁর ভেড়ির অফিস,পোলট্রি ফার্মে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে । ওই দিনই সিপিএম নেতার নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন শিবু হাজরা । তার প্রেক্ষিতেই কলকাতা থেকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ ।

তবে ধৃত প্রাক্তন বাম বিধায়ক আগেই দাবি করেছিলেন, গ্রামবাসীদের আন্দোলনে ভয় পেয়ে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশেই তাঁর নামে অভিযোগ করেছেন । অভিযোগপত্রে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের নাম এক নম্বরে রয়েছে । অন্যদিকে অভিযোগকারী তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ রয়েছে । সম্প্রতি থানায় শিবুর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং অত্যাচারের অভিযোগও দায়ের করেন মহিলারা । তারপরও ওই তৃণমূল নেতা এখনও অধরা । অন্তরালে থাকা সেই শাসক-নেতার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ককে ।

প্রসঙ্গত, এর আগে নিরাপদ সরদার দাবি করেন, সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন । আশ্রয় নিয়েছিলেন দলীয় নেতা-কর্মীর বাড়িতেও । যদিও তাঁর এই দাবি সেই সময় নস্যাৎ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন:

  1. কোথায় শিবু-শাহজাহান? উত্তম সর্দারের 'সাসপেনশন' নিয়ে প্রশ্ন বিরোধীদের
  2. তৃণমূল সাসপেন্ড করতেই পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম, গ্রেফতার বিজেপি নেতাও
  3. সন্দেশখালিতে 'ননসেন্স গেম' বন্ধের নির্দেশ, ভিডিয়োবার্তা রাজ্যপালের
Last Updated :Feb 11, 2024, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.