ETV Bharat / state

অনিয়মের অভিযোগ, মেয়াদ শেষের আগেই বদলি বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 6:55 AM IST

ETV Bharat
শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক

Bengal Safari Park: সরানো হল বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকারকে ৷ তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে এখান থেকে সরিয়ে খড়গপুরে হিজুলির স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদে স্থানান্তরিত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷

দার্জিলিং, 17 ফেব্রুয়ারি: একাধিক অনিয়ম ও গাফিলতির অভিযোগে মেয়াদ শেষ হওয়ার আগেই বদলি করা হল বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টরকে ৷ বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকারকে খড়গপুরে হিজুলির স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদে সরানো হয়েছে ৷ তাঁর জায়গায় আনা হল বাঁকুড়া দক্ষিণ ডিভিশনের ডিএফওই বিজয় কুমারকে ৷ যদিও বদলির বিষয়টি সম্পূর্ণ রুটিং বদলি বলে দাবি করেছেন বন দফতরের আধিকারিকরা ৷

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ছাড়াও বন দফতরের বেশ কয়েকজন আইএফএস ও ডব্লুবিএফএস আধিকারিককেও বদলি করা হয়েছে ৷ দফতর পরিচালনার জন্য উত্তরবঙ্গ থেকে কয়েকজন অভিজ্ঞ বন আধিকারিকদের দক্ষিণবঙ্গে বদলি করা হয়েছে ৷ এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি ৷

সূত্রের খবর, কমল সরকারের বিরুদ্ধে বেঙ্গল সাফারি পার্কে কাজের বরাত পাইয়ে দেওয়া, পর্যটকদের সাফারির জন্য বাইরে থেকে গাড়ি ভাড়ায় কমিশন নেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছিল ৷ শেষে ত্রিপুরা চিড়িয়াখানা থেকে নিয়ম না-মেনে প্রাণী বিনিময় করতে গিয়ে বড়সড়ো দুর্ঘটনা ঘটে ৷ তাতে গাড়ির চালক-সহ পার্কের দুই কর্মীর মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন রেঞ্জার ৷ এরপর ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পত্তির নাম নিয়েও বিস্তর জলঘোলা হয় ৷ একের পর এক অভিযোগের কারণে তাকে ওই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় বন দফতর ৷

অন্যদিকে, বন দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) উজ্জ্বল ঘোষকে রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল হিসেবে কলকাতা সদর কার্যালয়ে বদলি করা হয়েছে ৷ বৈকুণ্ঠপুরের ডিএফও হরি কৃষ্ণানকে কলকাতা সদর কার্যালয়ের ওয়াইল্ড লাইফ প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের কনজারভেটর অফ ফরেস্ট পদে বদলি করা হয়েছে ৷ তার জায়গায় ঝাড়গ্রামের সহকারি বনপাল রাজা এমকে বৈকুণ্ঠপুরের ডিএফও করা হয়েছে ৷ জলদাপাড়ার ডিএফও সন্দীপ কুমার বেরওয়ালকে সহকারি বনপাল পদ হিসেবে কলকাতার প্রশাসনিক পদে বদলি করা হয়েছে ৷ তাঁর জায়গায় আলিপুরদুয়ারের প্রবীণ কাসোয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কার্শিয়াংয়ের ডিএফও হরিকৃষ্ণান পিজেকে বদলি করে আলিপুরদুয়ারে প্রবীণ কাসোয়ানের জায়গায় পাঠানো হয়েছে ৷ পুরুলিয়ার ডিএফও কার্থিকেয়ান এমকে বদলি করে দার্জিলিংয়ের প্ল্যানিং ডিভিশনের ডিএফও করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের ডিএফও দেবেশ পাণ্ডেকে আবার কার্শিয়াংয়ের ডিএফও করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গতবারের রেকর্ড ভেঙে আয়ের নজির বেঙ্গল সাফারি পার্কে, নতুন বছরে ঢেলে সাজাতে বরাদ্দ আড়াই কোটি
  2. বড়দিনের আগে নতুন সদস্য, কৃষ্ণার আগমনে খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে
  3. আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.