ETV Bharat / state

শহরের কোথায় কোন নির্মাণ বেআইনি, খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয় - Illegal Construction in Kolkata

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 2:29 PM IST

Kolkata Municipal Corportion , কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

KMC About Illegal Construction: কলকাতা পৌরনিগমের ওয়েবসাইট থেকেই নাগরিকরা এবার জানতে পারবেন শহরে নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য ৷ কোথায় কোন নির্মাণ হচ্ছে, সেটা বেআইনি কি না, তার ছবি সমস্ত কিছু দেওয়া থাকবে এই ওয়েবসাইটে ৷

কলকাতা, 7 এপ্রিল: কোন ওয়ার্ডে কোন রাস্তায় নির্মাণ হচ্ছে, সেটা আইনি কি না বা কতটা অংশ বেআইনি, সবই এবার পুঙ্খানপুঙ্খভাবে জানা যাবে ৷ এই বিষয়ে সমস্ত তথ্য নাগরিক স্বার্থে এবার কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে থাকবে । নাগরিকরা চাইলেই পৌরনিগমের ওয়েবসাইট খুলে শহরের যে কোনও প্রান্তের নির্মাণ কাজের স্ট্যাটাস বা তথ্য বিস্তারিত জানতে পারবেন । এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন ।

গার্ডেনরিচে দুর্ঘটনার পর কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে যথেষ্ট চাপের মুখে পৌরবোর্ড । বেআইনি নির্মাণ ঠেকাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে । নাগরিকদের কাছে নজরদারি থেকে স্বচ্ছতা বডায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সব বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে পৌরবোর্ড ।

চলতি মাসের শুরু থেকেই চালু হয়েছে কর্পোরেশনের ওয়ার্ক ডায়েরি অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়াররা প্রতিদিন নিজ এলাকার প্রতিটি নির্মাণের বর্তমান সময়ের ছবি ও তথ্য সব পাঠাচ্ছেন । অর্থাৎ, কোনও নির্মাণ বেআইনি মনে হলে সেটা অ্যাপ মারফত লিখে পাঠাচ্ছেন । তার ভিত্তিতে খতিয়ে দেখে বেআইনি প্রমাণিত হলে সেই তথ্য ছবি দিয়ে পাঠাচ্ছেন । এতে নির্মাণের উপর নজরদারি যেমন বেড়েছে তেমনই সহজ হয়েছে কাজ । এবার সেই তথ্যই কলকাতা কর্পোরেশন চাইছে নাগরিকদের কাছে পৌঁছে দিতে ।

সূত্রের খবর, প্রতিটা বেআইনি নির্মাণ সম্পর্কে অ্যাপ মারফত যে তথ্য কলকাতা কর্পোরেশনের হাতে আসবে সেই সবটাই ঠিকানা ও সবিস্তারে ওয়েবসাইটে তোলা হবে । শুধু তাই নয়, কোনও নির্মাণের অভিযোগ থাকলে কবে অভিযোগ হয়েছে, শুনানি কবে, শুনানি হলে তার রায়ে আধিকারিকরা কী বলেছেন, কোন তারিখ সবটাই থাকবে । এর ফলে যে অভিযোগ এতদিন উঠছিল যে নির্মাণ সম্পর্কে নাগরিকরা অবগত ছিলেন না বা এক পক্ষ খবর পাননি; শুনানির এই সমস্ত সমস্যা থাকবে না আর ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, কমিশনার নির্দেশ দিয়েছেন কলকাতা কর্পোরেশনের আইটি বিভাগ কাজ করছে ৷ দ্রুত এই পরিষেবা চালু হবে । এতে নাগরিকদের কাছে এই বিষয়ে পৌরনিগমের স্বচ্ছতা বজায় থাকবে অনেকটা । অন্যদিকে নাগরিকরা তার আশপাশের এলাকায় কী হচ্ছে সে সম্পর্কেও অবগত থাকবেন । কোনও নির্মাণে অভিযোগ থাকলে সেটার স্ট্যাটাস কী তাও জানতে পারবেন । যেমন আদালতের ওয়েবসাইট হয় ঠিক অনেকটাই তেমন আদল ।

আরও পড়ুন :

  1. 'বাহুবলী' প্রোমোটারদের দৌরাত্ম্য, ইঞ্জিনিয়ারদের বাঁচাতে বিশেষ স্কোয়াড বানালেন ফিরহাদ
  2. শহরের কোথায় লুকিয়ে বেআইনি নির্মাণ ? তথ্য দেবে পৌরনিগমের অ্যাপ
  3. নির্মাণ কাজে দূষণ ঠেকাতে 'নিত্যদিন' জরিমানা আদায় করবে কলকাতা কর্পোরেশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.