ETV Bharat / state

রঙের উৎসবে তুঙ্গে প্রস্তুতি , আবির তৈরিতে ব্যস্ত কারিগররা - Holi Utsav 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:07 AM IST

Dol Utsav 2024: বসন্ত মানেই রঙিন আবিরে নিজেদের রাঙিয়ে নেওয়া । তাই আবিরে তৈরিতে এখন ফুরসৎ নেই কারখানার শ্রমিকদের । দিন রাত একযোগে চলছে কাজ । কয়েকদিন পর ছোট থেকে বড় সকলে মেতে উঠবে এই রঙের উৎসবে ৷

gulal
gulal

রঙের উৎসবে তুঙ্গে প্রস্তুতি

মন্দিরবাজার, 21 মার্চ: 'বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে...' গাছে গাছে পলাশ ফুল ৷ কোকিলের কুহু কুহু রব । ধূলো মেশানো ঝড় । আকাশে-বাতাসে বসন্তের ছোঁয়া জানান দিচ্ছে আর মাত্র কয়েকটা দিন ৷ এরপরেই শুরু রঙের উৎসব ৷ লাল-নীল-সবুজ রঙে একে ওপরকে রাঙিয়ে তুলবে শিশু থেকে মাঝবয়সি সকলে ৷ আগে রঙ খেলার প্রতি বেশি আগ্রহ থাকলেও এখন সবাই কম-বেশি স্বাস্থ্য সচেতন ৷ তাই আবির খেলায় বেশি মেতে ওঠেন তারা ৷ আর সুগন্ধি আবির কে না পছন্দ করে ৷ তাই চরম ব্যস্ততা আবির তৈরির কারখানার অন্দরে ৷ এখন নাওয়া-খাওয়া ভুলে চলছে জোরকদমে কাজ ৷

আবির তৈরির কারখানার মালিক অভিজিৎ পুরকাইত বলেন, "নাওয়া খাওয়া ভুলে এখন সবাই ব্যস্ত আবির তৈরিতে । দুই থেকে তিন মাস চলবে আমাদের এই ব্যবসা ৷ তারপরে আবার আমরা চাষবাসের উপর নির্ভর করবো । আমাদের এই আবির জেলা-সহ কলকাতার বিভিন্ন জায়গায় যায় ৷ এই আবির ব্যবহার করলে ত্বকের কোনপ্রকার ক্ষতি হয় না । কোন রাসায়নিক দ্রব্য দিয়ে এই আবির তৈরি করা হয় না ৷ যার ফলে মানুষের ত্বকের ক্ষতি হবে । এই আবির দামেও সস্তা ।"

বাহারি রঙ এবং সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রঙের আবির । দক্ষিণ 24 পরগনার জেলা থেকে কলকাতা-সহ অন্যান্য জেলার সমস্ত বাজারে অন্যতম প্রসিদ্ধ এই সুগন্ধি আবির ৷ এই আবির পাড়ি দেয় অন্যান্য রাজ্যতেও ।

তাপস পুরকাইত বলেন, "দোলের জন্য কয়েক মাস চলে আমাদের এই কারবার ৷ এরপর আমাদের কারবার বন্ধ হয়ে যায় । আমাদের এখানে মোট সাত রংয়ের আবির তৈরি করা হয় । এখন সবুজ আজ গেরুয়া আবিরে চাহিদা একটু বেশি রয়েছে । নির্বাচনের সময় আমরা একমাস আগে থেকে আবির তৈরি করি । মানুষের মধ্যে চাহিদা রয়েছে এই আবিরের । কার্যত দিন যত এগিয়ে আসছে আমাদের ব্যস্ততা তত বেড়ে চলেছে । নাওয়া খাওয়া ভুলে এখন আমরা ব্যস্ত আবির তৈরিতে ।"

জমে উঠেছে দক্ষিণ 24 পরগনার জেলায় রঙের বাজারও । বিভিন্ন বাজারগুলিতে রঙের পসার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা । তবে মানুষের মধ্যে রঙের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে । সঙ্গে বেড়েছে আবিরের দামও । গত দু'বছর আগে যে আবির 15 থেকে 20 টাকা শয়ে বিক্রি হত, সেই আবির বিকোচ্ছে 25-30 টাকায় ।

আরও পড়ুন:

  1. এটাই আমাদের আসল রং, অযোধ্যায় হোলি খেলে বার্তা ইকবাল আনসারি ও সাধুদের
  2. হোলি স্পেশাল 14 জোড়া ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের
  3. শিবরাত্রি ও হোলি উপলক্ষ্যে একাধিক ট্রেন পরিষেবা পূর্বরেলের, জানুন সময়সূচি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.