ETV Bharat / state

রোগী পরিষেবা বন্ধ করে নির্বাচনের কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার, কাঠগড়ায় কমিশন

Jalpaiguri Lok Sabha Constituency: অ্যাম্বুলেন্সকে কাজে লাগানো হচ্ছে নির্বাচনের কাজে ৷ বুধবার বিষয়টি জানাজানি হতেই প্রশ্নের মুখে নির্বাচন কমিশন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 10:23 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 মার্চ: রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করে অ্যাম্বুলেন্সকে ফ্লাইং স্কোয়াডের কাজে লাগানোয় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন ৷ অ্যাম্বুলেন্সের গায়ে ইতিমধ্যেই লাগানো হয়েছে ক্যামোফ্লাজ । তাতে বড় বড় হরফে লেখা রয়েছে, 'এমসিসিএফএসটি' । জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি এলাকায় ফ্লাইং স্কোয়াডের কাজে ব্যবহার করা হচ্ছে এই অ্যাম্বুলেন্স । বুধবার এমনই অভিযোগ উঠল ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অ্যাম্বুলেন্স গত কয়েকবছর আগে পরিষেবার কাজের জন্য দেওয়া হয়েছিল । কোভিডের সময় সেটি ধূপগুড়ি ব্লক অফিসে আনা হয় । তৎকালীন বিধায়ক মিতালী রায়ের উদ্যোগে এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতকে । যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 1095 ডায়ালেই 100 মিনিটেই সমস্ত অভিযোগের সমাধান করা হবে । সেই নির্বাচনের কাজে ফ্লাইং স্কোয়াডে ব্যবহার অ্যাম্বুলেন্স ছুটবে পরিষেবা দিতে ।

ধূপগুড়ি ব্লক প্রশাসন সূত্রে খবর, এমসিসিতে রয়েছে 2টি, স্ট্যাটিস্টিক্স সার্ভিলেন্স টিমে 2টি এবং ফ্লাইং স্কোয়াডে ব্যবহার করা হয়েছে 2টি গাড়ি । যার মধ্যে একটি অ্যাম্বুলেন্স । তা নিয়েই উঠছে প্রশ্ন । রোগী পরিষেবার জন্য যে অ্যাম্বুলেন্স রয়েছে তা কি না, ব্যবহার হবে কমিশনে । বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই বিষয়ে জানার জন্য ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি । ঘটনার বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক তথা রিটার্নিং অফিসার শামা পারভিন বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।"

আরও পড়ুন :

  1. গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
  2. নেই অ্যাম্বুল্যান্স, ঠেসা হাসপাতালে রোগী ! চিকিৎসার আগেই মৃত্যু

কলকাতা, 20 মার্চ: রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করে অ্যাম্বুলেন্সকে ফ্লাইং স্কোয়াডের কাজে লাগানোয় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন ৷ অ্যাম্বুলেন্সের গায়ে ইতিমধ্যেই লাগানো হয়েছে ক্যামোফ্লাজ । তাতে বড় বড় হরফে লেখা রয়েছে, 'এমসিসিএফএসটি' । জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি এলাকায় ফ্লাইং স্কোয়াডের কাজে ব্যবহার করা হচ্ছে এই অ্যাম্বুলেন্স । বুধবার এমনই অভিযোগ উঠল ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অ্যাম্বুলেন্স গত কয়েকবছর আগে পরিষেবার কাজের জন্য দেওয়া হয়েছিল । কোভিডের সময় সেটি ধূপগুড়ি ব্লক অফিসে আনা হয় । তৎকালীন বিধায়ক মিতালী রায়ের উদ্যোগে এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতকে । যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 1095 ডায়ালেই 100 মিনিটেই সমস্ত অভিযোগের সমাধান করা হবে । সেই নির্বাচনের কাজে ফ্লাইং স্কোয়াডে ব্যবহার অ্যাম্বুলেন্স ছুটবে পরিষেবা দিতে ।

ধূপগুড়ি ব্লক প্রশাসন সূত্রে খবর, এমসিসিতে রয়েছে 2টি, স্ট্যাটিস্টিক্স সার্ভিলেন্স টিমে 2টি এবং ফ্লাইং স্কোয়াডে ব্যবহার করা হয়েছে 2টি গাড়ি । যার মধ্যে একটি অ্যাম্বুলেন্স । তা নিয়েই উঠছে প্রশ্ন । রোগী পরিষেবার জন্য যে অ্যাম্বুলেন্স রয়েছে তা কি না, ব্যবহার হবে কমিশনে । বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই বিষয়ে জানার জন্য ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি । ঘটনার বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক তথা রিটার্নিং অফিসার শামা পারভিন বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে ।"

আরও পড়ুন :

  1. গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
  2. নেই অ্যাম্বুল্যান্স, ঠেসা হাসপাতালে রোগী ! চিকিৎসার আগেই মৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.