ETV Bharat / state

অমানবিক ফরমান ! অসহ্য গরমেও ভরদুপুরে কাজ বাধ্যতামূলক ফুড ডেলিভারি কর্মীদের - Food app delivery workers

author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 12:55 PM IST

May Day 2024: তীব্র তাপপ্রবাহের মধ্যেও ভরদুপুরে বাধ্যতামূলক ভাবে কাজ করতে হবে ডেলিভারি কর্মীদের ৷ এমনই 'অমানবিক' ফরমান জারি করেছে একটি সংস্থা ৷ শ্রম দিবসে কর্মীদের পাশে দাঁড়িয়ে সেই ফরমান প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে শ্রমিক সংগঠন ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 1 মে: তীব্র দাবদাহে নাজেহাল আমজনতা । গরমের কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে । এরকম পরিস্থিতিতেও গ্রাহকের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন ডেলিভারি কর্মীরা । যাঁরা শুধুমাত্র কাজের ভিত্তিতে তাঁদের প্রাপ্য পেয়ে থাকেন । তা সত্ত্বেও এই দহনজ্বালার মধ্যে বেলা 12টা থেকে 4টের মধ্যে 3 ঘণ্টা 44 মিনিট কাজ কর্মীদের জন্য বাধ্যতামূলক করল এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থা । যা নিয়ে ডেলিভারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে । শ্রম দিবসে শ্রমিকদের প্রতি এই 'নির্মম' আচরণে সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে সিটু অনুমোদিন শ্রমিক সংগঠন ৷

জীবন বাঁচানো আগে ? নাকি পেটের টানে তাপপ্রবাহের মধ্যে 3 ঘণ্টা 45 মিনিট কাজ করবেন ? তা ভেবে কুল কিনারা করে উঠতে পারছেন না ডেলিভারি কর্মীরা ৷ এরকম পরিস্থিতিতে সিপিএম শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন তাঁদের পাশে দাঁড়িয়েছে । ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার সিইও-কে চিঠি পাঠিয়ে 'বাধ্যতামূলক' কাজের ফরমান বাতিল করার আবেদন জানানো হয়েছে । একইসঙ্গে, ডেলিভারি কর্মীদের চিকিৎসাখরচ-সহ একাধিক দাবিতে সরব হয়েছে এই শ্রমিক সংগঠন । বিষয়টি রাজ্যের শ্রম দফতরকেও জানানো হয়েছে ।

অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সূত্রে খবর, ওই ফুড ডেলিভারি সংস্থা পশ্চিমবঙ্গের ডেলিভারি কর্মীদের জন্য দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে কমপক্ষে 3 ঘণ্টা 45 মিনিটের জন্য লগ ইন করা বাধ্যতামূলক করেছে । যার অর্থ, এই চার ঘণ্টার মধ্যে অর্ডার এলে কর্মীদের কাজ করতেই হবে । তাঁরা কোনওভাবেই অর্ডার ক্যানসেল করতে পারবেন না ।

অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে সুমহান চক্রবর্তী বলেন, "অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ । সাধারণ মানুষ সানস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন । এমনকি মারাও যাচ্ছেন। তাই বাস্তবতা বিবেচনা করে, পশ্চিমবঙ্গ রাজ্য অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন এই বাধ্যতামূলক লগ-ইনের অমানবিক নির্দেশ প্রত্যাহার করার আবেদন করেছে ।"

তিনি আরও জানান যে, আরও বেশ কয়েকটি দাবি ওই আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে । যাঁরা এই সময়ে কাজ করবেন সেই সমস্ত ডেলিভারি কর্মীদের ইনসেনটিভের টাকার পরিমাণ বাড়িয়ে 20 টাকা থেকে 50 টাকা করতে হবে । তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়া ডেলিভারি কর্মীদের জন্য সমস্ত চিকিৎসা ব্যয় বহন করতে হবে ফুড ডেলিভারি সংস্থাকে ৷

শুধু তাই নয়, সংগঠনের আরও অভিযোগ, উৎসব কিংবা ভোটদান, কোনও ক্ষেত্রেই ছুটি পান না এই সব ডেলিভারি কর্মীরা । যা অন্য সমস্ত ক্ষেত্রের কর্মীরা পেয়ে থাকেন । সুমহান চক্রবর্তী বলেন, "প্রথম দফায় উত্তরবঙ্গের বহু ডেলিভারি কর্মী ভোট দিতে পারেননি । কারণ, তাঁরা ছুটি পাননি । এই বিষয়টিও নির্বাচন কমিশনে জানানো হবে ।

এ বিষয়ে রাজ্য শ্রম দফতরের আধিকারিক বলেন, "এই ধরনের অভিযোগ দফতরে এলে দফতর বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবে । তবে এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েছে বলে আমার কাছে খবর নেই ।"

যদিও এ বিষয়ে ওই ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও, তাদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. বাড়ছে গরম, কলকাতায় হিট স্ট্রোকে প্রাণ গেল যুবকের
  2. গরম থেকে পালিয়ে... ঠান্ডার আমেজ পেতে পর্যটকদের ভরসা দার্জিলিং
  3. চাঁদিফাটা গরমে জেরবার রাজ্য ! ক'দিন চলবে তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা কতদূর ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.